Gold Silver Price: লক্ষ্মীবারে বড় সুযোগ ! আজ সোনা কিনলে খরচ কত কমবে ?
Gold Price in Bengal: আজ বৃহস্পতিবার দাম কত হল সোনার (Gold Rate Today)? বুধবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম আজ কমে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭১৭৭ টাকা।
Gold Rate Today: সোনার দাম যে হারে বাড়ছিল আবার তাতে খানিক স্বস্তি মিলল লক্ষ্মীবারে। আজ বৃহস্পতিবার ৩০ মে কমে গেল সোনার দাম। গতকালের থেকেও আজ বেশ খানিকটা সস্তায় মিলবে সোনা। এই সুযোগে সোনা কিনতে চান ? দোকানে যাওয়ার আগে রেটচার্টে নজর রেখে যান।
লক্ষ্মীবারে কী বদল সোনার দামে
আজ বৃহস্পতিবার দাম কত হল সোনার (Gold Rate Today)? বুধবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম আজ কমে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭১৭৭ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম কমে হয়েছে ৬৯৩৩ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৫৩১ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৭১৩ টাকা। আজ আবার কমে গিয়েছে রুপোর দাম। বৃহস্পতিবার সপ্তাহের চতুর্থ দিনে রুপোর দাম প্রতি কেজিতে ৯৩ হাজার ২৩৮ টাকা।
আজকের সোনার দর (৩০ মে, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭১৭৭ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৬৯৩৩ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৫৩১ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৭১৩ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৯৩,২৩৮ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
সোনার দামে হেরফের
সোনার দামও পেট্রোল ডিজেলের দামের মত প্রতিদিনই ওঠানামা করে। সোমবার গ্রাম প্রতি ৩০ টাকা বেড়েছিল ২৪ ক্যারাট সোনার (Gold Rate Today) দাম। আর বুধবার সেই দাম খানিকটা কমে। বৃহস্পতিবারও দাম কমেছে ১৪ টাকা। দাম কমার ধারা বজায় ছিল এতদিন। সেই ধারা বাজারে আবার ফিরে এসেছে। গত সপ্তাহের সোমবার এসে আরও বেড়েছিল সোনার (Gold Rate Today) দাম। কিন্তু আজ বৃহস্পতিবার বেশ কিছুটা কমে গিয়েছে দাম। কিনতে গেলে কম খরচ হবে সোনার দামে। কিন্তু এই দাম কমার ধারা আজ খানিক ব্যাহত হল। ২৯ মে বুধের বাজারে ফের দাম বাড়ল সোনার। কিন্তু আজ বৃহস্পতিবার ফের সোনার দাম কমতে দেখা গেল বাংলায়।
আরও পড়ুন: Gold Rate: ৮১ হাজারে পৌঁছবে সোনা ! পাল্লা দিয়ে বাড়ছে দাম