Interim Budget 2024: আয়করে কি কোনও পরিবর্তন আনল কেন্দ্র ?
Union Finance Minister Nirmala Sitharaman : তিনি জানান, 'নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না।'
নয়াদিল্লি : 'প্রত্যক্ষ ও পরোক্ষ কর অপরিবর্তিত থাকছে।' আজ অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় এমনই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Union Finance Minister Nirmala Sitharaman)। তিনি জানান, 'নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না।' লোকসভা ভোটের আগে মোদি সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ। দ্বিতীয় মেয়াদের এটাই শেষ বাজেট। কাজেই, একাধিক আশা-প্রত্যাশা প্রথম থেকেই ছিল। বিশেষ করে নজর ছিল কর ছাড়ের বিষয়ে। কর ছাড়ে কি সুরাহা মিলবে মধ্যবিত্তের ? এনিয়ে নানা জল্পনার মধ্যে আজ অর্থমন্ত্রী ঘোষণা করলেন, 'গত ১০ বছরে প্রত্যক্ষ কর আদায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না। পুরনো কর কাঠামোয় আয়করে কোনও পরিবর্তন হচ্ছে না। প্রত্যক্ষ ও পরোক্ষ কর অপরিবর্তিত থাকছে।'
কর কাঠামো নিয়ে যা যা বললেন অর্থমন্ত্রী-
- আগের তুলনায় প্রত্যক্ষ কর অনেক গুণ বেড়েছে। এই প্রত্যক্ষ কর দেশের উন্নয়নের কাজে লাগবে
- করদাতাদের অভিনন্দন জানাচ্ছি। ৭ লক্ষ টাকা অবধি বার্ষিক আয়ে কোনও আয়কর লাগবে না
- আমরা ২৬এস চালু করেছি, যাতে করদাতাদের সুবিধা হয়। কর্পোরেট ট্যাক্স কমিয়ে করা হয়েছে ২২ শতাংশ
- পরোক্ষ করে জিএসটি, সংস্থাগুলির ওপর থেকে চাপ কমিয়েছে। ৯৪ শতাংশ ব্যবসায়ী মনে করছেন, যে জিএসটির নতুন প্রকল্পে যাওয়া সম্ভব। জিএসটির কর সংগ্রহ দ্বিগুণ হয়েছে এবং এর ফলে রাজ্যগুলো লাভবান হয়েছে
- কর সংক্রান্ত যে সব মামলা ঝুলে আছে, যেগুলো সৎ কর দাতাদের চিন্তার কারণ হচ্ছে। এর ফলে ১ কোটি করদাতা লাভবান হচ্ছেন।
Interim Budget | "I propose to retain the same tax rates for direct and indirect taxes including import duties," says FM.#Budget2024 pic.twitter.com/EseKRQblWQ
— ANI (@ANI) February 1, 2024
অর্থনীতিবিদ অভিরূপ সরকারের বক্তব্য, "আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখে গত ৫ বছরে সরকার কী কী করেছে, কত ভাল কাজ করেছে তার খতিয়ান তুলে ধরা হয়েছে এই বাজেটে। বাজেটটা প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে উনি একটা নির্বাচনী প্রচার করলেন। এর মধ্যে আর নতুন কিছু নেই। এটা হয়তো একটা অর্থে প্রত্যাশিত ছিল। কিন্তু, কিছু দিশা উনি (অর্থমন্ত্রী) দেখাবেন মনে হয়েছিল। সেটা দেখতে পেলাম না। যেটা চিন্তার সেটা হচ্ছে সেটা হচ্ছে ফিসক্যাল ডেফিসিট খুব বেশি। ৫ শতাংশের বেশি। তার ফলে জিনিসপত্রের দাম বাড়ার সম্ভাবনা থেকেই যাবে।"