এক্সপ্লোর
Aero India 2025 : শত্রু দেশের জন্য ঘাতক বিমান , ভারতের এই "ত্রিশূল" দেখে 'কাঁপছে বিশ্ব'
Aero India 2025 : ভারতীয় বিমানবাহিনীর সাম্প্রতিক শক্তির বহর দেখা গেল বেঙ্গালুরু 'Aero India 2025' প্রদর্শনীতে।

বেঙ্গালুরুর আকাশে ভারতের যুদ্ধবিমানের বহর দেখল সারা বিশ্ব।
1/7

ভারতের এই শো নিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছিল আন্তর্জাতিক মহলে। ভারতীয় বিমানবাহিনীর সাম্প্রতিক শক্তির বহর দেখা গেল বেঙ্গালুরু 'Aero India 2025' প্রদর্শনীতে। এখানে, বিশ্বের 26টি দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সামনে ভারতের যুদ্ধবিমানগুলির সামর্থ্য ও শক্তি প্রদর্শন করলেন যুদ্ধবিমানের চালকরা।
2/7

'Aero India 2025' শোতে তেজস, সুখোই, রাফাল, জাগুয়ারের মতো বিমানের গর্জনে শোনা গিয়েছে বেঙ্গালুরুর আকাশে। এর মধ্যে সুখোই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের ফ্ল্যাগশিপ বিমান। যা বেঙ্গালুরুর এয়ার শোয়ে আকাশে ত্রিশূল গঠন করে উড়েছিল। এখানে তিনটি সুখোই বিমান একসঙ্গে ত্রিশূল আদল তৈরি করে আকাশে।
3/7

শো চলাকালীন কমেন্টেটরদের বলতে শোনা যায়, এই ফ্লাইটটি ভারতের সত্যের প্রতীক, কেউ যদি দেশের সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকায়, তাহলে এই ত্রিশূল তাকে ধ্বংস করে দেবে। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রধান, তিন বাহিনীর প্রধান, কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার ও অনেক দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতে তৈরি এবং ভারতে ডিজাইন করা LUH হেলিকপ্টারগুলি এয়ার শোতে বিদেশি অতিথিদের নজর কেড়েছে।
4/7

এই অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান এপি সিংও একটি ফাইটার জেটে উড়েছিলেন। সোমবার তিনটি ভারতীয় হেলিকপ্টারের পতাকা তৈরির মাধ্যমে এয়ার শো শুরু হয়। এর পরেই এয়ার চিফ মার্শাল এপি সিং একটি ফাইটার জেটে বসেন। তাদের সঙ্গে আরও দুটি বিমান ছিল। বিমান প্রধান এই বিমানগুলির সঙ্গে তেজস ফর্মেশনে উড়েছিলেন।
5/7

এদিন ভারতীয় বিমান বাহিনীর ফাইটার পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ার ফোর্স স্টেশনে নেতৃত্ব দেন। তিনি রাফালে যুদ্ধবিমানে উড়িয়ে ভারতের নারী শক্তি প্রদর্শন করেন। এখানে একটি রাফালে ও দুটি সুখোই যুদ্ধবিমান ছিল। এই সব বিমান মহিলা পাইলট দ্বারা পরিচালিত হয়।
6/7

ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং হলেন ভারতের প্রথম এবং একমাত্র মহিলা পাইলট যিনি রাফালে যুদ্ধবিমান উড়িয়েছেন। এয়ার শো চলাকালীন ভারতীয় ডোনায়ার বিমানকে ড্রোন গঠনে দেখা গেছে। এছাড়াও, ভারতের মার্ক ওয়ান আলফা বিমান বিদেশি অতিথিদের সামনে সবচেয়ে অ্যারোবেটিক কীর্তি দেখিয়েছে। এটি ভারতে নির্মিত সবচেয়ে আধুনিক দেশীয় বিমান। এখন পর্যন্ত অনেক দেশ ভারতের এই ফাইটার জেট কেনার আগ্রহ দেখিয়েছে।
7/7

এখানে বরুণ গঠনে নৌবাহিনীর বিমানকে আকাশে উড়তে দেখা গেছে। কোস্ট গার্ডের বিমান এখানে একটি গার্ড ফরমেশন গঠন করে। এয়ার শোয়ের একটি প্রধান আকর্ষণ ছিল C295 পরিবহণ বিমান। এটি ভারতের বৃহত্তম সামরিক পরিবহণ বিমান। এ ছাড়া এখানে অর্জুন ফর্মেশনে ৫টি জাগুয়ার বিমান উড়েছে। অবশেষে, ভারতীয় বায়ুসেনার সূর্য কিরণ বিমান এখানে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
Published at : 11 Feb 2025 03:16 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
ফ্যাক্ট চেক
Advertisement
ট্রেন্ডিং
