(Source: ECI/ABP News/ABP Majha)
Cryptocurrency Bill 2021: শীতকালীন অধিবেশনে আসছে ক্রিপ্টোকারেন্সি বিল, দেশে নিষিদ্ধ বেসরকারি ডিজিটাল মুদ্রা ?
Cryptocurrency Bill 2021: এই বিলের মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) স্বীকৃত ডিজিটাল কারেন্সি বা মুদ্রা আনার সুবিধাজনক পরিবশে তৈরি করতে চলেছে সরকার।
নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশনে সরকার 'The Cryptocurrency & Regulation of Official Digital Currency Bill, 2021' পেশ করবে। এই বিলের মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) স্বীকৃত ডিজিটাল কারেন্সি বা মুদ্রা আনার সুবিধাজনক পরিবশে তৈরি করতে চলেছে সরকার। পাশাপাশি সব বেসরকারি ক্রিপটোকারেন্সিকে ভারতে নিষিদ্ধ করা হবে।
ক্রিপ্টোকারেন্সি নিয়ে হাই লেভেল মিটিংয়ের পরই দ্রুত ব্যবস্থার পথে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্রের খবর, আসন্ন শীতকালীন অধিবেশনেই সংসদে আনা হবে 'The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021' । আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। সেখানে আগেই তিনটি কৃষি আইন প্রত্যাহারের কথা দিয়েছে সরকার। এই অধিবেশনেই আনা হবে ক্রিপ্টো বিল।
রিপোর্ট বলছে, ভারতে রিজার্ভ ব্যাঙ্কের অধীনে ডিজিটাল অফিশিয়াল কারেন্সি নিয়ে আসবে সরকার। সব ধরনের বেসরকারি ক্রিপ্টো কারেন্সি নিষিদ্ধ করা হবে ভারতে। তবে টেকনোলজির উন্নতি সাধনে কিছু ক্ষেত্রে ক্রিপ্টো ব্যবহারে ছাড় দেওয়া হতে পারে। মূলত, ক্রিপ্টো কারেন্সির নেতিবাচক দিকের কথা ভেবেই এই বিল আনার সিদ্ধান্ত নিয়েচে সরকার। এর আগেও ক্রিপ্টো নিয়ে সরাসরি বিনিয়োগকারীদের সতর্ক করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)।
সম্প্রতি ক্রিপ্টো কারেন্সি নিয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে তিনি বলেন, এই বিষয়ে সব গণতান্ত্রিক দেশগুলিকে একত্র হয়ে কাজ করতে হবে। যাতে এই কারেন্সির ব্যবহার ভুল হাতে না যায়, সেই দিকে নজর দিতে হবে। এর মাধ্যমে যুব প্রজন্মকে ভুল প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। অস্বচ্ছ বিজ্ঞাপন দেখিয়ে যুব প্রজন্মকে ভুল পথে চালনা করা হচ্ছে। যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
দেশের বর্তমান অর্থ ব্যবস্থা বলছে, ক্রিপ্টো কারেন্সি নিয়ে বিজ্ঞাপন করছে বেশ কিছু বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান। যার ফলে বেশি লাভের আশায় এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করছেন অনেকেই। যদিও সরকারি নিয়ন্ত্রণ না থাকায় এই ডিজিচাল মুদ্রায় লগ্নি করতে বারণ করছে সরকার।