(Source: ECI/ABP News/ABP Majha)
Face Authentication: টাকা তুলতে লাগবে ফেস আইডি,চোখের স্ক্যানিং ! শীঘ্রই সিদ্ধান্ত
Bank News: গ্রাহকদের নগদের নিরাপত্তা দিতে নতুন নিয়ম শুরু করতে পারে ব্যাঙ্কগুলি। এবার থেকে কেবল পরিচয়ের প্রমাণ পেলেই তুলতে পারবেন টাকা।
Bank News: গ্রাহকদের নগদের নিরাপত্তা দিতে নতুন নিয়ম শুরু করতে পারে ব্যাঙ্কগুলি। এবার থেকে কেবল পরিচয়ের প্রমাণ পেলেই তুলতে পারবেন টাকা। এরকমই নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে শীঘ্রই।
Face Authentication: কীসের জন্য এই ব্যবস্থা ?
গ্রাহকরা এখন কেবল তাদের পরিচয় যাচাই করেই টাকা তুলতে পারবেন। এর জন্য মুখের প্রমাণ ও চোখের আইরিস স্ক্যানিংও করা হতে পারে। কিছু ব্যাঙ্ক এই কাজ করার পরিকল্পনা করছে। রিপোর্টে বলা হয়েছে,নগদ লেনদেনে নিরাপত্তা আরও জোরদার করতে ব্যাঙ্কগুলি এই সিদ্ধান্ত নিতে পারে। এর ফলে কর ফাঁকিও বন্ধ হবে।
Face Authentication: কিছু বেসরকারি ও সরকারি খাতের ব্যাঙ্ক এটি বাস্তবায়ন করতে চলেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে,বার্ষিক সীমা ছাড়িয়ে যাওয়া লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে আইরিস স্ক্যান ও ফেস অথেন্টিকেশন ব্যবহার করার অনুমতি দিয়েছে। কিছু বড় লেনদেনের জন্য ফেস অথেন্টিকেশন ও চোখের স্ক্যানিংয়ের জন্য বলা হয়েছে।
Bank News: যাচাইকরণ বাধ্যতামূলক নয়
একজন ব্যাঙ্কার জানিয়েছেন, যাচাইকরণের অনুমতি দেওয়ার পরামর্শটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। সব গ্রাহকের জন্য যাচাইকরণ বাধ্যতামূলক নয়। তবে প্যান কার্ড না দেওয়া হলে, আপনি যাচাই ছাড়া ব্যাঙ্কে লেনদেন করতে পারবেন না। সাইবার আইন বিশেষজ্ঞ পবন দুগ্গালের মতে, ব্যাঙ্কগুলির এই সিদ্ধান্ত বড় চিন্তা বাড়াতে পারে আম আদমির।
Bank News: এই নিয়ম ২০ লক্ষ টাকার বেশি তোলার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে
শোনা যাচ্ছে, ২০২৩ সালের মধ্যে একটি নতুন গোপনীয়তা আইন আনার চেষ্টা করছে সরকার। যেখানে আর্থিক বছরে ২০ লক্ষ টাকার বেশি আমানত তুললেই ব্যক্তিদের পরিচয় যাচাই করতে পারে ব্যাঙ্কগুলি। সেই কারণে আগে থেকেই ব্যাঙ্কে আপনি আধার কার্ড জমা দিতে পারেন।
Face Authentication: কী তথ্য দিয়েছে অর্থমন্ত্রক
ডিসেম্বরে অর্থ মন্ত্রক ইউআইডিএআই-এর একটি চিঠিতে ব্যাঙ্কগুলিকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল। মন্ত্রক বলেছে,টাকা তোলার পরিমাণ ছাড়িয়ে গেলেই ফেসিয়াল রেকগনিশন ও আইরিস স্ক্যানিংয়ের মাধ্যমে যাচাইকরণ করা উচিত ব্যাঙ্কগুলির। একজন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট যাচাইকরণ ব্যর্থ হলে তিনি আর সেই ক্ষেত্রে টাকা তুলতে পারবেন না। UIDAI-এর তরফে বলা হয়েছে, যদি কোনও গ্রাহক ফেস রিকগনিশন দিতে অস্বীকার করেন, তবে ব্যাঙ্কগুলি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
আরও পড়ুন : Dream11 : ছুটির দিনে কর্মীদের 'বিরক্ত' করলে দিতে হবে ১ লাখ টাকা জরিমানা