জীবন বিমায় প্রিমিয়ামের পুরো টাকাই ফেরত পাবেন, কীভাবে ?
HDFC লাইফ, দেশের অন্যতম অগ্রগণ্য জীবন বিমা প্রদানকারী সংস্থা নিয়ে এসেছে একটি টার্ম ইনসিওরেন্স প্ল্যান - ক্লিক টু প্রোটেক্ট সুপার (Click2Protect Super), যাতে সুরক্ষা অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন সম্ভব।
যা কখনও ঘটে যেতেও পারে আকস্মিক, যার জন্য আমার-আপনার মানসিক প্রস্তুতি নেওয়ার সময় থাকবে না, সেরকম আমাদের জীবনের কিছু ঘটনা-দুর্ঘটনা যেমন মৃত্যু, প্রতিবন্ধকতা, অবসর ইত্যাদি থেকে মানুষকে সুরক্ষা দিতে, আর্থিক সুরক্ষা দিতেই জীবন বিমা। মানুষের জীবনে প্রাকৃতিকভাবে বা দুর্ঘটনায় মৃত্যু বা শারীরিক প্রতিবন্ধকতার ঝুঁকি তো রয়েছেই। কারও যখন মৃত্যু হয়, কোনও ব্যক্তি যখন আংশিক বা সম্পূর্ণভাবে প্রতিবন্ধী হয়ে যান, আয়ে ঘাটতি দেখা দেয় পরিবারে।
জীবন বিমার প্রয়োজনীয়তা
জীবনে অপ্রত্যাশিত কোনও কিছু ঘটে গেলে সেসময় অতি প্রয়োজনীয় ব্যয়বরাদ্দ মেটাতে সহায়তার জন্য জীবন বিমা। বলা ভাল এক আর্থিক সুরক্ষা জাল। আপনার আর্থিক পোর্টফোলিওর অতি প্রয়োজনীয় এক অংশ যা কোনও বিপদে-আপদে আপনার প্রিয়জনকে নিরাপদ ভবিষ্যতের দিশা দেয়। কোনও বিমাধারকের হঠাৎ মৃত্যুতে তাঁর পরিবারকে যে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়, সে সংক্রান্ত ঝুঁকি কমায় জীবন বিমা। আর্থিক পরিকল্পনাকারী বিকল্পগুলির মধ্যে জীবন বিমা সবথেকে গুরুত্বপূর্ণ বিকল্প যা এই মুহূর্তে আমাদের হাতের কাছে রয়েছে। এক সিঙ্গল প্ল্যানের অধীনে বিনিয়োগ এবং সুরক্ষার বিষয়টিকে কভার করায় এটি হয়ে উঠেছে অতি গুরুত্বপূর্ণ। আর্থিক অনিশ্চয়তা থেকে প্রিয়জনকে রক্ষা করতে জীবন বিমার ভূমিকা অপরিসীম।
HDFC লাইফ, দেশের অন্যতম অগ্রগণ্য জীবন বিমা প্রদানকারী সংস্থা নিয়ে এসেছে একটি টার্ম ইনসিওরেন্স প্ল্যান - ক্লিক টু প্রোটেক্ট সুপার (Click2Protect Super), যাতে সুরক্ষা অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন সম্ভব এবং আপনি যে সুবিধা / প্ল্যান বেছে নিয়েছেন কেবলমাত্র তার জন্যই টাকা দেবেন।
