Gold Silver Price: ভোট পেরোলেই কি আরও বাড়বে সোনা-রুপোর দাম? কী বলছে বাজার
Gold Silver Price: ভোট পেরোলেই সোনা ও রুপোর দাম বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুক্রবার পর্যন্ত সোনা ও রুপোর দাম যা ছিল সামনের সপ্তাহে তা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
কলকাতা: সপ্তাহের শুরুতে সোমবার সোনার (Gold Price Hike) পাশাপাশি বেড়ে গেছিল রুপোর দাম। মঙ্গলবার সোমবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম বেড়ে হয়েছিল গ্রাম প্রতি ৭২১৪ টাকা। ২২ ক্যারাট সোনা বা গহনা তৈরির সোনার দাম ছিল ৬৯৬৯ টাকা। বিক্রয় মূল্য ছিল ২২ ক্যারাটের ৬৫৬৫ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম ছিল ৫৭৪২ টাকা। রূপোর দামও গত সপ্তাহের থেকে বেড়েছিল। সোমবার যা ছিল তার থেকে বেড়ে মঙ্গলবারে হয়েছিল কেজিপ্রতি ৯২ হাজার ৫৯২ টাকা।
দাম বৃদ্ধির এই রেশ ছিল বুধবারও। মঙ্গলবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম আরও বেড়ে হয়েছিল গ্রাম প্রতি ৭২৪২ টাকা। ২২ ক্যারাট বা গহনার সোনার দাম ছিল ৬৯৯৬ টাকা। সোনা বিক্রি করতে গেলে এই ২২ ক্যারাটের দাম মিলছিল ৬৫৯০ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম ছিল ৫৭৬৫ টাকা। অন্যদিকে মঙ্গলবারের মতো বুধবারও বেড়েছিল রুপোর দাম। প্রতি কেজিতে হয়েছিল ৯৪ হাজার ৭১২ টাকা।
তবে লক্ষ্মীবারে বুধবারের থেকে বেশ কিছুটা কমে ২৪ ক্যারাট সোনার দাম হয় গ্রাম প্রতি ৭১৭৭ টাকা। ২২ ক্যারাট বা গয়নার সোনার দাম কমে হয় ৬৯৩৩ টাকা। বিক্রি করতে গেলে ওইদিন ২২ ক্যারাট সোনার দাম পাওয়া যাচ্ছিল ৬৫৩১ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম ছিল ৫৭১৩ টাকা। কমেছিল রুপোর দামও। প্রতি কেজিতে দাম ছিল ৯৩ হাজার ২৩৮ টাকা।
বৃহস্পতিবারে কম থাকলেও শুক্রবার ফের দাম বাড়ে ২৪ ক্যারাট সোনার। গ্রাম প্রতি দাম ছিল ৭২১৫ টাকা। ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম বেড়ে হয় ৬৯৭০ টাকা। বিক্রি করতে গেলে দাম পাওয়া গেছিল ৬৫৪৫ টাকা। আর ১৮ ক্যারাট সোনার দাম ছিল ৫৭৪৩ টাকা। সোনার দাম বাড়লেও কমেছিল রুপোর দাম। প্রতি কেজিতে ছিল ৯২ হাজার ৪২৮।
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সোনার দাম এখান আর কমার কোনও চান্স নেই। অনুমান করা হচ্ছে খুব তাড়াতাড়ি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম পৌঁছে যাবে ৮১ হাজার টাকায়। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে রুপোর দামও। আর কয়েকদিনের মধ্যে প্রতি কেজিতে রুপোর দাম লক্ষ টাকা ছাড়াতে পারে বলেই মত তাঁদের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Gold Price Today: ভোটের আগের দিনে কী হল সোনার দামে ? আজ সোনা কিনলে খরচ কত হবে ? দেখুন রেটচার্টে