Flipkart Big Diwali Sale: দীপাবলীর আগে ফের সেলের ঘোষণা করল ফ্লিপকার্ট, ইলেকট্রনিক্সে ৮০ শতাংশ ছাড় থাকার সম্ভাবনা
Flipkart Sale: জানা গিয়েছে, ফ্লিপকার্টের এই সেল শুরু হবে আগামী ১৯ অক্টোবর এবং তা চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।
Flipkart: দীপাবলীর আগে ফের গ্রাহকদের জন্য চমক আনল ফ্লিপকার্ট (Flipkart)। জনপ্রি এই ই-কমার্স সংস্থা ফের বিগ দিওয়ালি সেলের (Big Diwali Sale) ঘোষণা করেছে। জানা গিয়েছে, ফ্লিপকার্টের এই সেল শুরু হবে আগামী ১৯ অক্টোবর এবং তা চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। গত সপ্তাহেই ফ্লিপকার্টের এর আগের বিগ দিওয়ালি সেল শেষ করেছিল। তখনও এই নতুন সেলে প্রসঙ্গে কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে এবার জানা গিয়েছে যে দীপাবলীর আগে ফের একটি সেল দিতে চলেছে ফ্লিপকার্ট।
ফ্লিপকার্টের নতুন বিগ দিওয়ালি সেলে কী কী সুবিধা পাবেন গ্রাহকরা
স্মার্টফোন- স্মার্টফোন ছাড়াও একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেট এবং হোম অ্যাপ্লায়েন্সের উপর দুর্দান্ত অফার দিতে চলেছে ফ্লিপকার্ট। রিয়েলমি, পোকো, ওপ্পো এবং রেডমির মতো জনপ্রিয় স্মার্টফোন কোম্পানির ফোনে থাকতে চলেছে ছাড়। আসল দামের তুলনায় অনেকটাই কম দামে পাওয়া যাবে এইসব কোম্পানির ফোন। তবে বিভিন্ন কোম্পানির স্মার্টফোনের উপর ঠিক কতটা পরিমাণ ছাড় থাকবে তা এখনও প্রকাশ্যে আসেনি। শুধু স্মার্টফোন নয়, বিভিন্ন মোবাইল অ্যাকসেসরিজ যেমন- মোবাইল কেস, স্ক্রিন গার্ড ও অন্যান্য আরও অনেক আইটেমের উপর থাকছে ছাড়। মাত্র ৯৯ টাকা থেকে শুরু হবে এই জাতীয় জিনিসের দাম।
ল্যাপটপ- গেমিং ল্যাপটপের ক্ষেত্রে ফ্লিপকার্টের আসন্ন বিগ দিওয়ালি সেলে প্রায় ৪০ শতাংশ ছাড় থাকতে পারে বলে শোনা গিয়েছে। অন্যান্য ল্যাপটপের উপরেও থাকবে ছাড়। অতএব ল্যাপটপ কেনার পরিকল্পনা থাকলে অফারগুলো দেখতে পারেন। এর পাশাপাশি আবার শোনা গিয়েছে সমস্ত ইলেকট্রনিক্সের উপরেই প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে চলেছে। HP Pavilion, MSI, Asus, Acer Lenovo IdeaPad Gaming, Dell এবং অন্যান্য সংস্থার ল্যাপটপের ক্ষেত্রে থাকতে চলেছে দুর্দান্ত অফার। এর পাশাপাশি বিভিন্ন ডেতা স্টোরেজ আইটেম যেমন- পেন ড্রাইভ, HDDs, SSDs- এর ক্ষেত্রে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় থাকার সম্ভাবনা রয়েছে ফ্লিপকার্টের আসন্ন বিগ দিওয়ালি সেলে।
স্মার্ট টিভি ও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স- হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে 4K TVs- র দাম শুরু হতে চলেছে ১৭,২৪৯ টাকা থেকে। সব ছাড়ের পরেই এই দাম ধার্য হয়েছে। এছাড়াও Full HD স্মার্ট টিভির ক্ষেত্রে দাম শুরু হতে চলেছে ৭১৯৯ টাকা থেকে। ফ্লিপকার্টের নিজস্ব টিভি এবং মোটোরোলার স্মার্ট টিভির ক্ষেত্রে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে পারে। এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে ৫৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ওয়াশিং মেশিনের দাম শুরু হতে পারে ৬৯৯০ টাকা থেকে। এসবিআই এবং পেটিএমের মাধ্যমে কেনাকাটা করলে ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। এছাড়াও থাকতে ফ্লিপকার্ট পে লেটার এবং ইএমআই অপশন।
আরও পড়ুন- শেষ লগ্নে অ্যামাজনের সেল, কোন কোন ফোনের অফার একদম মিস করা যাবে না, দেখে নিন