Viral 2025: বছরভর সোশাল মাতিয়ে দিল এই ভিডিওগুলিই! বছর শেষের দিনে একনজরে এবছরের ভাইরাল ভিডিও
Viral Videos of 2025: রাত পোহালেই নতুন বছর। তবে ২০২৫ এ কোন কোন ভিডিও সোশালে নজর কাড়ল?

কলকাতা: ২০২৫ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর অপেক্ষা। বছরভর নানা ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। নানা ক্ষেত্র থেকেই কোনও বিশেষ মুহূর্ত কিংবা কোনও ব্যক্তি, ছবি বা কীর্তিকলাপ, সোশালে বছরপর মাতিয়ে রাখল কারা। বছর শেষে দেখে নিন সেই তালিকা।
মহাকুম্ভের মোনালিসা
এবছর মহাকুম্ভ ছিল বিশেষ। রেকর্ডহারে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছিল। সেখানে মোনালিসা নামের এক একটি মেয়ের ছবি ভাইরাল হয়। পরবর্তীতে তার ভিডিও তাঁর চোখের ভাষা আর আত্মবিশ্বাসী উপস্থিতি ভাইরাল হয়ে যায়।লাখো মানুষের ভিড়ের মধ্যেও নজর কাড়েন ইন্দোরের তরুণী ফুল-বিক্রেতা মোনালিসা ভোঁসলে। তাঁর হাসি, চোখের চাহনি, স্বাভাবিক আচরণ এবং ভাইরাল ভিডিওর মাধ্যমে তিনি হয়ে ওঠেন নেটিজেনদের প্রিয় মুখ।
ন্যানো ব্যানানা ও স্টুডিও ঘিবিলি
এবছর ভাইরাল হয়েছে এআই প্রযুক্তির ইমেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। গুগলের Gemini Nano Banana ট্রেন্ড নানা অদ্ভুত ছবি তৈরির কারণে ভাইরাল হয়। ChatGPT–র Studio Ghibli–স্টাইল ইমেজজেনারেটর মানুষকে নিজের কল্পনাকে শিল্পে রূপ দেওয়ার নতুন অভিজ্ঞতা দিয়েছে।
Coldplay কিস স্ক্যাম
কোল্ডপ্লে কনসার্টে ধরা পড়ে অ্যান্ডি বাইরন এবং তাঁর এক প্রাক্তন সহকর্মীর ঘনিষ্ঠ মুহূর্ত।ভিডিওটি ভাইরালহতেই কর্পোরেট দুনিয়ায় সৃষ্টি হয় তোলপাড়, এবং শেষমেশ সিইও পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হনবাইরনকে। একটি ক্যামেরায় ধরা পড়া কয়েক সেকেন্ডের দৃশ্য এতটাই ভাইরাল হয়ে যায় যে সাধারণ একটিমুহূর্ত পরিণত হয় আন্তর্জাতিক আলোচনায়। ব্যক্তিগত জীবন, গোপনীয়তা এবং ইন্টারনেটের নিষ্ঠুর কৌতূহল—সবকিছু মিলিয়ে এই ঘটনা দীর্ঘদিন আলোচনায় ছিল।
ভাইরাল ধুরন্ধর
বছর শুরুর আগেই চমক দিল ধুরন্ধর সিনেমা। এই সিনেমায় দর্শকদের চমকে দেন অক্ষয় খান্না। একটিঅ্যাকশনধর্মী ছবিতে তাঁর একটি নাচের দৃশ্য কেউ কল্পনাও করেনি যে এমনভাবে ভাইরাল হবে। অক্ষয়ের এন্ট্রির গান এমন ঝড় তুলেছে যে অল্প সময়ের মধ্যেই তা হাজার হাজার ভিডিওতে ছড়িয়ে যায়।
Labubu পুতুল
২০২৫ সালে লাবুবু পুতুলের ক্রেজ তুঙ্গে ওঠে (Labubu craze)। হংকং শিল্পী Kasing Lung-এর তৈরি এইলোমশ এলফ-সদৃশ ডল এক বছরে গোটা বিশ্বে 'কালেক্টর' আইটেম হয়ে ওঠে। সাধারণ থেকে তারকা, সবাইলাবুবু পুতুলের ট্রেন্ডে গা ভাসান।
মেসি-messy
মেসির যুবভারতী স্টেডিয়ামে আসা নিয়ে উন্মাদনা ছিল। কিন্তু তা ছাপিয়ে যায় পরবর্তী ঘটনায়। কয়েক হাজার হাজার টাকার টিকিট কেটে এসে মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভের ভয়াবহ বহিঃপ্রকাশ ঘটে যুবভারতীতে। মাঠ ছাড়েন মেসি। পাড়ি দেন অন্য শহরে। কিন্তু বছরের শেষ লগ্নে তিলোত্তমার বুকে থেকে গেল কলঙ্ক।






















