এক্সপ্লোর
Aero India 2025 : শত্রু দেশের জন্য ঘাতক বিমান , ভারতের এই "ত্রিশূল" দেখে 'কাঁপছে বিশ্ব'
Aero India 2025 : ভারতীয় বিমানবাহিনীর সাম্প্রতিক শক্তির বহর দেখা গেল বেঙ্গালুরু 'Aero India 2025' প্রদর্শনীতে।
বেঙ্গালুরুর আকাশে ভারতের যুদ্ধবিমানের বহর দেখল সারা বিশ্ব।
1/7

ভারতের এই শো নিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছিল আন্তর্জাতিক মহলে। ভারতীয় বিমানবাহিনীর সাম্প্রতিক শক্তির বহর দেখা গেল বেঙ্গালুরু 'Aero India 2025' প্রদর্শনীতে। এখানে, বিশ্বের 26টি দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সামনে ভারতের যুদ্ধবিমানগুলির সামর্থ্য ও শক্তি প্রদর্শন করলেন যুদ্ধবিমানের চালকরা।
2/7

'Aero India 2025' শোতে তেজস, সুখোই, রাফাল, জাগুয়ারের মতো বিমানের গর্জনে শোনা গিয়েছে বেঙ্গালুরুর আকাশে। এর মধ্যে সুখোই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের ফ্ল্যাগশিপ বিমান। যা বেঙ্গালুরুর এয়ার শোয়ে আকাশে ত্রিশূল গঠন করে উড়েছিল। এখানে তিনটি সুখোই বিমান একসঙ্গে ত্রিশূল আদল তৈরি করে আকাশে।
Published at : 11 Feb 2025 03:16 PM (IST)
আরও দেখুন






















