2023 Honda SP125: ৮৫,১৩১ টাকা দাম, ভারতে হোন্ডা আনল এই বাইক, কী বিশেষত্ব আছে মডেলে ?
Honda SP125: জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে ভারতে এল 2023 Honda SP125।
Honda SP125: জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে ভারতে এল 2023 Honda SP125। ৮৫,১৩১ টাকায় (এক্স-শোরুম, দিল্লি) শুরু হচ্ছে বাইকের দাম। বাইকটি এখন OBD-2 মেনে চলা বাধ্যতামূলক যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে৷
2023 Honda SP125: কী বৈশিষ্ট্য থাকছে বাইকে ?
নতুন ১০০ এমএম চওড়া পিছনের টায়ার, রিয়েল-টাইম ফুয়েল ইকোনমি ইন্ডিকেটর সহ, ফুল-ডিজিটাল ডিসপ্লে দেওয়া হয়েছে হোন্ডার ১২৫ সিসির বাইকের এই নতুন সংস্করণে। এবার বাইকের দাম বেড়েছে প্রায় ১০০০ টাকা।
Honda SP125: কত শক্তিশালী ইঞ্জিন পাচ্ছে বাইক ?
বাইকের নতুন সংস্করণে একটি ১০.৮ হর্স পাওয়ার, ১০.৯ নিউটন মিটার টর্ক, ১২৩.৯৪ সিসি এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনের সঙ্গে রয়েছে একটি পাঁচ-স্পিডের গিয়ারবক্স।
Honda SP125: নতুন কী পরিবর্তন ?
বডিওয়ার্কে কোনও পরিবর্তন নেই, তবে নতুন সংস্করণে ম্যাট মার্ভেল ব্লু মেটালিক রং রয়েছে বাইকে। বডিওয়ার্কের নিচে আগের মতই ডায়মন্ড ফ্রেম, টেলিস্কোপিক ফর্ক ও টুইন, প্রিলোড-অ্যাডজাস্টেবল রেয়ার শক অ্যাবজরবার দিয়েছে কোম্পানি।বাইকের নতুন সংস্করণে বড় পরিবর্তন হল একটি চওড়া ১০০ এমএম-এর পিছনের টায়ার, যার গ্রিপ ও কর্নারিং ক্ষমতা আগেক থেকে কিছুটা হলেও উন্নত।বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে SP125-এ একটি LED হেডলাইট ও একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে যা রিয়েল-টাইম জ্বালানি খরচ ডেটা প্রদর্শন করে।
2023 Honda SP125: বাইকের দাম
SP125 ড্রাম ও ডিস্ক ভেরিয়েন্টে পাওয়া যায় এই বাইক। যার দাম যথাক্রমে ৮৫,১৩১ টাকা ও ৮৯,১৩১ টাকা। 2023 SP125 বাইকটি আগের বাইকের তুলনায় প্রায় ১০০০ টাকা বেশি দামি।
2023 Honda SP125: কাদের সঙ্গে হবে প্রতিযোগিতা ?
ভারতে হোন্ডার ১২৫ সিসি এই বাইকের সঙ্গে প্রতিযোগিতা হবে টিভিএস রেইডার ১২৫ ও হিরো সুপার স্প্লেন্ডারের সঙ্গে। একই দামের মধ্যে পাওয়া যাচ্ছে এই বাইকগুলি। এরাও হোন্ডার বাইকের থেকে কোনও অংশে কম নয়। যার মধ্যেই এই বাজেটে আলাদা করে নজর কাড়ছে টিভিএস রেইডার।
Honda Bikes: OBD-2 আসলে কী ?
OBD-2 আসলে অনবোর্ড ডায়গনিসটিক সিস্টেম যা গাড়ি বা বাইকের মধ্যে দেওয়া থাকবে। এই নতুন প্রযুক্তির মাধ্যমে গাড়ি বাইকে কী সমস্যা হচ্ছে তা সহজেই ধরা যায়। এতদিন মেকানিকের কাছে নিয়ে গেলে তারাও এই প্রযুক্তির মাধ্যমেই বাইক বা গাড়ির সমস্যা বোঝার চেষ্টা করতেন।
আরও পড়ুন : Kia EV9 SUV: ডিজাইন দেখলেই নজর কাড়বে, EV9 এসইউভি আনছে কিয়া