Porsche Taycan Electric: ইলেকট্রিক কার হলেও সবার থেকে আলাদা, পোর্সে আনল এই গাড়ি
Porsche Taycan Electric: Taycan হল একটি প্রিমিয়াম ইলেকট্রিক স্পোর্টস সেডান যা Porsche লাইন-আপে Panamera-এর পাশাপাশি রেখেছে কোম্পানি।
Electric Cars: ইলেকট্রিক গাড়ির বাজারে এবার নেমে পড়ল বিলাসবহুল গাড়ি নির্মাতা পোর্সে। বাজারে আসছে তাদের নতুন ইলেকট্রিক কার পোর্সে টাইকান ইলেকট্রিক (Porsche Taycan Electric)। জেনে নিন , কী নতুন রয়েছে এই গাড়িতে ।
Porsche Taycan Electric: কী স্পেকস ও ফিচার গাড়িতে ?
Taycan হল একটি প্রিমিয়াম ইলেকট্রিক স্পোর্টস সেডান যা Porsche লাইন-আপে Panamera-এর পাশাপাশি রেখেছে কোম্পানি। নতুন এই গাড়ি লঞ্চের পরই সংবাদের শিরোনামে এই কার। Porsche-র ইলেকট্রিক কার হওয়ায় এই গাড়ির প্রতি আলাদা নজর রয়েছে সবার। আগ্রাসী নকশা না হওয়া সত্ত্বেও আপনার নজর কাড়বে এই গাড়ি।
Porsche Taycan Electric: কেমন দেখতে গাড়ি ?
এই গাড়ি পোর্শে হলেও ডিজাইনে অনেকটাই আলাদা। ইলেকট্রিক কার হওয়ায় এতে কোনও স্বাভাবিক গ্রিল বা হেডল্যাম্প ডিজাইন দেখা যাবে না। সুইফ্ট টাচে খোলে এই গাড়ি। অ্যারোডাইনামিক লুকের সঙ্গে ছাদের সঙ্গে মিশে গেছে এই কার। পিছনে টেইল নাইটের সঙ্গে মিশে গেছে LED স্ট্রিপ। যা নিশ্চিতভাবে আপনার মনোযোগ আকর্ষণ করবে। পিছনে রয়েছে পপ-আপ স্পয়লার। যা গাড়িতে স্পোর্টি লুক দেয়।
Porsche Taycan Electric: ভিতরে কেমন গাড়ি ?
গাড়ির কেবিনে পাবেন বিমানের ককপিটের মতো ডিজাইন। Taycan-এর উচ্চতা অনেকটাই কম রাখা হয়েছে।ফ্রেমহীন দরজা গাড়িতে বিশেষ মাত্রা জুগিয়েছে। আপনার চারপাশের ককপিট-সহ কেবিনের দিকে তাকালে, এই গাড়িকে সেডান নয়, স্পোর্টস কার মনে হবে। গাড়িতে বটন নেই বললেই চলে। এখানে বেশিরভাগ কাজ চলে টাচস্ক্রিনের মাধ্যমে। গাড়িতে বেশ বড় ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দিয়েছে কোম্পানি।
Porsche Taycan Electric: বিশাল গ্লাসরুফ দিয়েছে কোম্পানি
গাড়িতে হেডস-আপ ডিসপ্লে, পার্ক অ্যাসিস্ট সাউন্ড ভিউ ও প্রিমিয়াম অডিও সিস্টেম সহ আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। বিশাল কাচের ছাদ কেবিনকে আরও বড় করে তোলে। গাড়ির ছাদ নিচু হলেও আলো বেশি থাকায় যা কেবিনে দমবন্ধ পরিবেশ মনে হবে না। গরমের দিনে গাড়ি কিছুটা গরম হয়ে যায়। চালানোর সময় এটা বেশ উপলব্ধি করতে পারবেন। সিটের জায়গায় লম্বা ব্যক্তির জন্যও যথেষ্ট হেডরুম ও লেগরুম দেওয়া হয়েছে গাড়িতে। এটি একটি আদর্শ ফোর সিটার।
Porsche Taycan Electric: কত পাওয়ার গাড়িতে ?
Taycan বিভিন্ন ব্যাটারি প্যাক ও পাওয়ার আউটপুট সহ পাওয়া যায়। আমরা যে গাড়ি চালিয়েছিলাম সেই গাড়িতে একটি 79.2kWh ব্যাটারি প্যাক ছিল। আপনি এই ব্যাটারিপ্যাককে পাওয়ারের জন্য আপগ্রেড করতে পারেন। Taycan প্রায় 324 bhp। সাধারণ ড্রাইভিংয়েই টাইকান দারুন পারফর্ম করে। ইভির থেকে বেশি এটি পেট্রল স্পোর্টস কারের মতো ব্যবহার করে। এই গাড়ির ড্রাইভিং মোড দারুণভাবে টিউনিং করা হয়েছে। যার ফলে বিভিন্ন সেটিংস অনুযায়ী যখন খুশি তা পরিবর্তন করতে পারবেন আপনি।
Porsche Taycan Electric:
এই গাড়ি থেকে প্রায় 300km রেঞ্জ আশা করতে পারেন। একটি স্ট্যান্ডার্ড চার্জার 8 ঘন্টার মধ্যে এই গাড়ি চার্জ করতে পারে। এই গাড়ির দাম রাখা হয়েছে 1.5 কোটি টাকা। তবে এটি কেবল বেস ভ্যারিয়েন্ট। গাড়িতে এর সঙ্গে বিভিন্ন অপশন যোগ করায় দাম আরও বাড়ে৷
Porsche Taycan Electric:
গাড়িতে দুর্দান্ত ডিজাইন দেওয়া হয়েছে। এর পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে ড্রাইভিং অভিজ্ঞতাও ভাল। ইন্টেরিয়রে দারুণ কাজ করেছে কোম্পানি।। তবে এই গাড়ি বেশ ব্যয়বহুল। ভিতরে কিছু অপশন যোগ করলে এই গাড়ির দাম অনেকটাই বেড়ে যায়।
আরও পড়ুন : Kia Electric Car: ভারতে প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে কিয়া! কত দাম হতে পারে জানেন ?