Flight Offer: অর্ধেক ভাড়াতেই বিদেশ ভ্রমণ হবে বিমানে, বিপুল ছাড় দিচ্ছে এই সংস্থা
Flight Offer 50 Percent: ভারত এবং ভিয়েতনামের মধ্যে এই ফ্লাইটের (Flight Fare Discount) জন্য মূলত এই অফার দেওয়া হয়েছে। এই অফারটি সমস্ত ভিয়েতজেট ফ্লাইটের জন্য সমস্ত ক্লাসের জন্যই বৈধ।
Flight Fare Discount: আপনি যদি সস্তায় বিদেশ ভ্রমণ করতে চান, তাহলে এটাই আপনার কাছে সেরা সময়। একটি বিখ্যাত বিমান পরিষেবা সংস্থা তাঁদের বিমান ভাড়ায় ব্যাপক ছাড় দিচ্ছে। ভারতীয়রা যদি ভিয়েতনাম ঘুরে আস্অতে চান, তাহলে তাঁদের জন্য এটাই সুবর্ণ সুযোগ বলা চলে। ভিয়েতনামে পাড়ি দেওয়ার জন্য ভিয়েতজেট সংস্থা তাঁদের বিমান ভাড়ায় (Flight Fare Discount) ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। এই ছাড় চলবে মাত্র এক সপ্তাহ। শুধুমাত্র ভারতীয়রাই পাবেন এই ছাড়ের সুযোগ।
অফারের সম্পর্কে বিস্তারিত জানুন
ভারত এবং ভিয়েতনামের মধ্যে এই ফ্লাইটের (Flight Fare Discount) জন্য মূলত এই অফার দেওয়া হয়েছে। এই অফারটি সমস্ত ভিয়েতজেট ফ্লাইটের জন্য সমস্ত ক্লাসের জন্যই বৈধ। বিজনেস, ডিলাক্স, স্কাইবস এবং ইকোনমি ক্লাস। ৫০ শতাংশ ছাড়ে মিলছে বিমানের টিকিট। ২০ মে ২০২৪ থেকে শুরু করে আগামী ২৭ মে পর্যন্তই চলবে এই অফার। আর এই সময়ের মধ্যে কাটা টিকিট শুধুমাত্র ২০ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে।
কীভাবে পাবেন এই অফারের সুবিধা
ভিয়েতজেট তাঁদের মোবাইল অ্যাপ ভিয়েতজেট এয়ারে এই অফার (Flight Fare Discount) দিয়েছে। যাত্রীরা এতে ৫০ শতাংশ ছাড়ে আন্তর্জাতিক বিলাসবহুল ব্র্যান্ডের পণ্যও কিনতে পারবেন। এর জন্য আবেদনের শেষ সময় ২৫ মে ২০২৪ পর্যন্ত। বিমান ভ্রমণকারীরা ভিয়েতজেট এয়ার অ্যাপে এই দুই অফারের সুবিধা নিতে পারবেন।
ভারতের ৭টি শহর থেকে পাবেন ভিয়েতজেটে চড়ার সুযোগ
আপনি ভিয়েতনাম যাওয়ার জন্য ভিয়েতজেট ফ্লাইট নিতে পারবেন ভারতের সাতটি শহর থেকে। এর মধ্যে আছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোচি, মুম্বই, নয়াদিল্লি, তিরুচিরাপল্লি। ভিয়েতনামের মোট ১৯টি গন্তব্যে আপনি ফ্লাইট নিতে পারেন।
চলছে লাকি ড্র অফারও
ভিয়েতজেট এয়ারলাইন বর্তমানে তাঁদের যাত্রীদের জন্য একটি লাকি ড্র প্রতিযোগিতার আয়োজন করেছে। এই লাকি ড্র-তে যাত্রীরা সর্বোচ্চ ৬ বিলিয়ন ভিয়েতনাম ডলার জেতার সুযোগ পাবেন, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১,৯৬,৯০,১৭৪ টাকা। এছাড়াও রয়েছে স্কাই গোল্ড প্লাস মেম্বারশিপ জেতার সুযোগ যা থেকে ১২টি টিকিটের দাম রিডিম করা যায়। বিমানযাত্রীরা প্রায় ১০ ডলার মূল্যের টিকিট ভাউচার জিততে পারেন।
আরও পড়ুন: Multibagger Stock: ১ বছরেই ২০০ শতাংশ রিটার্ন দিয়েছে টাটার এই স্টক, কেনা ছিল ?