Gold Price Today: সোনার দামে বড় চমক চতুর্থীতে ! কিনতে গেলে কত দাম দিতে হবে আজ ?
Gold Silver Price Today: সোনার দামে বদল চতুর্থীতে ! আজকের সোনার দাম কত যাচ্ছে, দেখুন একনজরে

কলকাতা: একেই পুজোর মরশুম। নিজের জন্য উপহার, বিয়ের জন্য গয়না হোক কিংবা বিনিয়োগে, সর্বক্ষেত্রেই সোনা শুভ বলেই গণ্য হয়। কারণ শেয়ার বাজার হোক কিংবা সিন্দুকে রাখা সোনা, আপনার অর্থের বহর বাড়াবে বই কমাবে না। সেদিক থেকে দেখতে গেলে সম্প্রতি সোনার দামের গ্রাফ তির্যক। উর্ধ্বমুখী। আজ কোথা গিয়ে দাঁড়াল, দেখুন একনজরে।
উল্লেখ্য, গতকাল ২৪ সেপ্টেম্বর ২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রামের দাম ছিল ১১৩৬২ টাকা। বুধবার ২২ ক্যারেট (কিনতে গেলে) দাম পড়ছিল ৭৯৫ টাকা। এবং২২ ক্যারেট (বেচতে গেলে) দাম পড়ছিল ১০৩৩৯ টাকা। রুপো (৯৯৯) ১ কেজির দাম ছিল গতকাল ১৩৫০৭৩ টাকা। সেদিক থেকে আজকের সোনা ও রুপোর দামে ফের বদল ধরা পড়ল।
আজকের সোনার দাম (২৫ সেপ্টেম্বর, ২০২৫)
| সোনা | ওজন | দাম |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১১২৭০ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১০৭০৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১০২৫৫ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৮৭৯০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১৩৪৮৮৮ |
১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
সোনা কেনার সময় কী কী নজরে রাখবেন
সার্টিফায়েড সোনা কিনা দেখে নিন। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের পক্ষ থেকে সার্টিফাই করা ছাড়া সোনা কিনবেন না। সোনার বিশুদ্ধতা সাধারণত ক্যারেটে মাপা হয়। কত ক্যারেটের সোনা কিনছেন ভাল করে দেখে নিন। সোনার গয়নার মেকিং চার্জ সম্বন্ধেও অবহিত থাকুন। গয়না কেনার সময় গয়নার নকশা ও বেশ কিছু বিষয়ের উপর মেকিং চার্জ নির্ভর করে থাকে। তাই মেকিং চার্জ সহ কতটাকা আপনি দিচ্ছেন, সেটা ভাল করে জেনেনিন। সোনা বিক্রির নিয়ম নিয়েও নজরে রাখুন। সোনার গয়না কেনার সময় বাই-ব্যাক পলিসি সম্বন্ধে অবহিত থাকবেন। বিক্রেতাদের থেকে জেনে নিন, ভবিষ্যতে আপনি চাইলে জুয়েলার্সের কাছে এই সোনা বিক্রয়ের ক্ষেত্রে কতটাকা হাতে পাবেন।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