ক্লিক টু প্রোটেক্ট সুপার (Click2Protect Super) হল একটি নন লিঙ্কড, নন-পার্টিসিপেটিং, ব্যক্তিগত, পিওর রিস্ক প্রিমিয়াম / সেভিংস লাইভ ইনসিওরেন্স প্ল্যান যা আপনাকে চেঞ্জিং লাইফ কভার, পলিসি টার্মের মেয়াদ বাড়ানো, দুর্ঘটনাজনিত মৃত্যু ও টার্মিনাল অসুস্থতার মতো বিষয়গুলিতে একাধিক আকর্ষণীয় নমনীয়তা প্রদান করে, একটি প্ল্যান যা আপনার নানাবিধ প্রয়োজনীয়তাকে কভার করে এবং আপনার প্রয়োজন অনুযায়ী সামগ্রিক সুরক্ষা প্রদান করে। তিনটি প্ল্যান বিকল্প লাইফ, লাইফ প্লাস এবং লাইফ গোলের মধ্যে থেকে নিজের চাহিদা অনুযায়ী যে কেউ যে কোনও প্ল্যানটি বেছে নিতে পারেন।
চিরাচরিত টার্ম ইনসিওরেন্স প্ল্যানের সঙ্গে তুলনা করলে HDFC Life ক্লিক টু প্রোটেক্ট সুপার অতিরিক্ত কিছু সুবিধা প্রদান করে। যেমন, প্রিমিয়াম ফেরতের সুবিধা, যাতে একজন বিমা-গ্রাহক তাঁর প্ল্যানের প্রদেয় প্রিমিয়াম মেয়াদ শেষে ফেরতের সুবিধা পাবেন। কীভাবে এটি কাজ করবে, HDFC Life ক্লিক টু প্রোটেক্ট সুপারের অতিরিক্ত সুবিধা বিভাগটি (additional benefit section) দেখে নিতে পারেন।
বিনামূল্যে কোট পেতে HDFC লাইফের অফিসিয়াল ওয়েবসাইট (www.hdfclife.com) দেখুন। টোল ফ্রি নম্বর ১৮০০-২৬৬-৯৭৭৭-এও কল করে নিতে পারেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত।
HDFC Life ক্লিক টু প্রোটেক্ট সুপারের বিশেষ কিছু বৈশিষ্ট্য
- আপনাকে সামগ্রিক সুরক্ষা দেবে এই প্ল্যান
- তিন বিকল্প প্ল্যান লাইফ, লাইফ প্লাস এবং লাইফ গোলের মধ্যে থেকে আপনার প্রয়োজন মোতাবেক যে কোনও প্ল্যানটি বেছে নেওয়ার সুবিধা
- মেয়াদপূর্তি পর্যন্ত প্রদেয় প্রিমিয়ামের পুরোটা ROP বিকল্প সহ ফেরতের সুবিধা
- প্ল্যানের মেয়াদের মধ্যে আকস্মিক দুর্ঘটনাজনিত মৃত্যুতে অতিরিক্ত অর্থ পাওয়া যাবে ( লাইফ প্লাস বিকল্পে প্রযোজ্য )
- উল্লেখিত বিশেষ অনিরাময়যোগ্য অসুস্থতার ক্ষেত্রে ৮০ বছর বয়স পর্যন্ত ( লাইফ এবং লাইফ প্লাস বিকল্পে প্রযোজ্য ) অতিদ্রুত প্রদেয় মৃত্যুজনিত সুবিধার বিকল্প
- লাইফ অপশনে ২০০ শতাংশ পর্যন্ত বর্ধিত মৃত্যুজনিত বিকল্প বেছে নেবার সুবিধা
- আপনার প্রয়োজন মোতাবেক লাইফ গোল অপশনে মৃত্যুজনিত সুবিধার বিকল্প পরিবর্তন করার সুবিধা
- কঠিন রোগ চিহ্নিত হলে WOP বিকল্প ব্যবহার করে প্রিমিয়াম ওয়েভার বিকল্পের সুবিধা
- সামগ্রিক এবং চিরকালীন প্রতিবন্ধকতার ক্ষেত্রে WOP প্রতিবন্ধকতা বিকল্পে প্রিমিয়াম ওয়েভারের সুবিধা
