Govt. on Multiple Sim: সাবধান! এই সংখ্যার বেশি মোবাইল সিম রয়েছে ? আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার
Govt. on Multiple Sim: আর্থিক অপরাধ, বিরক্তিকর কল, স্বয়ংক্রিয় কল ও প্রতারণামূলক কলের ঘটনা বাড়তে দেখেই এই কড়া সিদ্ধান্তের পথে হাঁটছে সরকার।
Govt. on Multiple Sim: আর কোনও রেয়াত করবে না সরকার ! আপনার নামে এই সংখ্যার বেশি সিম কার্ড (Mobile Sim Card) থাকলেই ভুগতে হবে। সম্প্রতি মোবাইলের সিম কার্ড নিয়ে এমনই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার(Central Government)।
DoT on Multiple Sim: ঘোষণায় বলা হয়েছে, কোনও ব্যক্তির কাছে ৯টির বেশি সিম কার্ড রাখা যাবে না। কোনওভাবে কারও কাছে ৯টির বেশি সিমের কানেকশন থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। সেই ক্ষেত্রে প্রত্যেকটি সিমের বিষয়ে যাচাই করবে ডিপার্টমেন্ট অফ টেলি কমিউনিকেশন(DoT)। পরবর্তীকালে কোনও সিমের ভেরিফিকেশন না করা থাকলে একটি সিম কার্ড রেখে ওই ব্যক্তির বাকি সব সিমকার্ড নিষ্ক্রিয় করে দেবে কর্তৃপক্ষ। জম্মু-কাশ্মীর ও উত্তরপূর্বের ক্ষেত্রে এই সিম রাখার সংখ্যা সর্বোচ্চ ৬টি।
New Govt. Order: নতুন সরকারি নির্দেশ অনুসারে, ৯টি সিমের ভেরিফিকেশন না থাকলে প্রথমে গ্রাহককে অপশন দেবে department of Telecommunication (DoT)। কোন সিমটি গ্রাহক রাখতে চান তা জানতে চাওয়া হবে কাস্টমারের কাছে। পরবর্তীকালে সেই সিমটি চালু রেখে বাকিগুলি নিষ্ক্রিয় করে দেওয়া হবে। সূত্রের খবর, আর্থিক অপরাধ, বিরক্তিকর কল, স্বয়ংক্রিয় কল ও প্রতারণামূলক কলের ঘটনা বাড়তে দেখেই এই কড়া সিদ্ধান্তের পথে হাঁটছে সরকার। এখানেই শেষ নয়। DoT-এর নির্দেশ অনুসারে, এবার থেকে সিমের বিষয়ে আরও শক্ত হতে হবে টেলিকম অপারেটরদের। কানেকশন নেওয়া সত্ত্বেও ব্যবহার হয় না এরকম সিমগুলিকেও সরাতে বলেছে ডিপার্টমেন্ট অফ টেলি কমিউনিকেশন।
DoT on Multiple Sim: নতুন নির্দেশ অনুযায়ী, কোনও ব্যক্তির সিমে কল ও ডেটা সার্ভিস বন্ধের আগে ৩০ দিন সময় দেওয়া হবে। ইনকামিং কল আসা বন্ধ করার আগে ৪৫ দিন সময় পাবেন গ্রাহক। সেই ক্ষেত্রে তাকে নিজের পছন্দের সিম নম্বর বেছে নেওয়ার সুযোগ দেবে সার্ভিস প্রোভাইডার। এই নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহককে সিমের ভেরিফিকেশন করিয়ে নিতে হবে। অন্যথায় ৬০ দিন পর নিষ্ক্রিয় হয়ে যাবে ওই সিমগুলি।
আরও পড়ুন : Money Mistakes: আপনার আর্থিক বিপর্যয় নিশ্চিত ! নতুন বছরে যদি করেন এই ৫টি ভুল
আরও পড়ুন : EPFO EDLI Scheme Benefits: প্রিমিয়াম না দিয়েই পাবেন ৭ লাখের সুবিধা, জানেন কী এই স্কিম ?