Layoff: কর্মী ছাঁটাই হবে দেশের সবথেকে বড় FMCG সংস্থাতেও, কাজ হারাবেন ৩২০০ কর্মী
Hindustan Unilever Layoffs: এই সপ্তাহে বুধবার সংস্থার মধ্যে একটি কল চলাকালীন সিনিয়র এক্সিকিউটিভিদের জানানো হয় যে ৩২০০-রও বেশি কর্মীকে এবারে ছাঁটাই করা হবে সংস্থা থেকে।
HUL Layoffs: সঙ্কটে দেশের বৃহত্তম কনজিউমার গুডস সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার। আর এই সঙ্কট কাটাতে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মধ্যে ইউরোপে তাঁর অবস্থানের এক তৃতীয়াংশ কমিয়ে ফেলার পরিকল্পনা (Layoff News) করেছে এই সংস্থা। অর্থাৎ ইউরোপ থেকে এই সংস্থার এক তৃতীয়াংশ অফিসকর্মীকে ছাঁটাই করা হবে। সংস্থার সিইও সঙ্কট থেকে মুক্তি পেতে এই সিদ্ধান্ত নিয়েছেন। সংস্থাকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য কর্মী ছাঁটাই করতে চলেছে হিন্দুস্তান ইউনিলিভার (Hindustan Unilever)। সংবাদমাধ্যম রয়টার্সকে একটি ই-মেলে হিন্দুস্তান ইউনিলিভার সংস্থার পক্ষ থেকে এক আধিকারিক জানিয়েছেন যে আগামী সপ্তাহ থেকেই কর্মীদের সঙ্গে এই বিষয়ে কথা বলা শুরু হবে। যে সমস্ত কর্মীদের ছাঁটাই করা হবে, তাদের সঙ্গেই কথা বলতে শুরু করবে সংস্থা।
এই সপ্তাহে বুধবার সংস্থার মধ্যে একটি কল চলাকালীন সিনিয়র এক্সিকিউটিভিদের জানানো হয় যে ৩২০০-রও বেশি কর্মীকে এবারে ছাঁটাই করা হবে সংস্থা থেকে। তবে ভারতে কোনও কর্মী ছাঁটাই করা হচ্ছে না, ইউরোপের অফিসে ছাঁটাই করা হবে কর্মীদের (Hindustan Unilever Layoffs) আগামী ২০২৫ সালের মধ্যে।
মার্চ মাসে এই FMCG জায়ান্ট সংস্থা তাদের একটি প্রোডাক্টিভিটি ইনিশিয়েটিভের মধ্য দিয়ে এই কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে। এর মাধ্যমে দেখা গিয়েছে সংস্থা থেকে মোট ৭৫০০ কর্মীকে ছাঁটাই করা যেতে পারে। সংস্থার মুখ্য হিউম্যান রিসোর্স অফিসার একটি ভিডিয়ো কল চলার সময় জানিয়েছেন যে এখন থেকে ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত ইউরোপের অফিস থেকে ৩০০০ থেকে ৩২০০ জন কর্মীকে ছাঁটাই করা হবে।
২০২৪ সালের মার্চ মাসে হিন্দুস্তান ইউনিলিভার (Hindustan Unilever Layoffs) তার আইসক্রিম প্রস্তুতকারক অংশটিকে একটি আলাদা সংস্থা হিসেবে মর্যাদা দেওয়ার কথা জানিয়েছিল। গ্লোবাল গুডস কনগ্লোমারেটে খরচ বাঁচানোর উদ্যোগ হিসেবে এই পৃথকীকরণের সিদ্ধান্ত নিয়েছিল এই সংস্থা। হিন্দুস্তান ইউনিলিভার বর্তমানে তাদের অপারেশনস নতুন করে স্ট্রিমলাইন করার কথা ভাবছে, মিড-সিঙ্গল ডিজিটের আন্ডারলাইন গ্রোথ মার্জিন ইমপ্রুভমেন্ট ইত্যাদির চেষ্টা করে চলেছে এই সংস্থা। একটি অফিসিয়াল বিবৃতিতে সংস্থা জানিয়েছিল যে তাদের অভ্যন্তরীণ পুনর্গঠন প্রক্রিয়া চলছে। আগামী ৩ বছরের মধ্যে সংস্থার প্রোডাকশন কস্ট আরও ৮০০ মিলিয়ন ডলার কমানোর লক্ষ্য নিয়েছে হিন্দুস্তান ইউনিলিভার। আর তাই এই উদ্যোগের একটি অন্যতম কর্মকাণ্ড হল এই কর্মী ছাঁটাই।
আরও পড়ুন: Upcoming IPO: ৫০০ কোটির আইপিও আনছে এই সংস্থা, ফের মুনাফার সুযোগ ! কবে আসবে বাজারে ?