Ericsson Layoff: টেলিকম খাতে বিপুল কর্মী ছাঁটাই, ৮,৫০০ কর্মীর চাকরি যাবে এই সংস্থায়
Tech Layoffs: বিশ্ববাজারে মন্দার আবহে থামছে না কর্মী ছাঁটাই প্রক্রিয়া। সবথেকে বড় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে প্রযুক্তি কোম্পানিগুলি।
Tech Layoffs: বিশ্ববাজারে মন্দার আবহে থামছে না কর্মী ছাঁটাই প্রক্রিয়া। সবথেকে বড় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে প্রযুক্তি কোম্পানিগুলি। এবার সেই তালিকায় নাম লেখাল টেলিকম হার্ডওয়্যার নির্মাতা এরিকসন (Ericsson Layoff)।
Ericsson Layoff: মোট কত কর্মী ছাঁটাই করবে কোম্পানি ?
কোম্পানি জানিয়েছে, খরচ কমাতে বিশ্বব্যাপী ৮৫০০ কর্মী ছাঁটাই করবে সংস্থা। এই বিষয়ে কর্মচারীদের কাছে একটি নোটিস পাঠিয়েছ প্রতিষ্ঠান। চলতি সপ্তাহে এরিকসন সুইডেনে ১৪০০ কর্মী ছাঁটাই করেছে। যদিও কয়েকদিন না যেতেই বিশ্বব্যাপী ৮৫০০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। কোম্পানির প্রধান কার্যনির্বাহী বোর্জে একহোলম কর্মীদের কাছে পাঠানো মেমোতে লিখেছেন, এই ছাঁটাই প্রক্রিয়া বিভিন্ন দেশে চলবে। ইতিমধ্যেই অনেক দেশে ছাঁটাইয়ের নোটিস পাঠানো হয়েছে।
Tech Layoffs: কেন এই কর্মী ছাঁটাই ?
সম্প্রতি বিশ্বব্যাপী আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে অনেক প্রযুক্তি সংস্থা হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। তবে ছাঁটাইয়ের নিরিখে টেলিকম শিল্পে এটি হতে পারে সবচেয়ে বড় ছাঁটাই। কোম্পানি জানিয়েছে, চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল খারাপ হয়েছে এরিসনের। প্রত্যাশা পূরণ না হওয়ায় এই ঘোষণা করতে হয়েছে কোম্পানিকে। বর্তমানে আমেরিকা-সহ অন্যান্য অঞ্চলে 5G সরঞ্জামের চাহিদা কমেছে।
Ericsson Layoff: টেলিকম সরঞ্জামের চাহিদা কমে যাওয়ায় কোম্পানিটি ২০২৩ সালের শেষে ৮৮০ মিলিয়ন ডলার খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি ছাঁটাইয়ের মাধ্যমে এই খরচ কমাবে বলেছে। কোম্পানি আগেই জানিয়েছে, ছাঁটাই, রিয়েল এস্টেট ও পরামর্শদাতার সংখ্যা হ্রাসের মাধ্যমে কোম্পানির খরচ কমানো হবে।
Tech Layoffs: বিপুল কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে এই কোম্পানিগুলি
আমেরিকায় অর্থনৈতিক সঙ্কট ও মন্দার ভয়ে অনেক প্রযুক্তি কোম্পানি অ্যামাজন, টুইটার, মেটা, মাইক্রোসফট, আইবিএম সহ বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করেছে। layoffs.fyi, প্রযুক্তি সংস্থাগুলির ছাঁটাই সংক্রান্ত একটি পরিসংখ্যান অনুসারে ১০৪টি প্রযুক্তি সংস্থা বিশ্বব্যাপী ২৬,০০০ এরও বেশি কর্মীকে জানুয়ারির মাত্র কয়েক সপ্তাহের মধ্য়ে ছাঁটাই করেছে।
Amazon: কর্মী ছাঁটাইয়ের (Layoffs) পর এবার কর্মীদের বেতন ছাঁটাইয়ের (Salary Cuts) পথেও এগোচ্ছে অ্যামাজন সংস্থা। গত বছর থেকেই অ্যামাজন সংস্থায় শুরু হয়েছে কর্মী ছাঁটাই। শোনা গিয়েছে, এবার কর্মীদের বেতন প্রায় ৫০ শতাংশ কমাতে চলেছে অ্যামাজন কর্তৃপক্ষ। এর পাশাপাশি নতুন করে অ্যামাজন সংস্থায় কর্মী ছাঁটাইয়ের আশঙ্কাও করা হচ্ছে। সম্প্রতি আবার কর্মীদের সপ্তাহে অন্তত তিনদিন অফিসে কাজ করার পরামর্শ দিয়েছেন সংস্থার সিইও অ্যান্ডি জেসি। যদিও সব কর্মীদের বেতন ছাঁটাই করা হবে না। নির্দিষ্ট সংখ্যাক কর্মীদের বেতনে পড়বে কোপ।
আরও পড়ুন : Meta Layoffs: ফের বড় অঙ্কের কর্মী ছাঁটাই করবে মেটা ! ভারতে চাকরি যাবে কত কর্মীর ?
Education Loan Information:
Calculate Education Loan EMI