Gold Price : লক্ষ্মীপুজোয় ঘরে আনবেন সোনা ? আজ ফের দাম বেড়ে কত হল গোল্ড রেট ?
Gold Rate Today : কলকাতা সহ রাজ্যে বদলে গিয়েছে সোনার রেট (Gold Price)। জেনে নিন, আজ কিনলে কততে পাবেন সোনা।

Gold Rate Today : লক্ষ্মীপুজোর (Laksmi Puja 2025) দিনই আজ বাড়ল সোনার দাম। কলকাতা সহ রাজ্যে বদলে গিয়েছে সোনার রেট (Gold Price)। জেনে নিন, আজ কিনলে কততে পাবেন সোনা।
অনেকেই মা লক্ষ্মীকে সোনা নিবেদন করেন। কেউ আবার লক্ষ্মী পুজোর আগে সোনা কেনেন সমৃদ্ধির জন্য। তবে সোনার দাম ক্রমেই বেড়ে চলেছে। সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে একেক শহরে সোনার দাম একের রকম। তবে গয়না গড়াতে গেলে মনো রাখবেন সোনার এই দামের সঙ্গে যুক্ত হবে জিএসটি, সেই সঙ্গে গয়নার মেকিং চার্জও। কেউ আবার পুরনো গয়না বিক্রি করে নতুন গয়না কেনেন। তখন অনেক ক্ষেত্রে খাদের মূল্য বাদ যায়। জেনে নেওয়া যাক, আজ বাংলার বাজারে সোনার দাম কত ।
আজকের সোনার দাম ( 8 অক্টোবর, ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১১৮৯৩ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১১৩০০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১০৮২০ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৯২৭৫ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১৫০০১৯ |
ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন।
সোনা কেনার সময় কোন কোন বিষয় খেয়াল রাখবেন?
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে।






















