Flipkart Big Billion Days Sale 2022: কবে শুরু হচ্ছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল ২০২২? কী কী চমক থাকছে
Flipkart: আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে'জ সেল ২০২২ এবং তা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
Flipkart Sale: অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) সঙ্গে একই দিনে শুরু হতে চলেছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেল ২০২২ (Flipkart Big Billion Days Sale 2022)। আগামী ২৩ সেপ্টেম্বর এই সেল শুরু হবে এবং তা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ল্যাপটপ, মোবাইল, স্মার্টওয়াচ-সহ একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেটের উপর দুর্দান্ত ছাড় দিতে চলেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। শুধুমাত্র জিনিসের দামে ছাড় বা অফার নয়, ক্যাশব্যাক এবং জিনিস কিনে পরে দাম দেওয়ার মতো সুবিধাও পাবেন ক্রেতারা। বিভিন্ন ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড ও ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাওয়া যাবে। পেটিএমের ক্ষেত্রেও ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। একই পরিমাণ ছাড় থাকতে চলেছে ইউপিআই এবং ওয়ালেট ট্রানজাকশনের ক্ষেত্রেও। অর্থাৎ এইসব মাধ্যমে পেমেন্ট করে জিনিস কিনলে অনেক সুবিধাই পাবেন ক্রেতারা। Flipkart Pay Later অপশনের মাধ্যমে ১ লক্ষ টাকা পর্যন্ত জিনিস কিনে ধার রাখতে পারবেন ক্রেতা। জিনিস কেনার পরের মাসে বা Easy EMI- এর মাধ্যমেও পেমেন্ট করে দেওয়া সম্ভব হবে। Flipkart Pay Later অপশনের ক্ষেত্রে থার্ড পার্টির মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন ক্রেতারা।
এর পাশাপাশি Bajaj Finserv EMI কার্ড যাঁদের আছে তাঁরা নো-কস্ট ইএমআই সুবিধা পাবেন। এছাড়াও থাকবে Coupon Rain, Treasure Hunt এবং Spin The Bottle- এর মতো কাস্টোমার ইন্টার্যাকটিভ সেশন। এর মাধ্যমেও ছাড় পাবেন ক্রেতারা। জানা গিয়েছে, ফ্লিপকার্টের এই সেলে প্রিন্টার, মনিটর এবং আরও অনেক জিনিসের ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত থাকতে চলেছে ছাড়। ফ্লিপকার্টের এই সেল চলাকালীন প্রতিদিন রাত ১২টা, সকাল ৮টা এবং বিকেল ৪টেয় থাকতে চলেছে Crazy Deals। এছাড়াও প্রতি ঘণ্টায় থাকতে চলেছে Tick Tock Deals।
নাথিং ফোন ১ এবং গুগল পিক্সেল ৬এ
চড়া দামের এই দুই ফোনের দাম ফ্লিপকার্টের আসন্ন বিগ বিলিয়ন ডে’জ সেলে একধাক্কায় অনেকটাই কমতে চলেছে। নাথিং ফোন ১- এর দাম শুরু হচ্ছে ২৮,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে গুগল পিক্সেল ৬এ ফোনের ফোনের দাম শুরু হতে চলেছে ২৭,৬৯৯ টাকা থেকে। লঞ্চের সময় নাথিং ফোন ১ –এর দাম ছিল ৩২,৯৯৯ টাকা। এরপর আবার ১০০০ টাকা দাম বেড়েছিল এই ফোনের। ফলে নাথিং ফোন ১- এর দাম হয়েছিল ৩৩,৯৯৯ টাকা। অন্যদিকে গুগল পিক্সেল ৬এ ফোনের দাম লঞ্চের সময় ছিল ৪৩,৯৯৯ টাকা।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হল রিয়েলমি নারজো ৫০আই প্রাইম ফোন, দাম কত? কী কী স্পেসিফিকেশন রয়েছে