Stock Market Opening: আমেরিকায় মুদ্রাস্ফীতি হ্রাস, দুরন্ত গতি ভারতের বাজারে, কততে বাধা পাবে সূচক ?
Share Market: এক খবরে বদলে গেল বিশ্ববাজারের পরিস্থিতি। বৃহস্পতিবারই মার্কিন মুলুকে মূদ্রাস্ফীতির হার ঘোষণা হওয়ার পরই দারুণ গতি নেয় বাজার।
Share Market: এক খবরে বদলে গেল বিশ্ববাজারের পরিস্থিতি। বৃহস্পতিবারই মার্কিন মুলুকে মূদ্রাস্ফীতির হার ঘোষণা হওয়ার পরই দারুণ গতি নেয় বাজার। ডাও জোনস, ন্যাসড্যাক রাতারাতি ফুলে ফেঁপে ওঠে। শুক্রবার সপ্তাহের শেষ দিনে যার প্রভাব পড়ল বিশ্ববাজারে। 'বুল রান' দেখাল বাজারে।
Stock Market Opening: সেক্টরের অবস্থা
এদিন বাজার খুলতেই মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স 800 পয়েন্টের লাফ দিয়ে 61,414 পয়েন্টে খোলে। যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 244 পয়েন্ট বেড়ে 18272-তে ব্যবসা শুরু করে।
আজ স্টক মার্কেটের চমকপ্রদ উত্থানের কারণে, ব্যাঙ্ক নিফটি প্রথমবারের মতো 42000 পেরিয়েছে। বাজারের আজ সব খাতের শেয়ারের দাম বাড়ছে। বিশেষ করে আইটি, এফএমসিজি, এনার্জি, অটো সেক্টরের শেয়ারে ব্যাপক উত্থান ঘটেছে। পিছিয়ে থাকেনি মিডক্যাপ , স্মল ক্যাপ শেয়ারগুলিও। দ্রুত গতিতে লেনদেন হয়েছে বাজারে। নিফটির 50টি শেয়ারের মধ্যে, শুধুমাত্র একটি শেয়ার লালে লেনদেন দেখা গেছে। বাকি 49টি শেয়ার সবুজে লেনদেন করছে। সেনসেক্সের 30টি শেয়ারের মধ্যে 29টি স্টক লাভের সঙ্গে লেনদেন করছে। সেখানে মাত্র একটি শেয়ারে পতন দেখা গিয়েছে।
Share Market: কেন বাজার উঠল
অক্টোবর মাসে আমেরিকায় মুদ্রাস্ফীতির হার কমেছে। সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ৮.২ শতাংশের তুলনায় ৭.৭ শতাংশে দাঁড়িয়েছে এই হার। মূল্যস্ফীতির হার কমার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ব্যাপক বৃদ্ধি দেখা গিয়েছে। যার জেরে Nasdaq 7.35 শতাংশ অর্থাৎ 760 পয়েন্ট বেড়ে 11,114 পয়েন্টে বন্ধ হয়েছে। ডাও জোন্স 1200 পয়েন্ট বেড়েছে। মুদ্রাস্ফীতির এই হারের পরই মার্কিন বাজার স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমেরিকার অর্থনীতিবিদরা বলছেন, এবার হয়তো ফেডারেল রিজার্ভ সুদের হার বৃদ্ধিতে ব্রেক ফেলতে পারে।
Share Market: চলতি মাসেই সর্বোচ্চ উচ্চতা ছুঁতে পারে নিফটি, সেনসেক্স। বাজার বিশেষজ্ঞরা বলছেন, দুরন্ত গতি নেওয়ার আগে কিছুটা থিতু হচ্ছে সূচকগুলি। সেই কারণে বুধের বাজারে শুরুটা ভাল হলেও শেষে অনেকটাই পড়ল মার্কেট।
Stock Market Closing: কততে বন্ধ হয়েছে বাজার ?
ভারতীয় শেয়ারবাজারের জন্য আজকের দিনটি মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। সকালে বাজার ব্যাপক গতিতে খুললেও দুপুরের পরই শুরু হয় প্রফিট বুকিং। আজকের লেনদেন শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১৫১ পয়েন্টের পতনের সঙ্গে ৬১,০৩৩ পয়েন্টে বন্ধ হয়েছে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৪৫ পয়েন্ট কমে ১৮,১৫৭ পয়েন্টে বন্ধ হয়েছে।
Share Market: কোন খাতের কী অবস্থা ?
আজ পতনের সঙ্গে শেয়ারবাজার বন্ধ হলেও ব্যাঙ্কিং খাতের শেয়ারে দারুণ গতি ছিল। নিফটি ব্যাঙ্কের বৃদ্ধির সময়, এফএমসিজি সেক্টরের শেয়ারেও কেনাকাটা দেখা গেছে। কিন্তু অন্য সব সেক্টর কমেছে অনেকটাই। অটো, আইটি, ফার্মা, এনার্জি, ধাতু, মিডিয়া, রিয়েল এস্টেট সেক্টরের স্টক কমেছে। নিফটির ৫০টি স্টকের মধ্যে ১৫টি শেয়ার ওপরে বন্ধ হয়েছে। সেখানে ৩৫টি শেয়ার লালে দৌড় থামিয়েছে। ৩০টি সেনসেক্স স্টকের মধ্যে ৭টি সবুজে বন্ধ হয়েছে। যেখনে ২৩টি স্টক পতনের সঙ্গে ক্লোজ করেছে। BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ এদিন ছিল ২৮৪ লক্ষ কোটি টাকা।