Gold Price: আরও কমল সোনার দাম, ১ সপ্তাহে কয়েক হাজার টাকা সস্তা হয়েছে সোনা ! মঙ্গলে ১ ভরিতে কত খরচ বাঁচবে ?
Gold Rate Today on 29 July: গত শনিবারে সপ্তাহের শেষে এসে ২৪ ক্যারাট সোনার দাম ছিল গ্রাম পিছু ৯৭৯৩ টাকা আর ২২ ক্যারাট সোনার দাম ছিল প্রতি গ্রামে ৯৩০৫ টাকা। এই দামের থেকে অনেকটাই কমেছে আজকের সোনার দাম।

Gold Price: সোনা রুপোর দাম এই সপ্তাহের শুরু থেকেই আবার কমতে শুরু করেছে। গতকাল সোমবার সপ্তাহের প্রথম দিনে বেশ খানিকটা কমেছিল সোনার দাম। আর আজ মঙ্গলবার ২৯ জুলাই এই দাম আরও কমল। সোনার দামে (Gold Price Today) আরও পতন। গতকালের থেকেও ১ গ্রামে প্রায় ১০০ টাকা কমে গিয়েছে দাম। রুপোর দাম কিন্তু অন্যদিকে বেড়ে গিয়েছে আবার। গত শনিবারে সপ্তাহের শেষে এসে ২৪ ক্যারাট সোনার দাম ছিল গ্রাম পিছু ৯৭৯৩ টাকা আর ২২ ক্যারাট সোনার দাম ছিল প্রতি গ্রামে ৯৩০৫ টাকা। এই দামের থেকে অনেকটাই কমেছে আজকের সোনার দাম।
তবে আজ সকালে সোনার দাম দু'বার বদলে গিয়েছে। সকাল ১০টা ২০ মিনিটে যা দাম ছিল তার থেকে বেলা ১১টা ৫০ মিনিটে এসে সেই দাম আরও খানিক বেড়ে যায়। এখন দোকানে গেলে ১ ভরিতে কত খরচ হবে দেখে নিন নতুন রেটচার্টে।
আজকের সোনার দাম (২৯ জুলাই, ২০২৫ বেলা ১১টা ৫০ মিনিটে )
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৯৮০০ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৯৩১০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৮৯১৮ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৭৬৪৫ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১,১৩,৫৭৬ |
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
আজ সকালে আরও সস্তা ছিল দাম (২৯ জুলাই, ২০২৫ সকাল ১০টা ২০ মিনিট )
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৯৭২২ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৯২৩৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৮৮৪৭ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৭৫৮৫ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১,১৩,৭৪৫ |
দেশে সোনা কেনাকে শুভ হিসাবে ধরা হয়
ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন।
সোনার গয়না কেনার সময় হলমার্ক দেখে নেওয়া জরুরি
হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে।






















