Petrol Diesel Price: দামে হেরফের নেই, কবে সস্তা হবে পেট্রোল-ডিজেল ? আজ কত রেট ?
Fuel Price: বেশ কিছুদিন ধরেই দিল্লি, চেন্নাই, মুম্বই সহ কলকাতাতেও পেট্রোল ডিজেলের দামে কোনও হেরফের দেখা যাচ্ছে না। তবে কোথাও দাম কমেছে, কোথাও বেড়েছে। আজ দর কত হল জ্বালানি তেলের ?
Petrol Price Today: প্রতিদিন ভোর ছয়টায় ভারতের সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি জ্বালানি তেলের দাম প্রকাশ করে। এই দাম মূলত বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের উপর ওঠানামা করে। শুক্রবার এই অপরিশোধিত তেলের দাম আবার ব্যারেলে ১ ডলার করে বেড়ে যাওয়ায় বেশ কিছু শহরে দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। আবার কিছু শহরে পেট্রোলের দাম (Petrol Diesel Price) বাড়লেও কমে গিয়েছে ডিজেলের দাম। আজ সারা দেশের কোথায় কত জ্বালানি তেলের দাম ? কলকাতায় কি দাম বাড়ল না কমল ?
কলকাতায় কত হল পেট্রোল-ডিজেল ?
কলকাতায় আজও দাম ১০০ পেরিয়ে। দামে কোনও হেরফের ঘটেনি। লিটার প্রতি পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯২.৭৬ টাকা।
অন্য মহানগরে কত দাম
দেশের অন্য তিন মহানগরেও দাম একই আছে জ্বালানি তেলের।
- দিল্লিতে আজ শনিবারে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।
- চেন্নাইতে আজ সামান্য দাম বেড়েছে। পেট্রোলের (Petrol Diesel Price) লিটার প্রতি দাম ১০২.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৫.২৫ টাকা।
- মুম্বইতেও একই আছে দাম। পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ৩৩ টাকা।
কোন শহরে দাম বাড়ল, কোথায় কমল
পঞ্জাবের অমৃতসর, বিহারের গয়া, উত্তরপ্রদেশের মীরাট ইত্যাদি শহরে পেট্রোলের দাম বেড়েছিল এই সপ্তাহেই। আবার ১৪ ফেব্রুয়ারি দাম কমতেও দেখা গিয়েছিল আহমেদাবাদ ও অন্ধ্রপ্রদেশে। পঞ্জাবের অমৃতসরে এখন পেট্রোলের লিটার প্রতি দাম ৯৮.৪৪ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৮৮.৭৬ টাকা। অন্যদিকে অন্ধ্রপ্রদেশে পেট্রোলের দাম (Petrol Diesel Price) ১১১.৫২ টাকা ও ডিজেল লিটার প্রতি ৯৯.৫৫ টাকা।
কীভাবে ঘরে বসে জানবেন জ্বালানি তেলের দাম
ঘরে বসে নিজের মোবাইলেই এখন প্রতিদিনের পেট্রোল ও ডিজেলের দাম জানা যায় অতি সহজে। একেকটি তেল বিপণনকারী সংস্থার একেক রকম পদ্ধতি। কেউ BPCL-এর গ্রাহক হলে মোবাইলে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠালেই জানা যাবে জ্বালানি তেলের দাম। আবার ইন্ডিয়ান অয়েলের গ্রাহকদের RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠাতে হবে, তবেই মেসেজের মাধ্যমে প্রতিদিনের সর্বশেষ পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারা যাবে।