Ford Endeavour 2022: বিশ্ব বাজারে লঞ্চ! ভারতে আসতে পারে ফোর্ডের এই গাড়ি
Endeavour 2022: নতুন এন্ডেভার আগের সংস্করণের চেয়ে বড় ও আরও চওড়া। ডিজাইন অনুসারে ফ্রন্ট এন্ডে আনা হয়েছে বদল। এখানে নতুন ম্যাট্রিক্স এলইডি সি-আকৃতির হেডল্যাম্প ও একটি নতুন ডিজাইন করা গ্রিল রয়েছে।
New Everest 2022: আন্তর্জাতিক বাজার লঞ্চ হয়েছে আগেই। আবার ভারতের বুকে আমদানি করা হতে পারে নতুন Ford Everest 2022। তবে অটো সাইটগুলির ধারণা, দেশের রাস্তায় এন্ডেভার নামেও দেখা যেতে পারে এই গাড়ি।
Ford Everest 2022: আবার আসছে ফোর্ড ?
ভারত থেকে ব্যবসা গোটানোর রেশ কাটেনি এখনও। Ford নিয়ে আশাহত হয়েছে ফিগো, ইকোস্পোর্টের ক্রেতারা। শোনা যাচ্ছে, কোম্পানির অন্যতম জনপ্রিয় মডেল এভারেস্ট ভারতে আনার বিষয়ে চিন্তা করছে ফোর্ড। তবে ইমপোর্ট করেই অন্য অন্য পথে দেশে নামানো হতে পারে এই গাড়ি। ২০২২ সালের এন্ডেভার বা এভারেস্ট নামে ভারতের রাস্তায় চলতে পারে ফোর্ডের এই গাড়ি। তবে এখনও জল্পনার স্তরেই রয়েছে এই ভাবনা।
New Everest 2022: কেমন দেখতে গাড়ি ?
নতুন এভারেস্ট রেঞ্জার পিক-আপের উপর ভিত্তি করে সম্পূর্ণ নতুন প্লাটফর্মে তৈরি হয়েছে। নতুন এন্ডেভার আগের সংস্করণের চেয়ে বড় ও আরও চওড়া। ডিজাইন অনুসারে ফ্রন্ট এন্ডে আনা হয়েছে বদল। এখানে নতুন ম্যাট্রিক্স এলইডি সি-আকৃতির হেডল্যাম্প ও একটি নতুন ডিজাইন করা গ্রিল রয়েছে। যেখানে 21 ইঞ্চি পর্যন্ত চাকা পাবেন আপনি। পিছনের অংশটি দেখতে অনেকটা পুরোনো এন্ডেভারের মতো। যদিও সামগ্রিকভাবে নতুন এভারেস্ট/এন্ডেভারটিকে আরও বিশাল ও আক্রমণাত্মক দেখায়।
Ford Everest 2022: কী কী নতুন বৈশিষ্ট্য গাড়িতে ?
বিশাল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও টপ-এন্ড ভ্যারিয়েন্টে পোর্ট্রেট স্টাইল 12 ইঞ্চি টাচ স্ক্রিন সহ অভ্যন্তরটি সম্পূর্ণ নতুন আদলে গড়া হয়েছে। দ্বিতীয় সারিতে সহজে তৃতীয় আসনে যাওয়ার জন্য আরও বেশি জায়গা রয়েছে। 10 ওয়ে পাওয়ার অ্যাডজাস্ট, একটি প্যানোরামিক সানরুফ, লেটেস্ট SYNC 4A সিস্টেম, কানেকটেড কার প্রযুক্তি, 360 ডিগ্রি ভিউ ক্যামেরা, নতুন ড্রাইভার অ্যাসিস্ট ফিচার, অ্যাম্বিয়েন্ট লাইটিং ও আরও অনেক কিছু দেওয়া হয়েছে গাড়িতে।গরম ভেন্টিলেটে়ড প্রিমিয়াম লেদার অ্যাকসেন্টেড সিট রয়েছে গাড়িতে।
New Everest 2022: ইঞ্জিন কীরকম গাড়ির ?
ইঞ্জিনের ক্ষেত্রে, নতুন এছাড়াও নতুন Endeavour-এ পাবেন নয়া 3.0-লিটার V6 টার্বো-ডিজেল ইঞ্জিন। যেখানে একটি 2.0-লিটার Bi-Turbo ডিজেলে 10-স্পিড অটোমেটিক গিয়ারবক্স পাবেন ক্রেতা। 4x2 ও 4x4 মডেল রয়েছে গাড়ির। যেখানে 4x4 একটি স্থায়ী ফোর-হুইল ড্রাইভ সিস্টেম দিয়েছে কোম্পানি। যাতে ড্রাইভ মোড সহ একটি ইলেকট্রনিক অন-ডিমান্ড ইলেক্ট্রোমেকানিক্যাল ট্রান্সফার কেস ব্যবহার করা হয়েছে। এতে 800mm পর্যন্ত ওয়াটার ওয়েডিং ক্ষমতা রয়েছে। একটি CBU মডেল হিসাবে নতুন Endeavour অনেক বেশি ব্যয়বহুল
হবে। তবে নতুন চেহারা ও বৈশিষ্ট্যগুলির জন্য এর ক্রেতা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে না।