FirstCry IPO: লিস্টিংয়েই দারুণ মুনাফা, এই IPO থেকে ১১৩ শতাংশ রিটার্ন ঘরে তুলল বিনিয়োগকারীরা
IPO Alert: ফার্স্টক্রাইয়ের (FirstCry IPO) একটি শেয়ার থেকে বিনিয়োগকারীরা ১২২ শতাংশ মুনাফা পেয়েছেন। অন্যদিকে আজ ইউনিকমার্স সংস্থার আইপিওর লিস্টিংও হয়েছে। এই আইপিও থেকে মুনাফা এসেছে ১১৩ শতাংশ।
IPO Alert: চাইল্ডকেয়ার প্রোডাক্ট বিক্রেতা সংস্থা ফার্স্টক্রাইয়ের আইপিওর লিস্টিং হল আজ। আর লিস্টিংয়ের দিনেই বিপুল মুনাফা এই শেয়ারে। বম্বে স্টক এক্সচেঞ্জে ফার্স্টক্রাইয়ের শেয়ার ৬২৫ টাকায় অর্থাৎ ৩৫ শতাংশ প্রিমিয়ামে তালিকাভুক্ত হল। এই সংস্থার আইপিওর (IPO Alert) প্রাইসব্যান্ড রাখা ছিল ৪৬৫ টাকা। অর্থাৎ ফার্স্টক্রাইয়ের (FirstCry IPO) একটি শেয়ার থেকে বিনিয়োগকারীরা ১২২ শতাংশ মুনাফা পেয়েছেন। অন্যদিকে আজ ইউনিকমার্স সংস্থার আইপিওর লিস্টিংও হয়েছে। এই আইপিও থেকে মুনাফা এসেছে ১১৩ শতাংশ।
ইউনিকমার্স সংস্থার আইপিওতে ১১৩ শতাংশ মুনাফা
১১৩ শতাংশ প্রিমিয়ামে লিস্টিং হয়েছে ইউনিকমার্স সংস্থার আইপিওর। এই আইপিওটির প্রাইসব্যান্ড রাখা ছিল ১০৮ টাকা। আর আজ বম্বে স্টক এক্সচেঞ্জে এই শেয়ারটি ২৩০ টাকায় তালিকাভুক্ত হয়েছে। অর্থাৎ লিস্টিংয়ের দিনেই ১১৩ শতাংশ মুনাফা ঘরে তুলেছেন বিনিয়োগকারীরা। মাত্র ৩ দিনেই ১২২ শতাংশের মুনাফা তাও আবার মাত্র ৩ দিনে।
৪১৯৪ কোটি টাকা তুলেছে ফার্স্টক্রাই
ফার্স্টক্রাইয়ের প্যারেন্ট কোম্পানি ব্রেনবিজ সলিউশন স্টক মার্কেট থেকে তাদের আইপিওর মাধ্যমে মোট ৪১৯৪ কোটি টাকা তুলেছে। নতুন ইস্যুর মাধ্যমে ১৬৬৬ কোটি টাকা এবং অফার ফল সেলের মাধ্যমে ৪৬৫ কোটি টাকা সংগ্রহ করেছে এই সংস্থা।
কত সাবস্ক্রিপশন এসেছে
গ্রে মার্কেটে এই আইপিওর জন্য বিপুল চাহিদা লক্ষ করা গিয়েছিল আগেই। ফলে ধারণা করা গিয়েছিল যে এই শেয়ারের লিস্টিং হবে দারুণ প্রিমিয়ামে আর ঘটনা ঘটলও তাই। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই আইপিও ১৯.৩০ গুণ সাবস্ক্রাইব করেছেন এবং সামগ্রিকভাবে এই আইপিও সাবস্ক্রাইব হয়েছে ১২.২২ গুণ। এছাড়া অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং খুচরো বিনিয়োগকারীরা যথাক্রমে ফার্স্টক্রাইয়ের আইপিও সাবস্ক্রাইব করেছেন ৪.৬৮ গুণ এবং ২.৩১ গুণ।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Petrol Price: কমছে অপরিশোধিত তেলের দাম, আজ ফুল ট্যাঙ্ক তেল ভরাতে খরচ কমল ?