Small Savings Schemes: স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল সরকার, কোন কোন স্কিমে বৃদ্ধি ?
স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল সরকার, কোন কোন স্কিমে বৃদ্ধি ?
Investment : স্বল্প সঞ্চয়ে (Small Savings Schemes) ফের সুদের হার বৃদ্ধি করল সরকার। শুক্রবার 3 বছরের টাইম ডিপোজিট (Post Office Time Deposit), সুকন্য সমৃদ্ধি যোজনার (Sukanya Samriddhi Yojna) ও ৫ বছরের রেকারিং ডিপোজিটের হার বৃদ্ধি করা হয়েছে। বাকি সরকারি স্বল্প সঞ্চয়ে প্রকল্পে সুদের হার (Interest Rates) অপরিবর্তিত রাখা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, পিপিএফ-এ (PPF) সুদের হার 7.1 শতাংশ, NSC-তে 7.7 শতাংশ এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 8.2 শতাংশে একই রাখা হয়েছে।
অর্থ মন্ত্রক শুক্রবার এক বিবৃতিতে বলেছে, "বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার 2023-24 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের জন্য 1 জানুয়ারি, 2024 থেকে শুরু করে এবং 31 শে মার্চের জন্য সংশোধন করা হয়েছে।"
স্বল্প সঞ্চয় প্রকল্পের সর্বশেষ সুদের হার:
জানুয়ারি-মার্চ 2024 ত্রৈমাসিকের জন্য সুদের হার
সেভিংস ডিপোজিট : 4 শতাংশ
1-বছরের পোস্ট অফিস টার্ম ডিপোজিট: 6.9 শতাংশ
2-বছরের পোস্ট অফিস টার্ম ডিপোজিট: 7.0 শতাংশ
3-বছরের পোস্ট অফিস টার্ম ডিপোজিট: 7.1 শতাংশ আগে ছিল 7.0 শতাংশ
5-বছরের পোস্ট অফিস টার্ম ডিপোজিট: 7.5 শতাংশ
5-বছরের রেকারিং ডিপোজিট: 6.7 শতাংশ (6.5 শতাংশ আগে)
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): 7.7 শতাংশ
কিষাণ বিকাশ পত্র: 7.5 শতাংশ (115 মাসে ম্যাচিওর হবে)
পাবলিক প্রভিডেন্ট ফান্ড: 7.1 শতাংশ
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট: 8.0 শতাংশ থেকে হয়েছে 8.2 শতাংশ সুদ
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: 8.2 শতাংশ
মান্থলি ইনকাম অ্যাকাউন্ট : 7.4 শতাংশ।
Bank News: বেশি সুদের (Interest Rate) আশায় হতে পারে লোকসান (Loss)। নিরাপদ জায়গায় টাকা না রাখলে লাভ তো দূর জমাও ফেরত পাবেন না। সম্প্রতি দেশবাসীকে তিন সবথেকে নিরাপদ ব্যাঙ্কের নাম জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।
দেশবাসীকে সতর্ক করেছে রিজার্ভ ব্যাঙ্ক
আজকাল এমন মানুষ কমই আছে যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। অনেকেরই আলাদা স্যালারি অ্যাকাউন্ট থাকে। কেউ আবার পরিবারের জন্য আলাদা সেভিংস অ্যাকাউন্ট করেন। প্রত্যেকে তাদের অর্থ ব্যাঙ্কে জমা করে, যাতে এই অর্থ সময়মতো কাজে লাগে। কিন্তু কখনও কখনও এমনও হয়, যখন ব্যাঙ্ক নিজেই দেউলিয়া হয়ে যায়। এই অবস্থায় আমানতকারীদের সমস্যা বাড়ে, তাদের টাকা নষ্ট হয়। তবে এখন আপনার চিন্তা করার দরকার নেই, কারণ আরবিআই দেশের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকা ঘোষণা করেছে। এতে আপনার টাকা নিরাপদ থাকবে।
Bank News: এগুলি দেশের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্ক
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) Domestic Systemically Important Banks 2022 নামে একটি তালিকা প্রকাশ করেছে ৷ অর্থাৎ, দেশীয় ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ব্যাঙ্কগুলি৷ তালিকায় রয়েছে দেশের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কগুলির নাম। RBI ঘোষিত সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকায় একটি সরকারি এবং 2টি বেসরকারি ব্যাঙ্কের নাম রয়েছে। তার মধ্যে সরকারি ক্ষেত্রের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) নাম রয়েছে। এছাড়া বেসরকারি খাতের ২টি ব্যাঙ্ক এই তালিকায় রয়েছে। এর মধ্যে রয়েছে HDFC ব্যাঙ্ক এবং ICICI ব্যাঙ্কের নাম ।