Elon Musk vs mark Zuckerberg: খাঁচার ভিতর দুই পালোয়ান, থুড়ি ধনকুবের, সম্মুখ সমরে মাস্ক ও জাকারবার্গ, হবে লাইভ সম্প্রচার
Caged Match: জুলাই মাসের গোড়ার দিকে ফেসবুক কর্ণধার জাকারবার্গ মুখোমুখি লড়াইয়ে আহ্বান জানান ট্যুইটার কর্তা মাস্ক।
নয়াদিল্লি: ‘খেলার ছলে ষষ্ঠীচরণ, হাতি লোফেন যখন তখন’...ষষ্ঠীচরণ নন, পালোয়ান হিসেবে এবার সম্মুখ সমরে দুই ধনকুবের, ইলন মাস্ক এবং মার্ক জাকারবার্গ। খাঁচাবন্দি অবস্থায় পরস্পরের বিরুদ্ধে লড়বেন তাঁরা। ব্যবসায়িক বুদ্ধি নয়, পরস্পরের উপর পেশিশক্তির প্রয়োগ করবেন। তাতে যে-ই বিজয়ী হন না কেন, সেই টাকা যাবে সমাজসেবার কাজে। মাইক্রোব্লগিং সাইট ট্যুইটার (অধুনা X)-এ সরাসরি সম্প্রচারিতও হবে তাঁদের সেই লড়াই। (Elon Musk vs mark Zuckerberg)
জুলাই মাসের গোড়ার দিকে ফেসবুক কর্ণধার জাকারবার্গ মুখোমুখি লড়াইয়ে আহ্বান জানান ট্যুইটার কর্তা মাস্ক। প্রায় সঙ্গে সঙ্গেই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন জাকারবার্গ। কোথায়, কখন হাজির হতে হবে জানতে চান মাস্কের কাছে। এর পর মিক্সড মার্শাল আর্টসে প্রশিক্ষিতদের নিয়ে এমন ম্যাচের আয়োজনকারী সংস্থা আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের প্রেসিডেন্ট ডেনা হোয়াইট জানান, জাকারবার্গ সেই নিয়ে মেসেজও পাঠিয়েছেন তাঁকে। (Caged Match)
খাঁচাবন্দি অবস্থায় দুই ধনকুবেরকে এভাবে লড়তে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি তাঁদের অনুরাগীরাও। ফলে তাঁদের উৎসাহ দিতে নেমে পড়েন লক্ষ লক্ষ মানুষ। তার পর থেকে এ যাবৎ লোকচক্ষুর আড়ালে দুই পক্ষের মধ্যে কথাবার্তা চলছিল। শেষ মেশ দু'জনই পরস্পরের উপর পেশিশক্তি প্রয়োগ করতে রাজি হয়েছেন।
আরও পড়ুন: LIC Policy Surrender: মেয়াদপূর্তির আগেই সারেন্ডার করতে পারেন এলআইসির পলিসি, জেনে নিন সহজ প্রক্রিয়া
রবিবার সেই মর্মে বিবৃতিও জারি করেছেন মাস্ক। ট্যুইটারে তিনি লেখেন, 'জাক বনাম মাস্ক, মুখোমুখি লড়াই সরাসরি সম্প্রচারিত হবে ট্যুইটারে, যা টাকা উঠব সব যাবে সমাজসেবার খাতে, ভেটরানদের জন্য'। দেশের হয়ে যুদ্ধ করেছেন কিন্তু এখন বয়সের ভারে নুইয়ে পড়েছেন, এমন মানুষদের বিশেষ কদর রয়েছে আমেরিকায়। তাঁদের জন্য়ই সব টাকা দান করবেন মাস্ক এবং জাকারবার্গ।
মাস্ক এবং জাকারবার্গের মধ্যে সংঘাত যদিও নতুন নয়। প্রকাশ্যেই পরস্পরের সমালোচনা করতে শোনা গিয়েছে তাঁদের। স্পেস এক্স রকেট, তথ্য গোপন সংক্রান্ত নীতি নিয়ে মাস্কের সমালোচনা করেছেন জাকারবার্গ। মাস্ক ট্যুইটার দখল করার পর, তার বিকল্পও বের করেন জাকারবার্গ। সেই নিয়ে বাগযুদ্ধ চরম আকার ধারণ করে। সেই আবহেই জাকারবার্গকে সম্মুখ সমরে আহ্বান জানান মাস্ক।
এমনিতে মাস্ক এবং জাকারবার্গ, দু'জনেরই প্রশিক্ষিত। ব্রাজিলিয়ান জু-জিৎসু-তে ব্ল্যাক বেল্ট রয়েছে মাস্কের। জু-জিৎসুর প্রশিক্ষণ রয়েছে জাকারবার্গেরও। কিন্তু তাঁদের মধ্যে বয়সের ফারাক অনেকটাই। এই মুহূর্তে মাস্কের বয়স ৫২ বছর। মাত্র ৩৯ বছর বয়স জাকারবার্গের। মিক্সড মার্শাল আর্টসের ক্ষেত্রে ওজনের সমানতাকে প্রাধান্য দেওয়া হলেও, জাকারবার্গের চেয়ে প্রায় ৩০ কেজি বেশি ওজন মাস্কের। তাই খাঁচার মধ্যে কে, কাকে মাত দেন, তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব।
ধনকুবেরদের মধ্যে সংঘাত যদিও নতুন নয়। জীবিত থাকাকালীন একাধিক বার বিল গেটসের সমালোচনা করেছেন স্টিভ জবস। কিন্তু দুই ধনকুবের খাঁচার মধ্যে আটকে পড়ে, পরস্পরকে লাথি, ঘুষি মারছেন, এমন আগে কখনও দেখা যায়নি। তাই উত্তেজনার পারদ লাগাতার বেড়েই চলেছে। এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী, লাস ভেগাস বা রোমান এ্যারিনাতে ম্যাচটি হতে পারে। তবে সত্যিই কি মুখোমুখি লড়বেন মাস্ক এবং জাকারবার্গ? নাকি অন্য কোনও চমক অপেক্ষা করছে, সন্দেহ উড়িয়ে দেওয়া যাচ্ছে না।