Gold Silver Price: লক্ষ্মীবারে সস্তায় সোনা কেনার সুযোগ, আজ কত কমল দাম ? দেখুন রেটচার্ট
Gold Price Today on 23 January: সোনা কিনতে গিয়ে এতদিন পকেটে টান পড়ছিল। হু হু করে বেড়ে চলছিল সোনার দাম। আজ লক্ষ্মীবারে ২৩ জানুয়ারি দাম অনেকটাই কমল সোনার। বাংলার বাজারে সোনার দাম সস্তা হল আজ।

Gold Rate: সোনা কিনতে গিয়ে এতদিন পকেটে টান পড়ছিল। হু হু করে বেড়ে চলছিল সোনার দাম। আজ লক্ষ্মীবারে ২৩ জানুয়ারি দাম অনেকটাই কমল সোনার। বাংলার বাজারে সোনার দাম (Gold Silver Price) সস্তা হল আজ। গতকাল যেখানে ২৪ ক্যারাট সোনার দাম ছিল প্রতি গ্রামে ৭৯৯৯ টাকা, সেখানে এই দাম আজ হয়েছে গ্রামে ৭৯৯০ টাকা। ফলে অনেক কম খরচে সোনা (Gold Price) কেনার সুযোগ রয়েছে আজ। দোকানে যাওয়ার আগে দেখে নিন আজকের রেটচার্ট।
আজকের সোনা-রুপোর দর (২৩ জানুয়ারি, ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭৯৯০ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭৫৯৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৭২৭০ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৬২৩৫ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ৯১,০২৯ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
সোনার একাধিক শ্রেণিবিভাগ। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় গয়না গড়ানো হয় না সাধারণত। বার ও কয়েন হয়ে থাকে। সাধারণত ২২ ক্যারেটের সোনাই গয়নার সোনা । যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও হয়। হিরে বা পাথর সেটিংয়ের গয়নায় ব্যবহার হয় এগুলি। এছাড়া বাজারে এসেছে পকেন্টফ্রেন্ডলি সোনার হালকা গয়না । সেগুলি কম ক্যারাটের সোনা দিয়ে তৈরি হয়।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
(*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।)
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )
আরও পড়ুন: Jio Recharge: ডেটা ছাড়া সস্তায় পাবেন আনলিমিটেড কলিং, জিও আনল নতুন রিচার্জ প্ল্যান






















