Fuel Price: জ্বালানির দামে স্বস্তি? আজ শহরে পেট্রোল-ডিজেলের দাম কত?
Kolkata Petrol-Diesel Price: গত ২৫ দিন ধরে কলকাতায় দাম একই আছে। ২২ মে থেকে জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে।
কলকাতা: জ্বালানির দামে অস্বস্তি এখনও বজায় রয়েছে কলকাতায় (Kolkata)। একশোর ওপরেই চলছে জ্বালানির দাম। গত কয়েকদিন ধরেই পেট্রোল (Petrol)- ডিজেলের (Diesel) দামে বদল হয়নি। গতকালও দামও একই ছিল। গত ২৫ দিন ধরে কলকাতায় দাম একই আছে। ২২ মে থেকে জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে।
আজ কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৬.০৩ টাকা। আজ ডিজেলের দাম ৯২.৭৬ টাকা প্রতি লিটার।
এদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil Price) দামে ফের রেকর্ড। ব্যারেল প্রতি তেলের দাম ১০ বছরে সর্বোচ্চে গিয়ে ঠেকল। তাতে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল কিনতে ১২২ ডলার খরচ করতে হচ্ছে ভারতকে, ভারতীয় মুদ্রায় যা ৯ হাজার ৫৩৩ টাকার মতো। আন্তর্জাতিক বাজারে তেলের এই দামবৃদ্ধিতে ভারতে তেলের দামের উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা (Fuel Price)।
তবে এখনও পর্যন্ত ভারতে বা কলকাতায় জ্বালানির দামে খুব একটা হেরফের হয়নি।
আরও পড়ুন, ব্যাঙ্কিং খাতে বড় পতন, ১৬,৭০০-তে সাপোর্ট নিচ্ছে নিফটি
রাশিয়া (Russia)-ইউক্রেন (Ukraine) যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এমনিতেই ঊর্ধ্বমুখী। তার জেরে ২৫ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত তেলের ব্যারেল পিছু ১১২ ডলারের মতো খরচ করতে হচ্ছিল ভারতকে। মাঝে ৩০ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দাম ঘোরাফেরা করছিল ১০৩ ডলারের আশেপাশে। কিন্তু সেই দাম এ বার একধাক্কায় অনেকটাই বেড়ে গেল।
একনাগাড়ে তেলের দাম বাড়ার পর সম্প্রতি শুল্ক কমিয়েছে কেন্দ্র। তার জেরে ২১ মে থেকে ভারতে পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত। মুদ্রাস্ফীতির হার ৭.৮ শতাংশে পৌঁছনোয় আপাতত তেলের দাম বাড়ানোর দাবিতে যাচ্ছে না ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো সরকারি সংস্থাগুলি। কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম এ ভাবে বাড়তে থাকলে, কত দিন দাম অপরিবর্তিত রাখা যাবে, তা নিয়ে আশঙ্কা দেখে দিয়েছে। মুডি'জ রিপোর্ট বলছে, ২০২১-এর নভেম্বর থেকে ২০২২-এর মার্চ পর্যন্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রায় ১০০ কোটি ডলার ক্ষতি হয়েছে।