Bank Holiday: জানুয়ারিতে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, গেলেও কাজ হবে না- কবে কবে ছুটি থাকছে ?
Bank Holiday List for January 2025: দুই-তিনদিন পরেই নতুন বছর শুরু। আর নতুন বছরে জানুয়ারি মাসে অর্থাৎ বছরের প্রথম মাসেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে মোট ১৫ দিন ছুটি থাকবে ব্যাঙ্ককর্মীদের।
Bank Holiday List 2025: আর দুই-তিনদিন পরেই নতুন বছর শুরু হয়ে যাবে। আর নতুন বছরে জানুয়ারি মাসে অর্থাৎ বছরের প্রথম মাসেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে মোট ১৫ দিন ছুটি থাকবে ব্যাঙ্ককর্মীদের। অর্থাৎ জানুয়ারিতে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এতে যেমন সাপ্তাহিক ছুটির (Holiday List) দিনগুলিও উল্লিখিত আছে, তেমনি উল্লেখ রয়েছে দ্বিতীয় ও চতুর্থ শনিবারের। জানুয়ারি মাসের (Bank Holiday 2025) শুরুর দিনে অর্থাৎ ১ জানুয়ারি নববর্ষ উপলক্ষ্যে ছুটি রয়েছে। আর কবে কবে ছুটি দেখে নিন তালিকা।
২০২৫ সালের জানুয়ারি মাসে ছুটির তালিকা
১ জানুয়ারি – নববর্ষের দিন
২ জানুয়ারি – মন্নম জয়ন্তী
৫ জানুয়ারি – রবিবার
৬ জানুয়ারি – গুরু গোবিন্দ সিং জয়ন্তী
১১ জানুয়ারি – দ্বিতীয় শনিবার
১২ জানুয়ারি – রবিবার এবং বিবেকানন্দ জয়ন্তী
১৪ জানুয়ারি – মকর সংক্রান্তি ও পোঙ্গল
১৫ জানুয়ারি – তিরুবল্লবর দিবস, মাঘ বিহু এবং মকর সংক্রান্তি
১৬ জানুয়ারি – উজ্জবর তিরুনল
১৯ জানুয়ারি – রবিবার
২২ জানুয়ারি – ইমোহন
২৩ জানুয়ারি – নেতাজী সুভাষ জয়ন্তী
২৫ জানুয়ারি – চতুর্থ শনিবার
২৬ জানুয়ারি – প্রজাতন্ত্র দিবস
৩০ জানুয়ারি - সোনম লৌসের
রিজার্ভ ব্যাঙ্কের আনুষ্ঠানিক তালিকা
রিজার্ভ ব্যাঙ্ক প্রতি বছর আলাদা করে সারা বছরের ছুটির তালিকা (Bank Holiday 2025) ঘোষণা করে এবং তাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। সেই তালিকা অনুযায়ী ছুটি পান ব্যাঙ্ককর্মীরা। আর এই ছুটির দিন জানা থাকলে আপনি সহজেই আপনার কাজ গুছিয়ে রাখতে পারবেন।
ব্যাঙ্ক বন্ধ থাকলেও অসুবিধে হবে না
জানুয়ারি ২০২৫-এ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে ছুটির দিন (Bank Holiday 2025) রয়েছে ব্যাঙ্ককর্মীদের। এই সমস্ত দিনগুলিতে কেবলমাত্র ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। তবে এটিএম খোলা থাকবে সর্বত্র, এমনকী ডিজিটাল ব্যাঙ্কিং বন্ধ হবে না। অনলাইনে টাকা পাঠানো বা কোনো ব্যাঙ্কের কাজ করা যাবে সহজেই ঘরে বসে। আর এই সময়ে আগে থেকে বেশ কিছু টাকা নগদ রেখে দিতে হবে গ্রাহকদের যাতে সমস্যায় না পড়েন তারা। এটিএমে যান্ত্রিক ত্রুটি বা বেশি ভিড়ের মধ্যে সমস্যা না হয় যাতে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।