News Live :বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট
News Live Updates: দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: দেড়দিন পরেও এখনও জমা জল ! দুর্যোগের পরেও দুর্ভোগে নাকাল কলকাতা। পুজোর মুখে মাথায় হাত ব্যবসায়ীদের। কলেজ স্ট্রিটে কয়েক লক্ষ টাকার বই নষ্ট। খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুমিছিল। নাগরিকদেরই দায়ী করলেন মেয়র পারিষদ। ৫ ঘণ্টার বৃষ্টিতেই বিপর্যস্ত কলকাতা। জলে ডুবে-বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুমিছিল। ফের মুখ্যমন্ত্রীর নিশানায় ডিভিসি-সিইএসসি। সরকারি-ই দায়ী, পাল্টা শুভেন্দু। নেতাজিনগরে জমা জলে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। সরকার-সিইএসসির সাহায্য ফেরাল মৃতের পরিবার। বিজেপিকেও প্রত্যাখ্যান।বৃষ্টি থেকে রেহাই নেই পুজোর। ফের দুর্যোগের ভ্রুকুটি। কাল থেকে নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ। পঞ্চমীতে বাড়বে বৃষ্টি, অষ্টমীতে ফের নিম্নচাপের আশঙ্কা। অবশেষে প্রকাশিত ২০২৩-এর প্রাথমিক টেট-এর ফল। আপাতত ৩ মাস মিঠুনকে নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য করতে পারবেন না কুণাল ঘোষ।
HC: বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট
বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট, রাজ্য সরকার, কলকাতা পুরসভা এবং CESC-র রিপোর্ট তলব
রিপোর্ট তলব করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ
Hoogly News: হুগলির শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লি রোডের উপর গাড়িতে আগুন
হুগলির শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লি রোডের উপর গাড়িতে আগুন, একটি চালের গাড়িতে আগুন বলে খবর স্থানীয়সূত্রে, গাড়িটি বর্ধমান থেকে খিদিরপুরের দিকে যাচ্ছিল






















