Aakash IPO: শেয়ার বাজারে আসছে আকাশ এডুকেশনাল সার্ভিস,আইপিও-তে ছাড়পত্র দিয়েছে বাইজুর বোর্ড
Share Market: এবার শেয়ার বাজারে আসতে চলেছে আকাশ এডুকেশনাল সার্ভিস। শীঘ্রই IPO নিয়ে আসবে কোম্পানি।
Share Market: এবার শেয়ার বাজারে আসতে চলেছে আকাশ এডুকেশনাল সার্ভিস। শীঘ্রই IPO নিয়ে আসবে কোম্পানি। সম্প্রতি আকাশ-কে এই অনুমতি দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রযুক্তি স্টার্টআপ কোম্পানি বাইজুস।
নিজেই এই খবর নিশ্চিত করেছে বাইজুস (Byju's)। সংস্থা জানিয়েছে, আকাশ এডুকেশন সার্ভিসেস লিমিটেড (Aakash Education Services Limited) এর আইপিও (Initial Public Offering) চালু করার প্রস্তুতি নিচ্ছে। আসলে এই কোম্পানি ইঞ্জিনিয়ারিং, মেডিক্যালের মতো পরীক্ষার পড়ুয়াদের তৈরি করে। আকাশ এডুকেশন সার্ভিসেসের আইপিও ২০২৪ সালের মাঝামাঝি আসতে পারে।
Byju's জানিয়েছে, কোম্পানিট আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মাঝামাঝি সময়ে তার সহযোগী কোম্পানি আকাশ এডুকেশন সার্ভিসেস লিমিটেডের আইপিও চালু করবে। বাইজু-র বোর্ড আকাশ শিক্ষা পরিষেবার আইপিও চালু করার অনুমোদন দিয়েছে। কোম্পানিটি আইপিওর টাইমলাইন সম্পর্কে জানিয়েছে, আইপিও চালু করার জন্য মার্চেন্ট ব্যাঙ্কারদের নিয়োগ করা হবে। পরে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির প্রস্তুতি শুরু করবে কোম্পানি।
Stock Market Update: কোম্পানি তাদের বিবৃতিতে বলেছে, আইপিও আকাশের পরিকাঠামোতে পুঁজি বিনিয়োগের পাশাপাশি এটি সম্প্রসারণে সহায়তা করবে। এর পাশাপাশি এর মাধ্যমে দেশের আরও শিক্ষার্থীরা উচ্চমানের পরীক্ষা-প্রস্তুতি নিতে সক্ষম হবে। আকাশ এডুকেশন সার্ভিসেস লিমিটেডের আয় ২০২৩-২৪ সালে ৪০০০ কোটি টাকা অনুমান করা হয়েছে। তাই কোম্পানির পরিচালন মুনাফা (EBIDTA) হতে পারে ৯০০ কোটি টাকা।
Aakash IPO: দুই বছর আগে ২০২১ সালের এপ্রিলে, Byju's ৯৫০ মিলিয়ন ডলার বা ৭১০০ কোটি টাকায় আকাশ এডুকেশনাল সার্ভিস কিনেছিল। এই অধিগ্রহণের পর থেকে আকাশ এডুকেশনাল সার্ভিসের মুনাফা বেড়েছে তিন গুণ। আকাশ এডুকেশনের সারা দেশে ৩২৫টি কেন্দ্র রয়েছে , যেখানে ৪ লক্ষেরও বেশি শিক্ষার্থী IIT-NEET প্রস্তুতির নেয়। এর আগে আকাশ এডুকেশন সার্ভিসেস এই বছর ২০২৩ সালে তার আইপিও চালু করার প্রস্তুতি নিচ্ছিল। বর্তমানে যা কিছুটা পিছিয়ে ২০২৪ করেছে কোম্পানি।
Sensex Today: সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে দারুণ গতি দেখাল বুলরা। আজ ভারতীয় স্টক মার্কেটের জন্য ভাল সময় ছিল বিনিয়োগকারীদের। ব্যাঙ্কিং, জ্বালানি ও অটো স্টকগুলিতে বিনিয়োগের ফলে বাজারে উত্থান ঘটেছে। আজকের ট্রেডিং শেষে BSE সেনসেক্স 240 পয়েন্টের লাফ দিয়ে 62,787 পয়েন্টে বন্ধ হয়েছে। যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 60 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 18,593 পয়েন্টে দৌড় থামিয়েছে।
আরও পড়ুন : LIC Policy: ৪৫ টাকা দিয়ে ২৫ লাখের তহবিল, এলআইসি এনেছে এই পলিসি