- জীবনসঙ্গীর জন্য অতিরিক্ত কভারেজের সুবিধা (লাইফ ও লাইফ প্লাস বিকল্পে প্রযোজ্য )
- মৃত্যুজনিত সুবিধা ইনস্টলমেন্টে পাওয়ার সুবিধা
HDFC Life ক্লিক টু প্রোটেক্ট সুপার প্ল্যানের বিকল্পগুলি : এই প্ল্যানের অধীনে বেছে নেওয়া বিকল্প অনুযায়ী প্রিমিয়ামে প্রদেয় অর্থ পরিবর্তিত হতে পারে।
লাইফ : এই প্ল্যানে পলিসিধারক মূলত প্ল্যানের বৈধতার সময়সীমার মধ্যে মৃত্যুজনিত পে আউটের ক্ষেত্রে কভার পাবেন। অনিরাময়যোগ্য অসুস্থতার ক্ষেত্রে যা বাড়তে পারে।
লাইফ প্লাস : এই প্ল্যানে পলিসিধারক ডেথ পে আউটের ক্ষেত্রে কভারড। অনিরাময়যোগ্য অসুস্থতার ক্ষেত্রে যা বাড়তেও পারে। মেয়াদের বৈধতার সময়সীমার মধ্যে বিমা-গ্রাহকের আকস্মিক মৃত্যু হলে অতিরিক্ত অর্থ প্রদান করা হবে।
লাইফ গোল : পলিসি ইয়ারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মৃত্যুতে লাইভ কভারের বিষয়টিও পরিবর্তিত হবে।
HDFC Life ক্লিক টু প্রোটেক্ট সুপার প্ল্যানের সুবিধাবলী
বিকল্প ১ : লাইফ অপশন
জীবন বিমা প্ল্যানটিতে মৃত্যুজনিত সুবিধার বিষয়টি বাড়়িয়ে দেওয়া হয় যদি বিমার মেয়াদের মধ্যে অনিরাময়যোগ্য কোনও অসুস্থতা চিহ্নিত হয়। এই প্ল্যানটি খুব সহজেই কেনা যায় সিঙ্গল-লাইফ বেসিস অথবা জীবনসঙ্গী উভয়ের সুরক্ষা-ক্ষেত্রেই।
কীভাবে কাজ করবে এই বিকল্পটি একবার দেখে নেওয়া যাক : মিস্টার কুমার একজন ৩৫ বছর বয়সী ব্যক্তি। তিনি HDFC Life ক্লিক টু প্রোটেক্ট সুপারের লাইফ অপশনটি কিনেছেন ৪০ বছরের বিমা মেয়াদে (নিয়মিত পে)। তিনি বাৎসরিক ২০,৩৩৩টাকা (সবরকম কর ব্যতীত) প্রিমিয়ামে ১ কোটি টাকার লেভেল কভার বেছেছেন। এখন পলিসি চলাকালীন সাত বছরের মধ্যে যদি মিস্টার কুমারের মৃত্যু হয়, তাহলে তাঁর নমিনি এক কোটি টাকার সুবিধা পেয়ে যাবেন।
বিকল্প ২ : লাইফ প্লাস অপশন
এই প্ল্যানে মৃত্যুজনিত সুবিধায় পলিসিটি আবদ্ধ। এবং প্ল্যানের নিয়ম অনুযায়ী অনিরাময়যোগ্য অসুস্থতা চিহ্নিত হলে মৃত্যুকালীন সুবিধাজনিত বর্ধিত অর্থ পাওয়া যাবে। পাশাপাশি, বিমা মেয়াদের বৈধতা থাকাকালীন আকস্মিক দুর্ঘটনাজনিত মৃত্যুতে অতিরিক্ত অর্থও প্রদান করা হবে। পলিসিটি সিঙ্গল লাইফ বেসিসে কেনা যেতে পারে অথবা উভয় জীবনসঙ্গীর (স্পাউস কভার) ক্ষেত্রেও ব্যবহার হতে পারে। স্পাউস কভার সম্পর্কে বিস্তারিত জানতে, অনুগ্রহ করে ‘স্পাউস কভার অপশন’ বিভাগটি দেখুন।
