Mutual Fund: মাসে ১০ হাজারের SIP-তেই ২২ কোটি টাকার রিটার্ন ! এই ফান্ডে দিয়েছে দারুণ মুনাফা; টাকা রেখেছিলেন ?
Flexi Cap Fund: এই ফান্ডে ১০ হাজার টাকার এসআইপি করে বিগত ১০ বছরেই বিনিয়োগকারীরা পেয়েছেন ৩১.৮৪ লক্ষ টাকা। এই সময়ের মধ্যে এই ফান্ডটি ১৮.৭৮ শতাংশ হারে রিটার্ন এনে দিয়েছে।

Flexi Cap Fund: মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটে বিনিয়োগের এক সরল মাধ্যম বলা চলে। সরাসরি স্টক কেনাবেচার বদলে এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে, বলা ভাল ফান্ডে এসআইপি করার মাধ্যমে মাসে মাসে অল্প অল্প করে টাকা জমিয়েও (Mutual Fund) সম্পদ বাড়ানো সম্ভব আর তাঁর স্পষ্ট প্রমাণ দিয়েছে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড। এই ফান্ডে বিগত ৩১ বছরে ১০ হাজার টাকার এসআইপিতে (SIP Investment) দিয়েছে ২১ কোটি টাকার রিটার্ন, বলা ভাল ২১.৫০ কোটি টাকার রিটার্ন। এই ফ্লেক্সিক্যাপ ফান্ডকে ফাইভ স্টার রেটিং দিয়েছে ভ্যালু রিসার্চ এবং মর্নিংস্টার এই দুই ব্রোকারেজ হাউজই।
এই ফান্ডে ১০ হাজার টাকার এসআইপি করে বিগত ১০ বছরেই বিনিয়োগকারীরা পেয়েছেন ৩১.৮৪ লক্ষ টাকা। এই সময়ের মধ্যে এই ফান্ডটি ১৮.৭৮ শতাংশ হারে রিটার্ন এনে দিয়েছে। আর একইভাবে ১০ হাজার টাকার এসআইপিতে গত ৫ বছরের হিসেবে রিটার্ন এসেছে ১০.৪২ লক্ষ টাকা, ২২.৯১ শতাংশ হারে রিটার্ন দিয়েছে এই ফান্ড। অর্থাৎ ৫ বছরে আপনার জমানো ৬ লক্ষ টাকা হয়ে গিয়েছে ১০.৪২ লক্ষ টাকা। আর আজ থেকে ৩ বছর আগে এই ফান্ডে ১০ হাজার টাকা করে এসআইপি শুরু করে থাকলে আপনি আজকের দিনে দাঁড়িয়ে ২০.৮৬ শতাংশ হারে ৪.৮১ লক্ষ টাকা রিটার্ন পেতেন।
কোনও বিনিয়োগকারী যদি এই ফান্ডে বিনিয়োগ করতে চান এবং ফান্ডের শুরুর সময় থেকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে রাখেন এককালীন হিসেবে, তাহলে সেই ১ লাখ টাকা আজ ৩০ বছরে ১৮.৮৩ শতাংশ হারে কম্পাউন্ড হয়ে দিয়েছে ১.৯৬ কোটি টাকার রিটার্ন। ১০ বছর আগে কেউ যদি ১ লক্ষ টাকা এই ফান্ডে রাখতেন তাহলে তিনি আজকের দিনে পেতেন ৪.০১ লক্ষ টাকা, CAGR আসত ১৪.৯০ শতাংশ। ৫ বছর আগে এই ফান্ডে ১ লক্ষ টাকা রাখলে তা হত ৩.৪৯ লক্ষ টাকা ২৮.৪৪ শতাংশ রিটার্ন হারে। আর তিন বছর আগে ১ লক্ষ টাকা রাখলে এই ফান্ড থেকে আপনি আজকের দিনে পেতেন ১.৮৫ লক্ষ টাকা।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপস দিই না।)






















