GST Council Meeting: সিগারেটের পর এবার পুরনো গাড়ি বিক্রিতেও বাড়ল করের বোঝা, কী সিদ্ধান্ত হল ?
GST Rate: রাজস্থানের জয়সলমীরে ২০ এবং ২১ ডিসেম্বরে এই জিএসটি কাউন্সিলের বৈঠক আয়োজিত হয়েছিল। আর এই প্রস্তাব কার্যকর হলে পুরনো ব্যবহৃত বৈদ্যুতিন গাড়ি কেনার দিকে ঝোঁক কমে যাবে গ্রাহকদের।
GST Rate: রাজস্থানের জয়সলমীরে আজ জিএসটি কাউন্সিলের ৫৫তম বৈঠক সম্পন্ন হয়েছে। এই বৈঠকে আশা ছিল যে জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার উপর জিএসটির বোঝা কমানো হবে। কিন্তু আশাভঙ্গ হল গ্রাহকদের। এবারেও প্রত্যাশা পূরণ হল না। শনিবার জিএসটি কাউন্সিল জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর কর কমানোর সিদ্ধান্ত স্থগিত করেছে। জিএসটি বৈঠকের (GST Council Meeting) সঙ্গে যুক্ত আধিকারিকরা এই তথ্য জানিয়েছেন। তবে বিমার প্রিমিয়ামে কর কমানো না হলেও পুরনো বৈদ্যুতিন গাড়ি এবং ব্যবহৃত ছোট আকারের পেট্রোল ও ডিজেল গাড়ি বিক্রির (GST Rate) উপর কর আগের থেকে আরও বাড়াল কেন্দ্র। কেন্দ্রের জিএসটি কাউন্সিলের ফিটমেন্ট কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
রাজস্থানের জয়সলমীরে ২০ এবং ২১ ডিসেম্বরে এই জিএসটি কাউন্সিলের বৈঠক আয়োজিত হয়েছিল। আর এই প্রস্তাব কার্যকর হলে পুরনো ব্যবহৃত বৈদ্যুতিন গাড়ি কেনার দিকে ঝোঁক কমে যাবে গ্রাহকদের। নতুন বৈদ্যুতিন গাড়ি কিনলে তাঁর দামের উপর ৫ শতাংশ জিএসটি ছাড় দেওয়া হয় সবুজ পরিবেশবান্ধব যানবাহনের নিরিখে। আর ব্যবহৃত পুরনো ইভি কিনলে এখন যেখানে ১২ শতাংশ কর আরোপ হগয়, তা এবারে বেড়ে দাঁড়াতে পারে ১৮ শতাংশে। ফলে রিসেল বাজারে চাহিদা কমতে পারে এই ধরনের গাড়ির।
এই জিএসটি কেবলমাত্র গাড়ি বিক্রয়কারীর মার্জিনের উপরেই প্রযুক্ত হয়। এখনকার নিয়ম অনুসারে ১২০০ সিসির বেশি ইঞ্জিনের এবং ৪ হাজার মিমির বেশি দৈর্ঘ্য সম্পন্ন পেট্রোলচালিত গাড়িতে ১৮ শতাংশ জিএসটি কার্যকর হয়। একইভাবে ডিজেল গাড়ির ক্ষেত্রে ১৫০০ সিসির বেশি ইঞ্জিন এবং ৪ হাজার মিমির বড় গাড়িতে ১৮ শতাংশ জিএসটি প্রযুক্ত হয়। আর একইভাবে বৈদ্যুতিন গাড়ির ক্ষেত্রে ১২ শতাংশ জিএসটি কার্যকর হয়। ফিটমেন্ট কমিটি এবার পুরনো বৈদ্যুতিন গাড়ির উপরে ১২ শতাংশের বদলে ১৮ শতাংশ হারে জিএসটি ধার্য করেছে।
জীবনবিমা এবং স্বাস্থ্যবিমায় করের বোঝা এখনও কমেনি
এই বৈঠকেই গ্রাহকরা আশা করেছিলেন যে জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর থেকে জিএসটির বোঝা অল্প হলেও কমবে। কিন্তু সেই আশা পূরণ হয়নি এবারেও। এই কর কমানোর সিদ্ধান্ত স্থগিত করেছে জিএসটি কাউন্সিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন; Gold Rate: সপ্তাহান্তে বড় বদল সোনার দামে, আজ কিনলে খরচ বাড়বে না কমবে ?