বিকল্প ৩ : লাইফ গোল অপশন
এই বিকল্পে মৃত্যুতে প্রদেয় এককালীন আবশ্যিক অর্থ পলিসির বছরের সঙ্গে পরিবর্তন-সাপেক্ষ। একইসঙ্গে গ্রাহক যে লেভেল কভার পিরিয়ড ও
অ্যামর্টাইসেশন রেট বেছে নিয়েছেন তার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেও এটি পরিবর্তনশীল।
HDFC Life ক্লিক টু প্রোটেক্ট সুপার প্ল্যানের অতিরিক্ত সুবিধাবলী
প্রিমিয়াম ফেরতের বিকল্প - যদি এই বিকল্প বেছে নেন গ্রাহক, বিমা-ধারককে মূল প্ল্যানের জন্য যে প্রিমিয়াম দিতে হয় তার থেকে অতিরিক্ত কিছু টাকা দিতে হবে। এবং তিনি পলিসির ম্যাচুরিটি পর্যন্ত প্রদেয় মোট প্রিমিয়ামের পুরোটাই ফেরত পাবেন। এই অতিরিক্ত বিকল্পটি বেছে নেওয়া যাবে বিমা করার শুরুতেই এবং সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র যেখানে লাইফ গোল অপশন বেছে নেওয়া হয়নি। এছাড়াও সমস্ত পলিসি টার্ম হতে হবে ১০ থেকে ৪০ বছরের মধ্যে (সিঙ্গল, রেগুলার এবং ৫ পে), সমস্ত পলিসি টার্ম হতে হবে ১৫ থেকে ৪০ বছরের মধ্যে (৮, ১০ এবং ১২ পে)। এই বিকল্পগুলি পেতে অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে। এবং একবার এই বিকল্প বেছে নিলে এই সুবিধা থেকে বেরোতে পারবেন না বিমা-গ্রাহক।
১. CI - এ প্রিমিয়াম ছাড়ের (WOP CI) বিকল্প - এই বিকল্প বেছে নিলে প্ল্যানের অধীনে সমস্ত ভবিষ্যত প্রিমিয়ামে ছাড় দেওয়া হবে। যদি বিমা-ধারক কঠিন অসুখে আক্রান্ত হন, লাইফ কভার, কঠিন শারীরিক অসুস্থতা সংক্রান্ত সমস্যায় পড়েন, মৃত্যুজনিত কভার (প্রযোজ্য হলে), অনিরাময়যোগ্য অসুস্থতা কভার (প্রযোজ্য হলে) চালু থাকবে। এই বিকল্প কেবলমাত্র পলিসির শুরুতেই বেছে নেওয়া যাবে এবং প্রিমিয়াম পেমেন্ট টার্ম সিঙ্গল পে ব্যতি রেখে অন্য কিছু হলেও তবেই সুবিধা উপলব্ধ হবে। এই বিকল্পের সুবিধা পেতে দিতে হবে অতিরিক্ত প্রিমিয়াম। প্ল্যানটি একবার বেছে নিলে এই সুবিধা থেকে বেরিয়ে আসার কোনও বিকল্প বিমাধারকের কাছে থাকবে না।
সামগ্রিক এবং চিরকালীন প্রতিবন্ধকতায় প্রিমিয়ামে ছাড় (WOP প্রতিবন্ধকতা)
