Tax Exemption: NPS-এ বাড়ছে কর ছাড়ের সুবিধে, প্রবীণ নাগরিকদের জন্য কী সুখবর দিতে চলেছে সরকার ?
Tax Benefit: সত্তরোর্ধ্ব নাগরিকদের করের বোঝা খানিক কমাতে ৭৫ বছরের পর থেকে NPS-এ জমানো টাকার উপর কর দিতে হবে না নাগরিককে, এমনটাই জানানো হতে পারে আসন্ন বাজেটে।
NPS Scheme: আগামী মাসের শুরুতেই বাজেট পেশ হতে চলেছে। সেই বাজেটের আগে প্রবীণ নাগরিকদের জন্য কর ছাড়ের সুবিধে দিতে চলেছে সরকার, এমনটাই জানা গেল। ন্যাশনাল পেনশন স্কিমকে আরও জনপ্রিয় করে তুলতে এমনই কিছু পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে ৭৫ বছরের বেশি বয়সী নাগরিকদের NPS-এ বিনিয়োগ এবং টাকা তোলার ক্ষেত্রে কর মকুব করা হতে পারে আগামীদিনে।
পেনশন তহবিল নিয়ন্ত্রক বা PERDA চেয়েছে কর ছাড়ের ক্ষেত্রে EPFO-র সঙ্গে NPS-এও সমতা বজায় রাখতে। এমনকী নিয়োগকর্তাদের যে বিনিয়োগ সেখানেও কর ছাড়ে যাতে সমতা থাকে, সে বিষয়ে ভাবনাচিন্তা চলছে। কর ছাড়ের সুবিধের বিষয়টি নিয়ে বাজেটে যে কথা হতে পারে, সে ব্যাপারেও ধারণা করেছে PERDA। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করবেন। এটাই তাঁর ষষ্ঠ বাজেট হতে চলেছে।
বর্তমানে কোনও সংস্থায় কর্মরত ব্যক্তিদের NPS-এ বিনিয়োগের ক্ষেত্রে সংস্থার তরফে যে অবদান তাতে মূল বেতন এবং ডিএ-র ১০ শতাংশ পর্যন্ত কর মকুবের আওতায় পড়ে। কিন্তু অন্যদিকে একই বিনিয়োগে ১২ শতাংশ 'কর্পাস' করমুক্ত বলে ধরা হয় EPFO-তে। NPS কে জনপ্রিয় করে তুলতে এবং সত্তরোর্ধ্ব নাগরিকদের করের বোঝা খানিক কমাতে ৭৫ বছরের পর থেকে NPS-এ জমানো টাকার উপর কর দিতে হবে না নাগরিককে, এমনটাই জানানো হতে পারে আসন্ন বাজেটে। অর্থাৎ ৭৫-এর পর পেনশন চলতে থাকলে বা NPS-এ ট্রানসাকশান হলেও প্রবীণ নাগরিকদের আর ট্যাক্স ফাইল করতে হবে না।
বর্তমানে মোট কর্পাসের ৬০ শতাংশ এক লপ্তে তুলতে চাইলে তা করমুক্ত বলে বিবেচিত হয়। পুরনো কর আইনের আওতায় NPS-এ বিনিয়োগে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধে রয়েছে। আয়কর আইনের ৮০সি ধারার অধীনে এই কর ছাড় পাওয়া যায়।
সম্প্রতি পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির (PERDA) পক্ষ থেকে NPS-এ টাকা তোলার নিয়মে কিছু রদবদল করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে এই নিয়ম। এই নতুন অনুসারে NPS-এ বিনিয়োগকারীরা তাদের ফান্ডে সংস্থার বিনিয়োগ ব্যতীত যে টাকা রয়েছে তাঁর মাত্র ২৫ শতাংশই এক লপ্তে তুলতে পারবেন। আংশিক আমানত বিভিন্ন কারণে তুলতে পারবেন (Partial Withdrawl) গ্রাহকেরা। মূলত এই কারণগুলিকেই স্থিরীকরণ করা হয় এই নতুন নিয়মে। সন্তানের বিবাহ, নিজের ব্যবসা শুরু করা, বাড়ি না থাকলে বাড়ি কেনা ইত্যাদি কিছু নির্দিষ্ট বিষয় বাদে অন্য কোনও কারণে এক লপ্তে টাকা তোলা যাবে না বলেই জানা গিয়েছে।
সূত্র - এবিপি লাইভ