Next Gen GST Reforms: অনলাইন গেমিং থেকে এসি-সিগারেট..., জিএসটি সংস্কারের ফলে সস্তা হতে পারে, কোন কোন জিনিস
PM Modi : কর কাঠামো উন্নত করা ছাড়াও ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর করের বোঝা কমানোই জিএসটি সংস্কারের মূল উদ্দেশ্য।।

PM Modi : দীপাবলির আগেই সস্তা হতে পারে অনেক নিত্যদিনের জিনিসের দাম (Price Drop)। ১৫ অগাস্ট লালকেল্লা থেকে সেই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জিএসটি সংস্কারের (GST Reforms) ফলে আগামী দিনে অনেক জিনিসের দাম কমতে পারে। কর কাঠামো উন্নত করা ছাড়াও ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর করের বোঝা কমানোই জিএসটি সংস্কারের মূল উদ্দেশ্য।।
কী করতে চাইছে সরকার
প্রধানমন্ত্রী মোদি তাঁর ভাষণে বলেছেন, দেশবাসীর দৈনন্দিন প্রয়োজনেই কর ও দাম কমানো হবে। বর্তমানে জিএসটির পাঁচটি স্ল্যাব রয়েছ-, যা ০ শতাংশ, ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং সর্বোচ্চ ২৮ শতাংশ। কিন্তু এখন সরকার এটিকে মাত্র ২টি স্ল্যাবে আনতে চায়। শোনা যাচ্ছে, পণ্যের ওপর সেস বাতিল করা হতে পারে। এটি স্থানীয় বিক্রেতা, এমএসএমই এবং গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ২৮ শতাংশ স্ল্যাবে পড়া ৯০ শতাংশ পণ্য ১৮ শতাংশ স্ল্যাবের আওতায় আনা হবে। যদিও ১২ শতাংশ জিএসটি ৫ শতাংশে বদলে যাবে।
এই জিনিসগুলির দাম বাড়বে
সরকার জিএসটির দুটি স্তর রাখতে চাইলেও, বিলাসবহুল ও ক্ষতিকারক পণ্যের উপর জিএসটি হার ৪০ শতাংশে বৃদ্ধি করতে চায়। এর মধ্যে থাকবে পান মশলা, সিগারেট, তামাক, বিলাসবহুল গাড়ি, অনলাইন গেমিংয়ের মতে প্রোডাক্টগুলি।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের খবর- অনলাইন গেমিং ক্ষতিকারক ও বিলাসবহুল পণ্যের শ্রেণির মধ্যে পড়ে, যা রাজস্ব বিভাগ সামাজিক মূল্যবোধের কথা মাথায় রেখে তৈরি করেছে।
কী সস্তা হবে
১- বর্তমানে ৫% থেকে ৫% হারে ধার্য পণ্য ও পরিষেবার উপর ১২% জিএসটি আনার পর, ওষুধ, প্রক্রিয়াজাত খাবার এবং কিছু দুগ্ধজাত পণ্যের পাশাপাশি হোটেল রুম এবং কিছু নির্মাণ সামগ্রীর মতো অনেক প্রয়োজনীয় পণ্য সস্তা হয়ে যাবে।
২- যেসব পণ্য ও পরিষেবার উপর ২৮% জিএসটি ধার্য করা হয়, সেগুলো ১৮% এ আনার পর, যে জিনিসগুলি সস্তা হবে তার মধ্যে রয়েছে এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর এবং সিমেন্ট। বিমা খাতের উপরও জিএসটি হ্রাস আশা করা হচ্ছে।
৩- ২৮% জিএসটি ১৮%-এ আনার ফলে বিশেষ করে ১২০০ সিসির কম ইঞ্জিন বিশিষ্ট চার চাকার গাড়ি এবং ৫০০ সিসির কম ইঞ্জিন বিশিষ্ট দুই চাকার গাড়ির ক্ষেত্রে লাভবান হবেন। ধারণা করা হচ্ছে, এর ফলে আগামী দিনে মারুতি সুজুকি এবং হিরো মোটর কর্পোরেশনের বিক্রি আরও বাড়তে পারে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১ জুলাই ভারতে প্রথমবারের মতো পাঁচটি স্ল্যাবে জিএসটি কার্যকর করা হয়েছিল। এতে, সমস্ত রাজ্য সরকার কর্তৃক আরোপিত কর এবং কেন্দ্রীয় কর একত্রিত করে সারা দেশে একটি একক কর ব্যবস্থা কার্যকর করা হয়েছিল।






















