Twitter: কর্মীদের একের পর হুঁশিয়ারি ইলন মাস্কের, ছাঁটাইয়ের জন্য ট্যুইটে চাইলেন ক্ষমাও
Elon Musk: বেশি সময় ধরে চাপ নিয়ে প্রচুর কাজ করতে হবে কর্মীদের। নচেৎ বিদায় নিতে হবে ট্যুইটার থেকে।
Twitter: কর্মীদের একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন ইলন মাস্ক (Elon Musk)। ট্যুইটারের (Twitter) দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক কর্মীকে ছাঁটাই করেছেন তিনি। শোনা গিয়েছে, সম্প্রতি কর্মীদের নতুন বার্তা পাঠিয়েছেন তিনি। নতুন মেসেজে বলা হয়েছে ট্যুইটারের জন্য দীর্ঘক্ষণ ধরে এবং প্রচুর চাপ নিয়ে কাজ করতে হবে কর্মীদের। কার্যত টানা ঘাড় গুঁজে কাজ করার কথাই বলছেন ইলন মাস্ক। আর এমনটা না করলে কর্মীরা ট্যুইটার সংস্থা থেকে পত্রপাঠ বিদায় নিতে পারেন। বিচ্ছেদের জন্য প্রয়োজনীয় প্যাকেজও বেছে নিতে পারবেন কর্মীরা। এই প্যাকেজে তিনমাসের বেতন দেওয়া হবে বলে শোনা গিয়েছে। শুধু তাই নয়, নিউ ইয়র্কের সময় অনুযায়ী বৃহস্পতিবার সন্ধের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে কর্মীদের। ইলন মাস্কের তরফে যে বার্তা পাঠানো হয়েছে সেখানকার লিঙ্কে ক্লিক করে নিশ্চিত ভাবে কর্মীদের জানাতে হবে তাঁরা নতুন ট্যুইটার অর্থাৎ ট্যুইটার ২.০ (Twitter 2.0)- এর অংশ হতে চান কিনা। যেসব কর্মী কিছু জানাবেন না, ধরে নেওয়া হবে যে তাঁরা সংস্থা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত। বার্তার শেষে আবার লেখা হয়েছে কর্মীরা যাই সিদ্ধান্ত নিন না কেন, এতদিন ট্যুইটারকে সফল করে তোলার জন্য যে পরিশ্রম তাঁরা করেছেন তার জন্য ধন্যবাদ।
ইলন মাস্কের মতে ট্যুইটারকে নতুনভাবে গড়ে তুলতে হলে এবং ট্যুইটার ২.০- কে সফল করতে হলে প্রবল প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। তার জন্য কাজের চাপ এবং সময় বাড়বে। মনযোগ দিয়ে কাজ করলে তবেই আসবে সাফল্য। আর সেই কারণেই এই বার্তা পাঠানো হয়েছে বর্তমানে ট্যুইটারে কর্মরত কর্মীদের। তবে বার্তা দিয়েই ক্ষান্ত হননি ধনকুবের। ট্যুইটে ক্ষমা প্রার্থনাও করেছেন তিনি। ট্যুইট করে ইলন মাস্ক লিখেছেন, এই জিনিয়াসদের বরখাস্ত করার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। সেই সঙ্গে তিনি একথা লিখেছেন যে ওই কর্মীদের প্রতিভার সদ্ব্যবহার অন্যত্র হবে নিশ্চিত।
I would like to apologize for firing these geniuses. Their immense talent will no doubt be of great use elsewhere.
— Elon Musk (@elonmusk) November 15, 2022
অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই চলছে এই ছাঁটাই পর্ব। শুধু ট্যুইটার নয় কর্মী ছাঁটাইয়ের দলে নাম লিখিয়েছে মেটা, অ্যামাজন এবং ডিজনির মতো জনপ্রিয় সংস্থাও। মেটা-র দৌলতে প্রায় ১০ হাজার কর্মী চাকরি খুইয়েছেন। অ্যামাজনেও শুরু হয়ে গিয়েছে কর্মী ছাঁটাই। অনুমান করা হচ্ছে, প্রায় ১০ হাজার কর্মী কাজ হারাবেন। দু’মাসের মধ্যে কর্মীদের নতুন চাকরি খুঁজে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিজনি-তে আবার কর্মী ছাঁটাইয়ের সঙ্গে সঙ্গে বন্ধ রয়েছে নিয়োগ প্রক্রিয়াও।
আরও পড়ুন- এই তারিখে ফিরছে ট্যুইটার ব্লু-টিক, খোদ ঘোষণা করলেন মাস্ক