NTPC Renewable Energy : এনটিপিসিতে বড় খবর, ২০ হাজার কোটির বিনিয়োগে অনুমোদন দিল মন্ত্রিসভা, স্টকের দাম বাড়বে ?
Renewable Energy : এবার এনটিপিসিকে (NTPC) ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের (Investment) অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

Renewable Energy : জল্পনা চলছিল অনেকদিন ধরেই । এবার এনটিপিসিকে (NTPC) ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের (Investment) অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। রিনিউয়েবল এনার্জিতে (Renewable Energy) বিনিয়োগ করা হবে এই টাকা।
আরও কাজের অনুমতি দিয়েছে সরকার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার রিনিউয়েবল এনার্জিতে বিদ্যুৎ উৎপাদনকারী এনটিপিসির ২০,০০০ কোটি টাকার বিনিয়োগ অনুমোদন করেছে। এ ছাড়াও রিনিউয়েবল এনার্জিতে এনএলসি ইন্ডিয়ার ৭,০০০ কোটি টাকার বিনিয়োগ অনুমোদন করেছে মন্ত্রিসভা।
বেড়েও পড়ল শেয়ার
দুপুর ২:৪৫ পর্যন্ত, এনটিপিসির রিনিউয়েবল এনার্জি শাখা এনটিপিসি গ্রিনের শেয়ারের দাম প্রায় ২% বেড়ে ১১২.১৫ টাকায় লেনদেন হয়েছে। যেখানে এনএলসি ইন্ডিয়ার শেয়ারের দাম ৩.৬৫% বেড়ে ২৮৩ টাকায় লেনদেন হয়েছে।
Stock Market Today : বুধেও গতি দেখাল না ভারতের শেয়ার বাজার (Indian Stock Market)। আজ ফ্ল্যাট ক্লেজিং দিয়েছে নিফটি ৫০ (Nifty 50)। দিনের শেষে এই স্টকগুলি ভাল পারফরম্য়ান্স করেছে। ফেল করেছে এই শেয়ারগুলি। জেনে নিন, আজ বাজারের টপ গেনার ও লুজারে নাম (Top Gainers and Losers)।
আজ কী হয়েছে বাজারে
আজকের ট্রেডিং সেশনে ভারতীয় শেয়ার বাজার অল্প লাভ দিয়েছে। কারণ নিফটি ৫০ ০.০৬% বেড়ে ২৫,২১২ এ দাঁড়িয়েছে, যেখানে সেনসেক্স ০.০৮% বেড়ে ৮২,৬৩৪ এ বন্ধ হয়েছে। এদিন পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির বৃদ্ধি মেটাল শেয়ারগুলির ক্ষতিপূরণ করতে সাহায্য করেছে। বর্তমানে মার্কিন মুদ্রাস্ফীতির মধ্যে ডলার শক্তিশালী হওয়ার কারণে ভারতের বাজারে প্রভাব পড়েছে।
কোন সেক্টরের কী অবস্থা
এদিন নিফটি মিডক্যাপ ১০০ ও নিফটি স্মলক্যাপ ১০০ প্রতিটি ০.৩% বৃদ্ধি পেয়ে ক্লোজিং দিয়েছে। সেক্টরাল সূচকগুলির মধ্যে, নিফটি পিএসইউ ব্যাঙ্ক সূচক সেরা পারফর্মার হিসাবে উঠে এসে ১.৮১% বৃদ্ধি পেয়েছে। তারপরে নিফটি মিডিয়া, নিফটি আইটি ও নিফটি রিয়েলটি যথাক্রমে ১.১৩%, ০.৬৩% এবং ০.৫০% বৃদ্ধি পেয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















