![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: Poll of Polls)
Flipkart Big Saving Days Sale: কবে থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টের নতুন সেল? কী কী চমক থাকবে জেনে নিন
Flipkart Big Saving Days: আগামী ৬ অগস্ট শুরু হবে এই সেল। চলবে ১০ অগস্ট পর্যন্ত। একই সময়ে সেল দেবে অ্যামাজনও।
![Flipkart Big Saving Days Sale: কবে থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টের নতুন সেল? কী কী চমক থাকবে জেনে নিন Flipkart Big Saving Days sale begins on August 6, to offer up to 75 percent off on electronics know other details Flipkart Big Saving Days Sale: কবে থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টের নতুন সেল? কী কী চমক থাকবে জেনে নিন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/26/6b4bb6f823a63f7a686497dd9fc3b3f8_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Flipkart Sale: স্বাধীনতা দিবসের আগেই শুরু হতে চলেছে ফ্লিপকার্টের বিগ সেভিং ডে'জ সেল (Flipkart Big Saving Days Sale)। আগামী ৬ অগস্ট এই সেল শুরু হবে। আর চলবে ১০ অগস্ট পর্যন্ত। প্রসঙ্গত উল্লেখ্য, এই একই সময়ে অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলও (Amazon Great Freedon Festival Sale) চালু থাকবে। কয়েকদিন আগেই অ্যামাজনের সেলের খবর প্রকাশ্যে এসেছিল। তারপরই ফ্লিপকার্টের তরফেও সেলের কথা ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ইলেকট্রনিক্স (Electronics) জিনিসে ছাড় দেবে এই দুই ই-কমার্স সংস্থা। ক্রেতাদের আকর্ষণের জন্য ছাড়ের ক্ষেত্রে কেউই কার্পণ্য করবে না বলেই অনুমান করা হচ্ছে। ফ্লিপকার্টের বিগ সেভিং ডে'জ সেলে ক্রেতারা কী কী সুবিধা পাবেন দেখে নেওয়া যাক।
বিভিন্ন অফার
ফ্লিপকার্টের এই সেলে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতারা আইসিআইসিআই এবং কোটাক ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাবেন। টেলিভিশন এবং অ্যাপ্লায়েন্সেসের ক্ষেত্রে প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে চলেছে। স্যামসাং, রিয়েলমি, শাওমি এবং অন্যান্য অনেক নামিদামি ব্র্যান্ডের টিভির ক্ষেত্রেই থাকবে ছাড়। এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে ৫৫ শতাংশ পর্যন্ত, মাইক্রোওয়েভের ক্ষেত্রে ৪৫ শতাংশ ছাড় থাকবে বলেও জানা গিয়েছে।
স্মার্টফোন ও ওয়ারেবল ডিভাইস
বিভিন্ন সংস্থার স্মার্টওয়াচের ক্ষেত্রে ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে চলেছে ফ্লিপকার্টের আসন্ন সেলে। এর পাশাপাশি অ্যাপেল, ভিভো, ওপ্পো, মোটোরোলা এবং অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোনের ক্ষেত্রেও থাকবে আকর্ষণীয় ডিল। আইফোনের ক্ষেত্রে যে বেশ বড় রকমের ছাড় থাকবে ফ্লিপকার্টের আসন্ন বিগ সেভিং ডে'জ সেলে তার আভাস পাওয়া গিয়েছে ই-কমার্স সংস্থার তরফে।
Crazy Deals
যেকদিন ফ্লিপকার্টের এই সেল চলবে সেই কয়েকদিন রাত ১২টা, সকাল ৮টা এবং বিকেল ৪টেয় ক্রেতাদের জন্য থাকবে crazy deals। এর পাশাপাশি আবার থাকছে Rush hours। এখানে রাত ২টোর সময় দুর্দান্ত সব অফার পাওয়া যাবে।
আরও পড়ুন- কবে থেকে শুরু হচ্ছে অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)