Gold Rate: রেকর্ড গড়ল সোনার দাম, ১০ গ্রামের মূল্য কত হল ?
Gold Price Today: সর্বকালীন রেকর্ড গড়ল সোনার দাম। আজ এক ধাক্কায় সোনার দাম বৃদ্ধি হল অনেকটাই।
Gold Price Today: সর্বকালীন রেকর্ড গড়ল সোনার দাম। আজ এক ধাক্কায় সোনার দাম বৃদ্ধি হল অনেকটাই। বিশ্বব্যাপী সোনার চাহিদার কারণে আজ সোনার বার, সোনার বিস্কুট, সোনার গহনার দাম লাফিয়ে বেড়েছে । যদিও দেশে বিয়ের মরসুমে এই সোনার দাম বাড়ায় বিপাকে পড়ছেন বহু পরিবার।
Gold Rate: আজ সোনার দাম কত ?
সোনার দাম ইতিহাসে এই প্রথমবার ৫৭,০০০ টাকা ছাড়িয়েছে। আজ সোনার বাজারে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সোনা সর্বকালের সেরা উচ্চতায় পৌঁছেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম আজ প্রতি ১০ গ্রামে ৫৭০৩০ টাকায় চলে এসেছে। একদিনে ২১৫ টাকার বৃদ্ধির সঙ্গে এতে ০.৩৮ শতাংশের বৃদ্ধি দেখা যাচ্ছে। আজ ব্যবসা শুরুর প্রথম মিনিটেই সোনায় সর্বোচ্চ ৫৭০৪৬ টাকা পর্যন্ত উঠতে দেখা গেছে। MCX-এ এই সোনার দাম ফেব্রুয়ারির ফিউচারের জন্য দেখা যায়।
Silver Price Today: আজ রূপোর ব্যবসা কেমন ছিল?
আজ রূপোর দামে বৃদ্ধি দেখা যাচ্ছে। রূপো আজ ৩১৬ টাকা বা ০.৪৬ শতাংশ বৃদ্ধির সঙ্গে প্রতি কেজি ৬৮২৮০ টাকায় লেনদেন করছে। গত সপ্তাহে রূপো ৭০,০০০ টাকার স্তরও অতিক্রম করেছিল। তবে এখন সেই স্তর থেকে অনেকটাই কমেছে এই মূল্যবান ধাতু। MCX-এ রূপোর এই দামগুলি মার্চের ফিউচারের জন্য ধরা হয়েছে।
Silver Rate: আজ সোনা ও রূপোর দামে লাফ দেখা যাচ্ছে
বিশ্ববাজারে সোনা ও রূপার দামও প্রচণ্ড গতিতে লেনদেন হচ্ছে। আজ, কম্যাক্সে সোনা 5.55 ডলার বা 0.30 শতাংশ বৃদ্ধির সঙ্গে 1934.95 ডলার প্রতি আউন্সে লেনদেন করছে। এ ছাড়া রুপার চাকচিক্যও বেড়েছে। রূপো কম্যাক্সে 0.42 শতাংশ বেড়ে 23.652 ডলার প্রতি আউন্সে উঠে গিয়েছে।
Petrol Diesel Price: বিশ্ববাজারে কতটা বাড়ল অপরিশোধিত তেলের দাম ?
ভারতে প্রতিদিন পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা করে তেল সংস্থাগুলি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে এই মূল্য নির্ধারণ করা হয়। আজ 24 জানুয়ারি, 2023 অর্থাৎ মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আজ, ব্রেন্ট ক্রুড 0.64 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এখানে ব্যারেল প্রতি 88.19 ডলারে লেনদেন করছে ব্রেন্ট ক্রুড। একই সময়ে WTI অপরিশোধিত তেলের দামে 0.01 শতাংশের সামান্য বৃদ্ধি পেয়েছে। আজ ব্যারেল প্রতি 81.63 ডলারে লেনদেন হচ্ছে অপরিশোধিত তেল।
Fuel Price Hike: আজ দেশের চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম ?
দিল্লি- পেট্রোল 96.72 টাকা ও ডিজেল প্রতি লিটার 89.62 টাকা
চেন্নাই - পেট্রোল 102.63 টাকা ও ডিজেল প্রতি লিটার 94.24 টাকা
মুম্বই- পেট্রোল 106.31 টাকা ও ডিজেল প্রতি লিটার 94.27 টাকা
কলকাতা- পেট্রোল 106.03 টাকা ও ডিজেল প্রতি লিটার 92.76 টাকা