(Source: ECI/ABP News/ABP Majha)
September Deadline: এই পাঁচটি গুরুত্বপূর্ণ কাজের সময়সীমা শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর, না করলে বড় ক্ষতি
Financial Deadlines: জেনে নিন, 30 সেপ্টেম্বরের পর কোন পাঁচটি আর্থিক পরিবর্তন ঘটবে আপনার জীবনে।
Financial Deadlines: হাতে রয়েছে আর মাত্র কয়েকদিন। সেপ্টেম্বরেই শেষ হচ্ছে অনেক আর্থিক কাজের সময়সীমা। এই কাজ সম্পূর্ণ না করলে আদতে লোকসানা হবে আপনারই। সেই ক্ষেত্রে আগামী দিনে সমস্যা বাড়বে। জেনে নিন, 30 সেপ্টেম্বরের পর কোন পাঁচটি আর্থিক পরিবর্তন ঘটবে আপনার জীবনে।
স্বল্প সঞ্চয়ে বিনিয়োগ থাকলে করতেই হবে এই কাজ
আধার নম্বর 30 সেপ্টেম্বর 2023 এর মধ্যে জমা না দেওয়া হলে 1 অক্টোবর, 2023-এ বর্তমান গ্রাহকদের অ্যাকাউন্টগুলি হোল্ডে চলে যাবে। 30 সেপ্টেম্বর, 2023-এর মধ্যে স্বল্প সঞ্চয় প্রকল্পের অধীনে আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক। যদি আধার জমা দেওয়া না হয় তাহলে এর সুবিধা যেমন টাকা তোলা এবং সুদ পাওয়ার মতো সুবিধা পাওয়া যাবে না।
SBI-এর বিশেষ এফডি স্কিম
প্রবীণ নাগরিকদের জন্য SBI-এর WeCare স্পেশাল এফডি-তে বিনিয়োগের সময়সীমা হল 30 সেপ্টেম্বর 2023৷ শুধুমাত্র প্রবীণ নাগরিকরা এই স্কিমের জন্য যোগ্য, যা উচ্চতর FD সুদের হার অফার করে৷ SBI WeCare 7.50 শতাংশ সুদের হার অফার করে।
IDBI অমৃত মহোৎসব FD
375 দিনের অমৃত মহোৎসব FD স্কিমের অধীনে, ব্যাঙ্ক সাধারণ NRE এবং NRO-তে 7.10 শতাংশ সুদের হার অফার করে। ব্যাঙ্ক এই ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের 7.60 শতাংশ সুদ দিচ্ছে। এই প্রকল্পের অধীনে ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের 7.15 শতাংশ এবং 444 দিনের জন্য বয়স্ক নাগরিকদের 7.65 শতাংশ সুদ দেয়।
ডিম্যাট, এমএফ নমিনেশন
SEBI ট্রেডিং এবং ডিম্যাট অ্যাকাউন্টধারীদের নমিনেশনের জন্য সময় বাড়িয়েছে। সংশোধিত সময়সীমা শেষ হচ্ছে 30 সেপ্টেম্বর, 2023।
২০০০ টাকার নোট বদলানোর শেষ তারিখ
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আমানতকারীদের 2000 টাকার নোট জমা বা বদলানোর জন্য চার মাস সময় দিয়েছে। 30 সেপ্টেম্বর 2023 এর মধ্যে ব্যাঙ্ক নোটগুলি পরিবর্তন বা জমা করতে হবে।
Fake QR Codes: QR কোডেও রয়েছে প্রতারণার জাল, কীভাবে এড়াবেন ফাঁদ ?