YouTuber: ইউটিউব থেকে ১ বছরেই পেয়েছেন ৪৬৪ কোটি টাকা ! ২০২৫-এ এখনও পর্যন্ত সবথেকে বেশি আয় এই ইউটিউবারের
Highest Earning YouTuber 2025: এই ইউটিউবার মাঝে মধ্যে কোটি কোটি টাকা মূল্যের জিনিস দানধ্যানও করে থাকেন। ফলে সামাজিক কর্তব্যবোধেও তিনি খুবই জনপ্রিয় লোকের মধ্যে।

Highest Earning YouTuber: আপনি যদি ভেবে থাকেন যে ইউটিউব আদপে একটি বিনোদনের মাধ্যম কেবল, বা অবসর যাপনের মাধ্যম তাহলে আপনি ভুল ভাবছেন। এই প্ল্যাটফর্ম থেকেই এক বছরে কয়েকশো কোটি টাকা উপার্জন করেছেন (Highest Earning YouTuber) এই ইউটিউবার। এক ডাকে সকলেই চেনে তাঁকে। মিস্টার বিস্ট। তাঁর আসল নাম জিমি ডোনাল্ডসন। ফোর্বস এবং সেলিব্রিটি নেট ওয়ার্থের তথ্য অনুসারে ২০২৫ সালে এখনও পর্যন্ত মিস্টার বিস্ট ৫৪ মিলিয়ন ডলার আয় করেছেন তাঁর ইউটিউব চ্যানেল থেকে যা ভারতীয় মুদ্রায় হয় ৪৬৪ কোটি টাকা।
তাঁর চ্যানেলে প্রচুর অদ্ভুত অদ্ভুত স্টান্ট দেখানো হয়, বহু কঠিন চ্যালেঞ্জ নিয়ে তা পাশ করেন মিস্টার বিস্ট এবং তাঁর অনুরাগী দর্শকরা (Highest Earning YouTuber) এর মাধ্যমেই বিনোদন পান। এই ইউটিউবার মাঝে মধ্যে কোটি কোটি টাকা মূল্যের জিনিস দানধ্যানও করে থাকেন। ফলে সামাজিক কর্তব্যবোধেও তিনি খুবই জনপ্রিয় লোকের মধ্যে।
তবে ভারতের ইউটিউবাররাও পিছিয়ে নেই
ভারতের মধ্যে সবথেকে বেশি উপার্জনকারী ইউটিউবার হিসেবে প্রথমেই উঠে আসে টেকনিক্যাল গুরুজির নাম, তাঁর আসল নাম গৌরব চৌধুরী। তাকেই বর্তমানে ভারতের সবথেকে ধনী ইউটিউবার বলা হয়। তাঁর মোট সম্পদের মূল্য বর্তমানে ৩৭৬ কোটি টাকা। টেকনোলজি, মোবাইল ফোন, ইলেক্ট্রনিক্স ডিভাইস ইত্যাদি বিষয়ে ভিডিয়োতে কথা বলেন টেকনিক্যাল গুরুজি ওরফে গৌরব চৌধুরী।
এরপরেই রয়েছে ক্যারি মিনাটির নাম
ভারতে এমন মানুষের সংখ্যা খুবই কম রয়েছে যারা ক্যারি মিনাটির নাম শোনেননি। তাঁর আসল নাম অজয় নাগর। তাঁর মজাদার রোস্টিং ভিডিয়ো এবং গেমিং ভিডিয়োর জন্যই মূলত পরিচিত ক্যারি মিনাটি। বহু বছর ধরে তিনি এই ধরনের ভিডিয়ো বানিয়ে আসছেন। আর ইউটিউবে বর্তমানে ক্যারি মিনাটিকে অনুসরণ করেই বহু ইউটিউবার রোস্টিং ভিডিয়ো বানাচ্ছেন। ভারতের সবথেকে বেশি উপার্জনকারী ইউটিউবারদের মধ্যেই তাঁর নাম উল্লেখ করা হয়ে থাকে।
ফলে ইউটিউব এখন আর ভিডিয়ো দেখার জায়গা হয়ে থেকে যায়নি। এটি মানুষের উপার্জনেরও বড় একটা রাস্তা খুলে দিয়েছে। আর মিস্টার বিস্ট এই কথাটা অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিয়েছেন। আইডিয়া ভাল হলে এবং সেই আইডিয়ার উপরে পরিশ্রম করে নিয়মিত কাজ করে যেতে পারলে ফল মিলবে। কোটি কোটি টাকা রাজস্ব আপনি ইউটিউব থেকে আয় করতে পারেন।






















