Adani Group: সুইস ব্যাঙ্কে জমানো কোটি কোটি টাকা ! হিন্ডেনবার্গের অভিযোগের কী জবাব দিলেন আদানি ?
Hindenburg Research on Gautam Adani: হিন্ডেনবার্গ অভিযোগ করেছিল যে সুইস ব্যাঙ্কে বিভিন্ন অ্যাকাউন্ট মিলিয়ে ৩১০ মিলিয়ন ডলারেরও বেশি টাকা জমা রেখেছেন আদানি, আর সুইস ব্যাঙ্ক এই টাকা বাজেয়াপ্ত করেছে।
Gautam Adani: আদানি গ্রুপ ও মার্কিনি শর্টসেলার সংস্থা হিন্ডেনবার্গের চাপানউতোর যেন থামতেই চাইছে না। বিতর্কের মধ্যে একের পর এক নয়া মোড় আসছে। আজ থেকে দেড় বছর আগে শুরু হয়েছিল এই হিন্ডেনবার্গ-আদানি (Gautam Adani) বিতর্ক, কিন্তু আজও যেন তাতে ইতি পড়েনি। সম্প্রতি একটি মামলায় আদানি গ্রুপের বিরুদ্ধে ফের অভিযোগ দাখিল করেছে হিন্ডেনবার্গ (Hindenburg Research)। এই সংস্থার বক্তব্য অনুসারে, গৌতম আদানি সুইস ব্যাঙ্কের (Swiss Bank) বিভিন্ন অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা রেখেছেন। তবে এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করে একটি প্রেস বিবৃতি দিয়েছেন গৌতম আদানি।
গতকাল বৃহস্পতিবার আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতমা আদানি নিজের এক্স হ্যান্ডলে এই প্রেস বিবৃতির আপডেট পোস্ট করেছেন সকলের অবগতির জন্য। হিন্ডেনবার্গ অভিযোগ করেছিল যে সুইস ব্যাঙ্কে বিভিন্ন অ্যাকাউন্ট মিলিয়ে ৩১০ মিলিয়ন ডলারেরও বেশি টাকা জমা রেখেছেন আদানি, তবে এই অভিযোগকেই সম্পূর্ণরূপে অস্বীকার ও প্রত্যাখ্যান করেছেন আদানি। এমনকী এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেছেন তিনি।
ফরেন হোল্ডিংয়ে কোনও জটিলতা নেই, বলছেন আদানি
আদানি গ্রুপের চেয়ারম্যান জানিয়েছেন যে তাদের ফরেন হোল্ডিং সম্পূর্ণ স্বচ্ছ, তাতে কোনও আড়াল নেই। বৈদেশিক হোল্ডিংয়ের সমস্ত তথ্যই প্রকাশ্যে আছে এবং এর জন্য সমস্ত নিয়মবিধি মেনে চলেছেন তিনি। আদানি আরও জানিয়েছেন যে সুইজারল্যান্ডের কোনও আদালতে তাদের উপর কোনও বিচারাধীন মামলা নিবন্ধীত নেই। এই ধরনের কোনও আদালতে কোনও গ্রুপ কোম্পানির নাম নথিতে দেখা যায়নি।
আদানির উপর ফের অভিযোগ হিন্ডেনবার্গের
হিন্ডেনবার্গ রিসার্চ প্রতিবেদনে ফের একবার অভিযোগ আনা হয়েছে আদানির উপর। দেড় বছর আগেই এই অভিযোগ এনেছিল হিন্ডেনবার্গ। তবে এবার নতুন অভিযোগ তুলেছে হিন্ডেনবার্গ যে সুইজারল্যান্ডে আদানির বিরুদ্ধে আর্থিক তছরূপ ও সিকিউরিটিজ জালিয়াতির জন্য তদন্ত চলছে। হিন্ডেনবার্গ তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে জানিয়েছে যে সুইস কর্তৃপক্ষ আদানির ৩১০ মিলিয়ন ডলারেরও বেশি টাকা বাজেয়াপ্ত করেছে যা এতদিন পর্যন্ত সুইস ব্যাঙ্কে বিভিন্ন অ্যাকাউন্টে জমানো ছিল। ২০২১ সাল থেকেই নাকি এই বিষয়ে তদন্ত চলছে সুইস আদালতে, এমনটাই মত হিন্ডেনবার্গের। সুইস মিডিয়া আউটলেট গথাম সিটির বরাত দিয়ে হিন্ডেনবার্গ এই অভিযোগ করেছে।
২০২৩ সালের জানুয়ারি থেকেই আদানির উপর অভিযোগ
আদানি গ্রুপের উপর এই অভিযোগ হিন্ডেনবার্গের প্রথম নয়। এই বিতর্ক শুরু হয়েছিল দেড় বছর আগে থেকেই। ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রথম হিন্ডেনবার্গ প্রতিবেদনে আদানির উপর আক্রমণ করা হয়। সেই সময় হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার বাজারের জালিয়াতির অভিযোগ এনেছিল। অনৈতিকভাবে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ উঠেছিল আদানির বিরুদ্ধে।
আরও পড়ুন: Gold Price: আবার বদলে গেল সোনা-রুপোর দাম, সোনায় বিনিয়োগে খরচ কি বাড়বে এবার ?