Amazon Great Indian Festival Sale 2022: শেষ লগ্নে অ্যামাজনের সেল, কোন কোন ফোনের অফার একদম মিস করা যাবে না, দেখে নিন
Smartphones: অ্যামাজনের এই সেলে কেনাকাটা করলে সিটি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক এবং RuPay ক্রেতারা তাঁদের কেনাকাটার উপর ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন।
Amazon Great Indian Festival Sale 2022: অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (Amazon Great Indian Festival Sale 2022) পৌঁছে গিয়েছে শেষ লগ্নে। শেষ মুহূর্তে দেখে নিন যে কোন কোন ফোনে (Smartphones) আপনার জন্য দুর্দান্ত অফার রয়েছে। এইসব ফোনের অফার কিন্তু একেবারেই মিস করা যাবে না। অ্যামাজনের এই সেলে কেনাকাটা করলে সিটি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক এবং RuPay ক্রেতারা তাঁদের কেনাকাটার উপর ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন। ক্রেডিট এবং ডেবিট কার্ডের পাশাপাশি ইমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ছাড় পাবেন ক্রেতারা। অতএব দীপাবলীর আগে যদি নতুন ফোন কেনার পরিকল্পনা থাকে তাহলে একনজরে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২২- এর বিভিন্ন ফোনের অফারগুলো দেখে নিন শেষ মুহূর্তে।
কোন কোন ফোনের অফার মিস করলে পরে দুঃখ পাবেন সেগুলো দেখে নিন
রেডমি এ১০- রেডমির এই ফোনের দাম অ্যামাজনের সেলে এখন শুরু হচ্ছে ৬৯৯৯ টাকা থেকে। এর সঙ্গে রয়েছে আরও অনেক ছাড়। ৩ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ এবং স্লেট গ্রে রঙের মডেলের দাম ৬৯৯৯ টাকা। এমনিতে অ্যামাজনের পেজে দাম লেখা রয়েছে ৭৪৯৯ টাকা। তবে অতিরিক্ত কিছু ছাড় যুক্ত হওয়ার পর এই ফোনের দাম হয়েছে ৬৯৯৯ টাকা।
রেডমি এ১০ ফোন সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে
টেকনো স্পার্ক ৯- টেকনো সংস্থার এই স্মার্টফোনের দাম অ্যামাজনের সেলে এখন শুরু হচ্ছে ৬৮৮৪ টাকা থেকে। এখানেও যুক্ত রয়েছে অতিরিক্ত ছাড়। তারপরেই এই দাম ধার্য হয়েছে।
টেকনো স্পার্ক ৯ ফোন সম্পর্কে জানুন বিস্তারিত
রিয়েলমি নারজো ৫০- রিয়েলমির এই ফোনের দাম অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২২- এ শুরু হচ্ছে ৯৪৯৯ টাকা থেকে। অতিরিক্ত অফার হিসেবে এখানেও যুক্ত রয়েছে আকর্ষণীয় বেশ কিছু অফার এবং ডিল। ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ মডেল পাওয়া যাবে স্পিড ব্লু রঙের শেডে। ৫০ মেগাপিক্সেলের AI ট্রিপল রেয়ার ক্যামেরা মেন সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে মিডিয়াটেল হেলিও জি৯৬ প্রসেসর। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের আলট্রা স্মুদ ডিসপ্লে রয়েছে এই ফোনে।
রিয়েলমি নারজো ৫০ ফোন সম্পর্কে জানতে ক্লিক করুন
রেডমি এ১- রেডমির এই ফোনের দাম অ্যামাজনের সেলে শুরু হচ্ছে ৫৩১৯ টাকা থেকে। এমনিতে দাম ধার্য হয়েছে ৬২৯৯ টাকা। তবে তার উপরে অন্যান্য ছাড় যুক্ত হয়ে ফোনের দাম আরও খানিকটা কমেছে। হাল্কা সবুজ রঙে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ যুক্ত মডেল পাওয়া যাচ্ছে এই দামে। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও রয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রেডমির এই ফোনে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে লেদার টেক্সচার ডিজাইন এবং অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট।
রেডমি এ১ ফোন সম্পর্কে জানতে ক্লিক করুন
আরও পড়ুন- ভারতে রেডমি১ প্লাস ফোনের বিক্রি শুরু, দেখে নিন দাম এবং বিভিন্ন অফার