Dividend Stock: ২০০০ কর্মী নিয়োগ হবে, শেয়ারপিছু ৭০ টাকা ডিভিডেন্ডও মিলবে- টাটার কোন শেয়ারে এত সুযোগ ?
Tata Elxsi: টাটা এলেক্সি তাঁর নিয়োগের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছে যে, ১৫০০ থেকে ২০০ ফ্রেশার ইঞ্জিনিয়ার নিয়োগ করবে এই সংস্থা। ২০২৫ সালে হবে এই নিয়োগ। ৭০ টাকা ডিভিডেন্ডও দেবে সংস্থা।
Tata Elxsi Share: সম্প্রতি সার্ভিস প্রোভাইডার সংস্থা টাটা এলেক্সি (Tata Elxsi) তাঁর চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে এবং সেই ঘোষণায় ৭০০ শতাংশ ডিভিডেন্ড দেবে শেয়ারহোল্ডারদের (Dividend Stock)। এমনকী এই সংস্থা জানিয়েছে যে ২০২৪-২৫ অর্থবর্ষে মোট ১৫০০-২০০০ ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চলেছে। কনফারেন্স কলের মাধ্যমে একটা বড়সড় নিয়োগের কথা ঘোষণা করেছে টাটা এলেক্সি।
টাটা এলেক্সি নিয়োগ করবে
টাটা এলেক্সি তাঁর নিয়োগের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছে যে, ১৫০০ থেকে ২০০ ফ্রেশার ইঞ্জিনিয়ার নিয়োগ করবে এই সংস্থা। ২০২৫ সালে হবে এই নিয়োগ। কোম্পানির চাহিদা ও সময়ের উপর নির্ভর করে এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। ২০২৩ সালে ইতিমধ্যেই টাটা এলেক্সি ২১৩৫ জন ফ্রেশার নিয়োগ করেছে।
চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল কেমন
মার্চ মাসে শেষ হওয়া চতুর্থ ত্রৈমাসিকে টাটা এলেক্সি (Tata Elxsi) ১৯৬.৬৩ কোটি টাকা নিট মুনাফা করেছে। আগের অর্থবর্ষের তুলনায় এই মুনাফা ২.২ শতাংশ কমেছে। এক্সচেঞ্জ ফাইলিংয়ে দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, টাটা এলেক্সি অর্থবর্ষে ২০১.৫১ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে।
শেয়ারের দামে পতন
গতকাল বুধবার বাজারে টাটা এলেক্সির (Tata Elxsi) শেয়ারের দাম কমেছে। ৫.২০ শতাংশ পড়ে গিয়েছে এই শেয়ার। ফলে টাটা এলেক্সির দাম এখন নেমে এসেছে ৭০১১ টাকায়। ২০২৩ সালের ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমা থেকেও ২০ শতাংশ কমে গিয়েছে এই শেয়ারের দাম।
Tata Elxsi-র অপারেশনস থেকে আয় দাঁড়িয়েছে ৯০৫.৯৪ টাকা। এক বছর আগেই সেই আয় ছিল ৮৩৭.৯১ টাকা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এক বছর আগেই একই ত্রৈমাসিকে সংস্থার মোট খরচ ছিল ৬১৩ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৬৭৭ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে টাটা এলেক্সির নিট মুনাফা হয়েছিল, ৭৯২.৯২ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে অপারেশনস থেকে নিট আয় হয়েছে সংস্থার ৩৫৫২.১৪ টাকা, যেখানে এক বছর আগেই এই আয় ছিল ৩১৪৪.৭২ কোটি টাকা।
২০২৪ সালের ৩১ মার্চ অর্থবর্ষের সমাপ্তিতে ৭০০ শতাংশ ডিভিডেন্ডের ঘোষণা করেছে টাটা এলেক্সি। ১০ টাকা ফেসভ্যালুর একেকটি শেয়ারে ৭০ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে টাটা এলেক্সি।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না । )
আরও পড়ুন: Stock Market Closing: বাজার মূলধন ফের ৪০০ লাখ পার, গতি ফিরল বাজারে- কোন স্টকে লাভ হল বেশি ?