EPFO: প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলেও কি পাবেন সুদ ? কী বলছে নিয়ম
EPF Update: আপনার ইপিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেলেও কি সুদ আসবে ব্যাঙ্কে। কী বলছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের নিয়ম ?
EPF Update: আপনার ইপিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেলেও কি সুদ আসবে ব্যাঙ্কে। কী বলছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের নিয়ম ? অতীতে তিন বছর EPFO অ্যাকাউন্টে টাকা জমা না হলে কী করত সংগঠন।
EPFO: কত শতাংশ সুদ পাওয়া যায় এখানে
দেশে কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থার (EPFO)অধীনে কোটি কোটি অ্যাকাউন্টহোল্ডার রয়েছেন। এই পিএফ অ্যাকাউন্টের মাধ্যমে কর্মীদের প্রতি বছর সুদ দেওয়া হয়। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার (Central Employees)৮.১ শতাংশ সুদ দিচ্ছে। তবে সুদের টাকা কেবল সেই অ্যাকাউন্টগুলিকেই দেওয়া হয়, যেগুলি বর্তমানে সক্রিয় আছে। তবে আপনি কি জানেন, আপনার EPFঅ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হলেও এতে সুদ আসবে কিনা?
Provident Fund: অবসর গ্রহণের সময় ভাল বিকল্প
এই বিষয়ে জানার আগে আপনার ইপিএফ সম্পর্কে জানা উচিত। EPF অ্যাকাউন্ট অর্থাৎ PF অ্যাকাউন্ট চাকুরীজীবীদের জন্য খোলা হয়। কোম্পানি ও কর্মচারী উভয়ের তরফ থেকেই এই অ্যাকাউন্টে সমান অবদান রাখা হয়। এতে জমা টাকার ওপর সরকার সুদ দেয়। এর মাধ্যমে EPF অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে। আপনি যদি এই অ্যাকাউন্ট থেকে টাকা না তোলেন, তাহলে অবসর গ্রহণের সময় আপনি একটি ভাল তহবিল গড়তে পারেন।
EPF News: বন্ধ পিএফ অ্যাকাউন্টেও কি সুদ পাওয়া যাবে ?
আপনি যদি একজন ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডার হন তবে আপনাকে প্রতি বছর এই অ্যাকাউন্টে সুদ দেওয়া হবে। যদিও ২০১৩ অর্থবছরে এই বিষয়ে অন্য সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে বলা হয়, যেকোনও সদস্য যদি তিন বছর EPF-এ অবদান না রাখেন, তবে তার সুদের টাকা আটকে রাখা উচিত। যদিও এই সিদ্ধান্তটি ২০১৬ সালে প্রত্যাহার করা হয়। যার অর্থ এখন সব অ্যাকাউন্টেই জমা টাকার সুদ দেওয়া হবে।
Provident Fund: কোন পরিস্থিতিতে পাবেন না সুদ ?
যদি অ্যাকাউন্ট থেকে পুরো টাকা তুলে নেওয়ার পর তা ব্যবহার করা না হয়, তাহলে তার উপর সুদ দেওয়া হবে না। অন্যদিকে, ইপিএফ অ্যাকাউন্টের অবসরের সময়সীমা সম্পূর্ণ হয়ে গেলেও সুদ দেওয়া হবে না। এছাড়াও, অ্যাকাউন্টধারকদের বয়স ৫৮ বছর ও EPF-এর ব্যালেন্স দীর্ঘদিন ধরে গোনা না হলে সুদ দেওয়া হয় না।
আরও পড়ুন : Financial Rules Change: ১ডিসেম্বর থেকে এই বিষয়গুলিতে বদল, আপনার ওপর কী প্রভাব পড়বে