Duare Sarkar: দুর্গম এলাকায় ফের দুয়ারে সরকার, কবে হবে? তারিখ ঘোষণা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: সন্দেশখালির মিশন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল। সেই মঞ্চ থেকে দুয়ারে সরকার নিয়ে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: ২৬ জানুয়ারি দুর্গম এলাকায় ফের দুয়ারে সরকার (Duare Sarkar) হবে। মূলত কাস্ট সার্টিফিকেটের জন্য পরিষেবা প্রদানের কর্মসূচি নেওয়া হচ্ছে। সোমবার সন্দেশখালি থেকে এমনটাই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ফের দুয়ারে সরকার: সোমবার সন্দেশখালির মিশন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল। সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, "২৬ জানুয়ারির পর, মুখ্যসচিবকে বলব। প্রত্যন্ত এলাকায় যাতে যেতে সমস্যা হয়, তাদের আরেকটা দুয়ারে সরকার করার জন্য। বিশেষ করে কাস্ট সার্টিফিকেটের জন্য। এই সমস্ত মানুষরা যাতে সময়মতো সুযোগ পায়। মনে করি, জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। কারণ ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা হবে।''
সন্দেশখালিকাণ্ডের প্রায় এক বছর পর গতকাল শেখ শাহজাহানের এলাকায় পা রাখেন মুখ্য়মন্ত্রী। সোমবার সেই সন্দেশখালি থেকে তিনি বলেন, "সবাই ভাল থাকবেন। আর মিলেমিশে থাকবেন। কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন কোনও মেয়েরা, কেউ ডাকল আর চলে গেল, সেটাও যাবেন না। আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার। সরকার 'দুয়ারে সরকার' করবে। আপনার দরজায় আসবে। আপনি তাকে বলবেন। সে আপনার কাজটা দেখবে। আর কেউ যদি আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো সবটাই ভাঁওতা। মিথ্যে বেশিদিন চলে না। মিথ্যেটাও একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে। আমার মনে নেই। আমি ভুলে গেছি। আমি মনে রাখতে চাই সন্দেশখালির মেয়েরা-ছেলেরা তারা এক নম্বর স্থানে আসুক। তারা ভারতবর্ষে এক নম্বর হোক। তারা সারা বিশ্ব জয় করুক। সারা বিশ্বে এক নম্বর হোক।''
গত ৫ জানুয়ারি, রেশন দুর্নীতির তদন্তে, সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে রক্তাক্ত হতে হয় ED-র আধিকারিকদের। ভাঙচুর করা হয় কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। মহিলাদের ধর্ষণ থেকে শুরু করে শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতনের ভুরি ভুরি অভিযোগ ওঠে। সেই সময় আন্দোলনকারীরা চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী একবার এলাকায় আসুন। ভোটের প্রচারে বারাসাতে গিয়ে পরে সন্দেশখালি যাবেন বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালি ইস্যু রাজ্য সরকারের ঘুম কেড়ে নিলেও, বসিরহাট লোকসভা কেন্দ্র এবং হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীরা জয়ী হন। সেই সন্দেশখালিতেই আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।