Provident Fund: প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটে বেতন থেকে ? আপনার সেই টাকা নিয়ে কী করে সরকার ?
EPFO News: আদপে সরকার এই প্রভিডেন্ট ফান্ডের টাকা বিনিয়োগ করে থাকে। ইপিএফও এই প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকার একটা বড় অংশ সরকারি বন্ডের মত ডেট ফান্ডে বিনিয়োগ করে থাকে।
EPFO News: আপনি সরকারি বা বেসরকারি সংস্থায় কাজ করুন, আপনার বেতনের কিছু অংশ কাটা হয় প্রভিডেন্ট ফান্ডের জন্য। সব সংস্থাতেই এই প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটানো হয়। আপনার বেতনের থেকে যে টাকা কাটা হয়, তা পিএফের অ্যাকাউন্টে (Provident Fund) জমা হতে থাকে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের মত এই পিএফের অ্যাকাউন্টেও (PF Account) জমানো টাকার উপর সুদ মেলে, আপনার বেতনের থেকে যে পরিমাণ টাকা কাটা হয় একই পরিমাণে টাকা সরকারের তরফেও জমা করা হয়।
এখন প্রশ্ন হল এই পিএফে আপনার জমানো টাকা নিয়ে সরকার আদপে কী করে ? সরকার কি এই টাকা অন্য কোথাও বিনিয়োগ করে ? নাকি পিএফেই এই টাকা সবসময় রয়ে যায় ? বিস্তারিত জানা যাক।
প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে কী হয় ?
আপনি যদি ভেবে থাকেন যে আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা অ্যাকাউন্টেই পরে রয়েছে সবসময়, তাহলে আপনি ভুল ভাবছেন। আদপে সরকার এই প্রভিডেন্ট ফান্ডের টাকা বিনিয়োগ করে থাকে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আপনার ইপিএফের জমানো টাকা সরকারি নীতি মেনেই বিনিয়োগ করে থাকে। কেন্দ্রের অর্থমন্ত্রকের এবং সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির নিয়ম মেনে এই বিনিয়োগ করা হয়।
এই টাকা দিয়ে কী করে সরকার ?
ইপিএফও এই প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকার একটা বড় অংশ সরকারি বন্ডের মত ডেট ফান্ডে বিনিয়োগ করে থাকে। ২০২৪ সালের ৩১ মার্চ-এর নিরিখে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের জমানো মোট টাকার পরিমাণ ২৪.৭৫ লক্ষ কোটি টাকা। এর মধ্যে ২২.৪১ লক্ষ কোটি টাকা ডেট ফান্ডে বিনিয়োগ করে রেখেছে কেন্দ্র সরকার।
এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে বিনিয়োগ
ইপিএফওর একটি অংশ স্টক মার্কেটেও বিনিয়োগ করে সরকার। মূলত ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের মাধ্যমে এই বিনিয়োগ করে সরকার। এই বিনিয়োগ মূলত হয়ে থাকে বিএসই সেনসেক্স, এনএসই নিফটি ৫০ সূচকের উপর ভিত্তি করে। ২০১৫ সালের অগাস্ট মাসে ইপিএফ প্রথম এই বিনিয়োগ করা শুরু করে। ভারত ২২ এবং ক্যাপেক্সের মত সূচক ভারতের যে যে সংস্থা ট্র্যাক করে, সেই সমস্ত সূচকে বিনিয়োগ করে ইপিএফ। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে ইপিএফও তাদের জমানো টাকা কখনই কোনো নির্দিষ্ট শেয়ারে সরাসরি বিনিয়োগ করে না।
আরও পড়ুন: Bank Holiday: জানুয়ারিতে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, গেলেও কাজ হবে না- কবে কবে ছুটি থাকছে ?