এই বিকল্পটি বেছে নিলে প্ল্যানের অধীনে প্রদেয় সমস্ত প্রিমিয়ামে ছাড় মিলবে। সামগ্রিক এবং চিরকালীন প্রতিবন্ধকতায় লাইফ কভার, দুর্ঘটনাজনিত কভার (প্রযোজ্য হলে) এবং অনিরাময়যোগ্য অসুস্থতা (প্রযোজ্য হলে) সংক্রান্ত কভার চালু থাকবে। পলিসির শুরুতেই এই বিকল্প বেছে নেওয়া যাবে এবং যেখানে প্রিমিয়াম পেমেন্ট টার্ম সিঙ্গল পে ব্যতি রেখে অন্য হলে সুবিধা উপলব্ধ হবে। এই বিকল্পটি পেতে অতিরিক্ত প্রিমিয়াম বিমাধারককে দিতে হবে। বিকল্পটি একবার বেছে নিলে বিমাধারকের কাছে সুবিধা থেকে বেরিয়ে আসার কোনও রাস্তা থাকবে না।
১. স্পাউস কভার অপশন - বিমা-ধারকের মৃত্যু হলে জীবনসঙ্গী প্রতিশ্রুত বেসিক সামের সম-শতাংশ মৃত্যুকালীন সুবিধাজনিত অর্থ পাবেন বিমার বৈধতা মেয়াদের বাকি সময়ের জন্য। সর্বোচ্চ ৫০ শতাংশ মাত্রায় BAUP মোতাবেক নির্ধারিত হবে ওই শতাংশ। ভবিষ্যতের জন্য প্রিমিয়াম, যদি চুক্তি মোতাবেক প্রদেয় হয়, ছাড় পাওয়া যাবে।
২. ইনস্টলমেন্টে মৃত্য়ুজনিত সুবিধা - এই বিকল্পের অধীনে নমিনি মৃত্যুজনিত সুবিধা সংক্রান্ত পুরো অর্থ ইনস্টলমেন্টে পাবেন।
৩. প্রিমিয়াম ফ্রিকোয়েন্সি পরিবর্তনের বিকল্প - প্রিমিয়াম পেমেন্ট টার্মে কতবার প্রিমিয়াম দেওয়া যাবে সেই সিদ্ধান্ত নিতে পারবেন বিমা-গ্রাহক।
৪. RP থেকে LP - প্রিমিয়াম পেমেন্ট টার্মের পরিবর্তনের সুযোগ - এই বিকল্পের অধীনে বিমা-ধারক বাকি নিয়মিত প্রিমিয়ামকে নিয়ন্ত্রিত প্রিমিয়ামে বদলের সুযোগ নিতে পারেন। তবে এই ধরনের বদল BAUP মেনে হতে হবে।
৫. মেয়াদ পূর্তিতে নবীকরণ - প্ল্যানের মেয়াদ শেষে ম্যাচুরিটির সময়ে পলিসির মেয়াদ পুনরায় বৃদ্ধি করতে পারেন বিমা-ধারক। এই বিকল্প সর্বাধিক পাঁচবার প্রয়োগ করা যেতে পারে। এবং বিকল্পটি উপলব্ধ কি না তা নির্ভর করে BAUP -র উপর।
৬. লাইফ স্টেজ বিকল্প - এই বিকল্পটি পলিসির শুরুতেই বেছে নিতে হবে। বিমা-ধারক সাম-অ্যাসিওরড বেছে নিতে পারেন নিম্নে উল্লেখিত কোনও নির্দিষ্ট ইভেন্ট ব্যতি রেখে।
**পলিসি সংক্রান্ত বিস্তারিত জানার জন্য, ওয়েবসাইটে উপলব্ধ ব্রশিওর দেখুন
HDFC লাইফ ক্লিক ২ প্রোটেক্ট সুপারের রাইডার্স
- HDFC লাইফ ইনকাম বেনিফিট অন অ্যাকসিডেন্টাল ডিসএবিলিটি রাইডার
- HDFC লাইফ ক্রিটিকাল ইলনেস (CI) রাইডার
- HDFC লাইফ প্রোটেক্ট প্লাস রাইডার
- ওয়েভার অফ প্রিমিয়াম অন ক্রিটিক্যাল ইলনেস (WOP CI) অপশন