Gold Price Today: ক্রমশ কমছে সোনার দাম, আজই ঘরে আনবেন ? দেখে নিন কতটা সস্তা হল সোনা
Gold Price: লক্ষ্মীবারের বাজারে খানিক দাম কমে গেল সোনা ও রুপোর। বিয়ের মরসুমে সস্তা হল সোনা। কিনবেন ভাবছেন ? দেখে নিন রেটচার্ট।
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনার চাহিদা একটু বেড়েই যায়। কিন্তু সেই অনুপাতে দাম বাড়ার বদলে বাজারে ক্রমশ কমছে সোনার দাম (Gold Price Today)। বুধের বাজারে দামের পতন লক্ষ করা গিয়েছিল, এবার লক্ষ্মীবারেও আরও খানিক সস্তা হল সোনা। দোকানে যাওয়ার আগে দেখে নিন আজ কত দর সোনা ও রুপোর।
প্রায় প্রতিদিনই ওঠানামা করে সোনা-রুপোর দাম, ফলে বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।
আজকের সোনার দর (২৪ জানুয়ারি, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৬২১৩ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৬০০২ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৫৬৫৪ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৪৯৪৫ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৭১২২৮ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
সোনার বিশুদ্ধতা
মূলত ২৪ ক্যারেটের সোনা (Gold Price Today) সম্পূর্ণ খাঁটি সোনা হিসেবে ধরা হয়। এতে সোনার ভাগ থাকে ১০০ শতাংশ। কিন্তু এই সোনা অত্যন্ত নমনীয় হয় বলে তা দিয়ে গহনা বানানো যায় না। সোনার সঙ্গে খাদ মিশিয়ে তবেই গহনা বানানো হয়। আর খাদ মেশানো সোনার বিশুদ্ধতা যাচাই হয় ২২ ক্যারেট বা ১৮ ক্যারেটের মাপে। ২২ ক্যারেট সোনা মূলত ৯১.৬৭ শতাংশ খাঁটি আর অন্যদিকে ১৮ ক্যারেট সোনা ৭৫ শতাংশ খাঁটি। সোনার সঙ্গে অন্যান্য ধাতুর মিশ্রণের পরিমাপের উপর এই ক্যারেটের ভাগ নির্ভর করে। অন্য ধাতু মেশালে পরেই গহনা টেকসই হয়। দামের দিক থেকে ২৪ ক্যারেট সোনার দাম সবথেকে বেশি। তার থেকে ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম খানিক।
সোনার সঙ্গে অন্য কী ধাতু মেশানো হচ্ছে তার উপর নির্ভর করেই সোনার রং বদলে যায়। যেমন White Gold-এর ক্ষেত্রে সাধারণত রূপো বা প্যালাডিয়াম ব্যবহার করা হয়। রোজ গোল্ড তৈরিতে ব্যবহার হয় তামা।
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।