LPG Price Cut: মাসের শুরুতেই এক ধাক্কায় কমে গেল এলপিজি সিলিন্ডারের দাম ! আপনার শহরে এখন কত সস্তায় পাবেন ?
LPG Cylinder Price: দেশের সমস্ত শহরেই এই দাম কমেছে ৫৮.৫০ টাকা হারে। অর্থাৎ প্রতি সিলিন্ডারে ৫৮.৫০ টাকা দাম কমেছে ১ জুলাই থেকে।

LPG Price: ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই জুলাই মাসের শুরুতেই বড় স্বস্তি। মাসের শুরুতেই এক ধাক্কায় অনেকটা দাম কমল এলপিজি সিলিন্ডারের। মূলত ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামই কমেছে ১ জুলাই থেকে। দিল্লির বাজারে এখন এই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (LPG Price Cut) দাম হয়েছে ১৬৬৫ টাকা ১৯ কেজির জন্য। শুধু দিল্লি নয়, দেশের সমস্ত শহরেই এই দাম কমেছে ৫৮.৫০ টাকা হারে। অর্থাৎ প্রতি সিলিন্ডারে ৫৮.৫০ টাকা দাম কমেছে ১ জুলাই থেকে। রেস্তোরাঁ, হোটেল, ক্যাটারারদের জন্য স্বস্তির খবর মিলেছে মাসের প্রথমেই। আপনার শহরে এখন ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কত হল ?
এএনআই সংবাদমাধ্যমসূত্রে জানা গিয়েছে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৫৮.৫০ টাকা করে কমে গিয়েছে। আজ ১ জুলাই থেকেই এই সংশোধিত দাম কার্যকর হবে। দিল্লিতে নতুন দাম এখন ১৬৬৫ টাকা। তবে ঘরোয়া ব্যবহারের জন্য ১৪.২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে কোনও বদল নেই। ফলে সাধারণ মানুষ তথা পরিবারের জন্য কোনও স্বস্তি মেলেনি।
বাণিজ্যিক এলপিজির দাম ক্রমেই কমেছে দেশে
এই বছরের শুরু থেকেই দাম কমতে শুরু করেছে বাণিজ্যিক এলপিজি গ্যাসের। এপ্রিল মাসে এই দাম ৪১ টাকা কমানো হয়েছিল। তারপরে মে মাসে ফের একবার দাম কমানো হয়, সিলিন্ডার পিছু ১৪.৫০ টাকা কমানো হয় বাণিজ্যিক ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম। গত মাসে অর্থাৎ জুন মাসে ২৪ টাকা কমানো হয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এবারে জুলাই মাসের শুরুতেও আরও কমে দাম। ফলে এই চার মাস মিলিয়ে পরপর ১৩৮ টাকারও বেশি দাম কমে গিয়েছে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের।
এই ধারাবাহিক দাম কমানোর মূল কারণ হল এলপিজি গ্যাস সিলিন্ডারের উপরে নির্ভরশীল বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির পরিচালন খরচ কমানো। যেখানে মার্জিন কম এবং প্রবল মুদ্রাস্ফীতি সেখানে এই ধরনের উল্লেখযোগ্য দাম কমানোর পরে পরিচালন খরচ অনেকটাই কমতে পারে।
মুম্বইতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৬৭৫.৫০ টাকা থেকে কমে হল ১৬১৬ টাকা। অন্যদিকে কলকাতায় এই ১৯ কেজির সিলিন্ডারের দাম ১ জুলাই থেকে হল ১৭৬৯ টাকা আর চেন্নাইতে এই দাম হল ১৮২৩.৫০ টাকা।
ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও স্বস্তি নেই
ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনও বদল নেই। ফলে স্বস্তি মেলেনি সাধারণ মানুষের। গত ৭ এপ্রিল ২০২৫ তারিখে এই ঘরোয়া ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল, তারপর থেকে দাম একই রয়েছে।






















