EPFO করবে শেয়ারে বিনিয়োগ ! মাসে ১৫ হাজারের বেশি জমাতে পারবেন পিএফ অ্য়াকাউন্টে, নতুন বছরে কী কী বদল ?
Provident Fund: নতুন বছরে আপনার স্বার্থে EPFO তার নিয়মে কিছু পরিবর্তন করতে চলেছে। যা আপনাকে এমন কিছু সুবিধা দেবে, যা জেনে আপনি খুশি হবেন।
Provident Fund: নতুন বছর থেকে EPFO-তে আপনি পাবেন আরও বেশি সুবিধা। এটিএম (ATM) থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা (PF Money) তোলা থেকে প্রতি মাসে জমা করতে পারবেন ১৫ হাজার টাকার বেশি। জেনে নিন, আরও কী কী বদল হতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অ্য়াকাউন্টে (EPFO)-তে।
আপনার সুবিধার জন্য়ই সিদ্ধান্ত
বেসরকারি সংস্থার কর্মী হলে এই কাজ করতেই হবে আপনাকে। কারণ আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য উদ্যোগ নেয় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। নতুন বছর আপনার সুবিধার্থে কিছু নিয়মে পরিবর্তন করতে চলেছে সংগঠন। আপনাকে আগামী বছরে আরও সুবিধা দিতে চলেছে কর্মী সংগঠন, যা জেনে আপনি খুশি হবেন। এই পরিবর্তনের মাধ্যমে PF অ্যাকাউন্ট হোল্ডারা পেনশন ফান্ড আরও ভালভাবে ব্যবহার করতে পারবেন। জেনে নিন, কী কী করতে চলেছে ইপিএফও।
এবার এটিএম থেকে টাকা তুলতে পারবেন
PF-এর নতুন নিয়মে অবসর নেওয়ার পর পেনশনের জন্য অনেক দিন অপেক্ষা করতে হবে না অ্য়াকাউন্ট হোল্ডারকে। EPFO সব অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য এটিএম কার্ড সরবরাহ করতে চলেছে। আপনি যেমন এটিএম কার্ডের সাহায্যে ব্যাঙ্ক থেকে টাকা তোলেন, ঠিক তেমনই আপনি এটিএম কার্ডের সাহায্যে যেকোনও এটিএম থেকে পিএফের টাকা তুলতে পারবেন। এই সুবিধা ২০২৫ সাল থেকে শুরু হবে।
প্রতি মাসে PF অ্যাকাউন্টে জমাতে পারবেন ১৫ হাজারের বেশি টাকা
বর্তমানে কর্মচারীরা তাদের মূল বেতনের ১২ শতাংশ PF অ্যাকাউন্টে জমা রাখতে পারেন। নিয়ম অনুসারে পিএফ অ্যাকাউন্টে এই জমার পরিমাণ প্রতি মাসে ১৫ হাজার টাকার বেশি হওয়া উচিত নয়। কিন্তু নতুন নিয়মের আওতায় এই সর্বোচ্চ সীমা বাড়ানো হচ্ছে। কর্মচারীদের মূল বেতনের পরিবর্তে এখন প্রকৃত বেতনের ভিত্তিতে পিএফ-এ টাকা জমার সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। এই নিয়ম বাস্তবায়নের পর কর্মীরা অবসর গ্রহণের সময় পর্যন্ত একটি বড় অঙ্ক জমা করতে পারবেন। বিনিময়ে তারা আরও পেনশন পাবেন।
EPFO এবার আরও প্রযুক্তি নির্ভর আপগ্রেড আনছে
নতুন বছরে ইপিএফও তার আইটি পরিকাঠামো আরও আপগ্রেড করতে চলেছে। এরপর মানুষের হস্তক্ষেপ ছাড়াই অনলাইনে বেশিরভাগ কাজ করা সম্ভব হবে। এর পরে অ্যাকাউন্টহোল্ডারদের ক্লেম দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।
আপনি ইক্যুইটিতে বিনিয়োগ করতে পারবেন !
নতুন বছরে ইপিএফও ইক্যুইটিতে বিনিয়োগের কিছু নতুন সম্ভাবনার কথাও বিবেচনা করছে। এরফলে PF অ্যাকাউন্টহোল্ডাররা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ছাড়াও ইক্যুইটিতে বিনিয়োগ করতে পারবেন।
SEBI Banned Websites: সাবধান ! ১৫ হাজার ওয়েবসাইট নিষিদ্ধ করল সেবি, এদের কথায় স্টক কিনেছেন ?