Stock Market Today: শেয়ার বাজারে দারুণ লাফ ! সকালেই ১৫০০ পয়েন্ট উঠল সেনসেক্স ! এই স্টকগুলিতে বিপুল মুনাফা
Sensex Today: আজ ১৫ এপ্রিল সকালের বাজারেই সেনসেক্স ১৫০০ পয়েন্ট বেড়েছে, অর্থাৎ ২ শতাংশের উত্থান এসেছে সূচকে। সকাল সাড়ে নয়টা নাগাদ সেনসেক্স সূচক ট্রেড করছিল ৭৬,৭৩৩-এর স্তরে।

Sensex Today: ট্রাম্পের কর আরোপের আবহে রিজার্ভ অফ ইন্ডিয়া দ্বিতীয়বারের জন্য রেপো রেট কমানোর ফলে ভারতের শেয়ার বাজারে বিপুল গতি ফিরে এসেছে। এশিয়ান বাজারেও সবুজ সঙ্কেত দেখা যাচ্ছে। একদিকে ওয়াল স্ট্রিটের বাজারে দারুণ লাফ দেখা যাচ্ছে আর অন্যদিকে ভারতের বাজারে সেনসেক্স নিফটি দুই সূচকই (Stock Market Today) বিপুল মুনাফা দিচ্ছে বিনিয়োগকারীদের। মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনেই বাজারে (Sensex Today) বড় লাফ। সকালেই ১৭৫০ পয়েন্ট উঠেছিল সেনসেক্স, বেলা সাড়ে দশটা নাগাদ তা ১৫০০ পয়েন্ট বেড়ে ট্রেড করতে থাকে। মাত্র ১০ সেকেন্ডেই ৬ লক্ষ কোটির মুনাফা দিল বাজার।
আজ ১৫ এপ্রিল সকালের বাজারেই সেনসেক্স ১৫০০ পয়েন্ট বেড়েছে, অর্থাৎ ২ শতাংশের উত্থান এসেছে সূচকে। সকাল সাড়ে নয়টা নাগাদ সেনসেক্স সূচক ট্রেড করছিল ৭৬,৭৩৩-এর স্তরে। অন্যদিকে নিফটি ৪৭০ পয়েন্ট অর্থাৎ ২.০৬ শতাংশ বেড়ে ২৩,২৯৮ পয়েন্টে ট্রেড করছিল।
ব্যাঙ্ক নিফটিতেও ১১০০ পয়েন্ট লাফ দেখা গিয়েছে আজকের বাজারে। আজ মঙ্গলবার শেয়ার বাজারে সকালের সেশনে টাটা মোটরস, এইচডিএফসি, ভারতী এয়ারটেল, এল অ্যান্ড টি, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার শেয়ারে ব্যাপক লাফ দেখা যাচ্ছে। এই স্টকগুলিতে দারুণ মুনাফা দিচ্ছে বিনিয়োগকারীদের।
সকালেই আজ বাজাজ ফিনান্সের শেয়ারের দাম বেড়েছে ৩.৫ শতাংশ, টাটা মোটরসের শেয়ারের দাম ৫ শতাংশ বেড়েছে। তাছাড়া আজ আইটি, মেটাল, রিয়েলটি সেক্টরের শেয়ারগুলিতেও ব্যাপক লাফ লক্ষ্য করা গিয়েছে।
এশিয়ার বাজারে প্রবল গতি
ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কম্পিউটার এবং অন্যান্য ইলেক্ট্রনিক্সের উপর থেকে আপাতত কর আরোপ স্থগিত রেখেছে। আর তাই ওয়াল স্ট্রিটের সূচকেও বিপুল উত্থান লক্ষ্য করা গিয়েছে। কিছু কিছু গাড়ি নির্মাতা সংস্থাকে সহায়তার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আর সেই খবরে অটো সেক্টরের বেশ কিছু স্টকের দাম হু হু করে বেড়েছে আজকের বাজারে।
অটো স্টকগুলি আজকের বাজারে টপ গেনার্স ধরা যায়। সুজুকি মোটরসের স্টকের দাম আজ ৫.২৮ শতাংশ বেড়েছে। অন্যদিকে হোন্ডা মোটরসের দাম বেড়েছে ৫.৫০ শতাংশ, টয়োটা মোটরসের দামও আজ ৪.৪৮ শতাংশ বেড়েছে।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ । বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )






















